নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী করতে ডিজিটাল পাঠ্যবইয়ের ব্যবহারের উদ্যোগ সরকারের

১৬ ই মে, ২০১৫ বিকাল ৪:২৯

দেশে কম্পিউটার ও স্মার্ট ফোনের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে ডিজিটাল বইয়ের (ই-বুক) ব্যবহার ও জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে। এ জনপ্রিয়তাকে স্কুল-কলেজের পাঠ্যপুস্তকের ক্ষেত্রে ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসাবে আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০১৬ সাল থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রচলিত বাঁধাই করা বইয়ের পাশাপাশি ডিজিটাল বইও প্রকাশ করা হবে। পর্যায়ক্রমে স্কুল ও কলেজের অন্যান্য শ্রেণির জন্যও ডিজিটাল পাঠ্যবই প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়। ডিজিটাল বই তরুণ-কিশোরদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এ ধরনের বই সহজে ব্যবহার করা যায়। শিক্ষার্থীরা আনন্দের সাথে ও আগ্রহ নিয়ে এ সংস্করণের বই ব্যবহার করছে। এ সুযোগটিকে কাজে লাগিয়ে তাদেরকে পড়াশোনায় আরো মনোযোগী করতে ডিজিটাল পাঠ্যবই প্রবর্তন করা হচ্ছে। কাগজে তৈরি প্রচলিত বইয়ের পাশাপাশি ডিজিটাল সংস্করণও বের হবে। ফলে শিক্ষার্থীরা এ সংস্করণে অভ্যস্ত হতে সময় পাবে। মন্ত্রণালয়ের শিক্ষার মানোন্নয়ন বিষয়ক ‘টিকিউআই’ প্রকল্পের মাধ্যমে ডিজিটাল বই তৈরি করা হচ্ছে। শিক্ষক প্রশিক্ষণ কলেজের শিক্ষকদের মাধ্যমে এ বই প্রস্তুত করার কাজ শুরু হয়েছে। চলতি বছরের নভেম্বরের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এগুলোকে কিভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে এখন কাজ চলছে। এ বইগুলোতে কাগজের বইয়ের চেয়ে বেশি ব্যাখ্যামূলক শিক্ষা সংযুক্ত করা সহজ হবে। শব্দার্থ, ব্যাখ্যা, এনিমেশন, রঙ্গিন ছবি, প্রয়োজনীয় ভিডিও সংযুক্তি বইগুলোকে আরো সহজ ও আনন্দময় করে তুলবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.