নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

যৌথ প্রশিক্ষণ, সামরিক মহড়া, প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিদর্শন এবং অভিজ্ঞতা বিনিময়ে সামরিক প্রধানদের গমনাগমন সামরিক বন্ধন সৃষ্টির নীতি

১৩ ই জুন, ২০১৫ বিকাল ৩:১২





বাংলাদেশের চল্লিশ বছরে বহু দেশ থেকে বিশিষ্টজনদের সাথে সাথে সামরিক প্রতিনিধি দল এসেছে এ দেশের সামরিক বাহিনীর সদস্যদের সাথে যৌথ প্রশিক্ষণ, সামরিক মহড়া, প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিদর্শন এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যকে সামনে রেখে। এটা অনস্বীকার্য যে, এ দেশের সামরিক বাহিনীর সাথে অন্য যে কোন দেশের সামরিক বাহিনীর অভিজ্ঞতা বিনিময়, বাহিনীর সদস্যদের মাঝে সমঝোতা গড়ার ক্ষেত্রে এক সূবর্ণ সুযোগ এনে দেয়। ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল মুস্তাফিজ, বীর বিক্রম-এর ভারত সফর এরই প্রেক্ষাপটে সূচিত হয়েছিল। সে সময় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেরাদুনে অবস্থিত ইন্ডিয়ান মিলিটারি একাডেমির দীর্ঘ মেয়াদী কোর্সের পাসিং আউট প্যারেডের সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শনের বিরল সৌভাগ্য অর্জন করেছিলেন। সেই সামরিক নীতি অনুযায়ী সেনাপ্রধান দলবীর সিংক আগামী ১৬ জুন ২০১৫ সালে চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-এর ৭২তম লং কোর্স এবং ৪৩তম স্পেশাল কোর্স-এর ক্যাডেটদের কমিশন প্রদান উপলক্ষে কুচকাওয়াজ পরিদর্শন করবেন। যা বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞতা অর্জনের জন্য অনেক বড় একটা পাওয়া।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.