![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের এ যুগে বাংলাদেশ আজ সামনের সারির একটি দেশ। সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে গত সাড়ে ছয় বছরে দেশে তথ্যপ্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে এক যুগান্তকারী বিপ্লব ঘটেছে এবং সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে তথ্যপ্রযুক্তির সফল ব্যবহার নিশ্চিত করে রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছে ক্ষমতাসীন সরকার। তথ্যপ্রযুক্তির প্রায়োগিক উৎকর্ষ সাধন, ব্যাপক ব্যবহার নিশ্চিতকরণ ও প্রান্তিক মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার ফলে ‘ডিজিটাল বাংলাদেশ’ আজ আর কোন স্বপ্ন নয়, যেন বাস্তবতা। বর্তমানে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৪ কোটি ৫৬ লাখ ৭৬ হাজার ৬০৯ জন। ইন্টারনেট ডেনসিটি ২ দশমিক ৫ শতাংশ হতে বৃদ্ধি পেয়ে এখন ২৭ দশমিক ৪২ শতাংশে উন্নীত হয়েছে। টেলিডেনসিটি আড়াই গুণ বেড়ে এখন ৮০ শতাংশে দাঁড়িয়েছে। প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার পাশাপাশি ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে প্রতিষ্ঠা হয়েছে বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল ‘জাতীয় তথ্য বাতায়ন’। গ্রামীণ জনগোষ্ঠীর জন্ম-মৃত্যু নিবন্ধন থেকে শুরু করে সরকারি প্রায় সব ধরনের সেবা, বেসরকারি সেবার তথ্য, বিদেশে কর্মসংস্থানের নিবন্ধন, পরীক্ষার ফলপ্রাপ্তি, চাকুরির আবেদন সবই করা যাচ্ছে ডিজিটাল সেন্টার থেকে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের দ্বার গোঁড়ায় এখন বাংলাদেশ। সব কিছুতেই যেন ডিজিটালের ছোঁয়া। বাস্তব রুপ নিয়েছে ‘ডিজিটাল বাংলাদেশ’ নামের শব্দটি।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪৯
চাঁদগাজী বলেছেন:
৩৪ বছর পার্টি প্রধান, এটাই তো বড় প্রকল্প,