নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধাবিহীন হাওড়, চর এবং পানিবন্দি এলাকার মানুষের জন্য ভাসমান আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র চালুর উদ্যোগ সরকারের

২১ শে জুন, ২০১৫ বিকাল ৩:০১

দেশের বিস্তীর্ণ চর ও হাওড় অঞ্চলে তথ্যপ্রযুক্তি নানা সেবা অপ্রতুল। এসব প্রত্যন্ত ও দুর্গম এলাকায় ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে ভাসমান আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করছে সরকারের আইসিটি বিভাগ। আইসিটি বিভাগের পক্ষে এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এ উদ্যোগে আর্থিক সহযোগিতা দিচ্ছে নেদারল্যান্ডের ফ্লোটিং সিটি অ্যাপস নামের একটি সংস্থা। এ লক্ষ্যে নেদারল্যান্ডের ফ্লোটিং সিটি অ্যাপসের সঙ্গে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের [বিসিসি] সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রথম পর্যায়ে দেশের চারটি এলাকায় ভাসমান অবকাঠামোর মাধ্যমে এ প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে। এতে ইন্টারনেট ও সৌর বিদ্যুৎ সুবিধাসহ ২০টি ল্যাপটপ থাকবে। সমঝোতা স্মারক অনুযায়ী নেদারল্যান্ডস ভাসমান অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রশিক্ষণ সুবিধা প্রদান করবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে ডিজিটাল বৈষম্য দূর করতে হবে। এজন্য যেসব এলাকায় বিদ্যুৎ কিংবা সহজ যোগাযোগ ব্যবস্থা নেই সেখানেও তথ্যপ্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে হবে। এসব অঞ্চলে জনগণকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে মানসম্পদে পরিণত করতে হবে। বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধাবিহীন হাওড়, চর এবং পানিবন্দি এলাকার মানুষের জন্য তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে ফ্লোটিং সিটি অ্যাপস গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৫ সকাল ১১:৩১

মেঘ ছাউনী বলেছেন: সুন্দর উদ্যোগ.।.।.।তথ্য প্রযুক্তির আলোই আলোকিত হোক আমাদের বাংলাদেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.