![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের পদ্মা সেতু এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। শত শত শ্রমিক আর প্রকৌশলীর অক্লান্ত পরিশ্রমে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে মূল সেতু নির্মাণকাজ। এটিই হবে দেশের সবচেয়ে দীর্ঘতম সেতু। যে সেতু দিয়ে সড়ক যান চলাচলের পাশাপাশি রেল চলাচলের ব্যবস্থাও থাকবে। আর দেশের কোটি কোটি মানুষের কাঙ্ক্ষিত এই সেতুর বাস্তব যাত্রা শুরু হবে ২০১৮ সালে। এমন সুখবরে কার না ভাল লাগে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের ২০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। মূল সেতু নির্মাণে দৃশ্যমান কাজও শুরু হয়েছে বেশ আগেই। সেতু নির্মাণের ৬টি পরীক্ষামূলক (টেস্ট) পাইলের কাজ এখন চলমান রয়েছে। ১৪২টি স্থানে মাটি পরীক্ষার কাজও করা হচ্ছে। পদ্মা নদীর দুই পাড়ে সংযোগ সড়ক নির্মাণকাজও দ্রুত এগিয়ে চলছে। পুনর্বাসন ও সার্ভিস এরিয়া নির্মাণের কাজ রয়েছে শেষ পর্যায়ে। নির্ধারিত সময়ের আগেই প্রতিটি কম্পোনেন্টের কাজ এগিয়ে চলছে। ২০১৮ সালেই যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হবে। পদ্মা সেতু প্রকল্প প্রধানমন্ত্রী নিজেই মনিটরিং করছেন। রোদের প্রচণ্ড তাপ মাথায় নিয়েই কাজ করে যাচ্ছেন বিপুলসংখ্যক প্রকৌশলী ও শ্রমিক। কেউ পদ্মা নদীতে পরীক্ষামূলক পাইপ বসানোর কাজে নিয়োজিত, কেউ আবার অ্যাপ্রোচ সড়ক নির্মাণে ব্যস্ত। দেশী-বিদেশী প্রকৌশলীরা দাঁড়িয়ে থেকে দেখভাল করছেন এসব কার্যক্রম। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন দেশী-বিদেশী প্রকৌশলী, কর্মকর্তাসহ প্রায় তিন হাজার শ্রমিক। নির্ধারিত সময়ের মধ্যে সেতুর কাজ শেষ করতে তারা সবাই একযোগে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও কাজ চালিয়ে যাচ্ছেন।
©somewhere in net ltd.