নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বরিশালে নির্মিত হচ্ছে ডিজিটাল আইটি পার্ক

২৫ শে মে, ২০১৫ দুপুর ২:৫১


প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক জনপদ হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে সারা দেশে ১২টি আইটি পার্ক নির্মাণ করা হয়েছে, যার মধ্যে বরিশাল অন্যতম। বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ, পলিটেকনিক কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধলক্ষাধিক শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যতের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বরিশাল নগরীর কাশীপুরে ১২০ কোটি টাকা ব্যয়ে ৯ একর জমির ওপর নির্মিত হচ্ছে ডিজিটাল আইটি পার্ক। এতে কর্মসংস্থানের সৃষ্টি হবে প্রায় ১০ হাজার মানুষের। আইটি পার্কটি নির্মাণের মধ্য দিয়ে ডিজিটাল বরিশাল ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ আইটি পার্ক নির্মাণের জন্য বরিশাল নগরীর কাশীপুরে শিক্ষা বোর্ড অফিসের পাশে ৯ একর জমি নির্দিষ্ট করা হয়েছে। মাত্র ছয় বছরের মধ্যে বর্তমান সরকার সারা দেশে ২৭ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং সাড়ে ৩ হাজার কম্পিউটার ল্যাব তৈরি করেছে। নতুন করে আরও ৫০ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ২ হাজার কম্পিউটার ল্যাব কাম ল্যাঙ্গুয়েজ ক্লাব করার প্রক্রিয়াও চলছে। সরকারের এ পদক্ষেপের ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম হবে এবং দেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এটাই সবার প্রত্যাশা।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.