![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিশ্বব্যাংক ২৯০ কোটি ডলারের ঋণ চুক্তি বাতিল করে। পরে সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়। এরপর গত অর্থবছরে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখলেও কাজ শুরু না হওয়ায় সেই অর্থ সরকারের ট্রেজারিতে ফেরত যায়। অনেক প্রত্যাশার এ প্রকল্পের জন্য আগামী অর্থবছরের বাজেটে ৮ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতে পারে। এ ছাড়া দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোও অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে। ইতঃপূর্বে দেশের বৃহৎ অনেক শিল্পগ্রুপ পদ্মা সেতুতে অর্থায়ন করার আগ্রহ ব্যক্ত করেছিল। এমনকি অনেকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তাদের এ আগ্রহের কথা জানান দিয়েছিলেন। এ অবস্থায় স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ বাস্তবে রূপ নেওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে তাতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষসহ খুশি পদ্মা পাড়ের মানুষ। আশা করা যাচ্ছে সরকারের আন্তরিকতা ও সদিচ্ছার পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনায় নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতুর কাজ নির্ধারিত সময়েই শেষ করা যাবে।
©somewhere in net ltd.