![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব পাচারের সমস্যা সমাধান করতে হলে সমস্যার কারণ নির্ণয়, দোষীদের আইনের আওতায় আনা, সচেতনতা বৃদ্ধি, আন্তরিকতা ও সংশ্লিষ্ট দেশের মধ্যে সমঝোতা, বর্তমান পরিস্থিতিতে কী কী পদক্ষেপ নেয়া প্রয়োজন এবং ভবিষ্যতে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কী কী উদ্যোগ নেয়া প্রয়োজন তা বের করা জরুরি। মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট দেশের মধ্যে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক সমন্বয়ের ভিত্তিতে পাচার বন্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিজ্ঞজনেরা। এই মানব পাচার রোধে স্থানীয়ভাবে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। শুধু দালালদের ধরলে হবে না। দালালদের পেছনে যেসব সরকারি ও রাজনৈতিক ব্যক্তি রয়েছেন তাদেরকেও ধরতে হবে। মানব পাচার রোধে রাষ্ট্র, গণমাধ্যম, সুশীল সমাজ সকলের ভূমিকা আছে। তবে রাষ্ট্র তার ভূমিকা পালন করলে অন্য সকলের ভূমিকা পালন সফল হয়। রোহিঙ্গা সমস্যা উপেক্ষা করে মানব পাচার সমস্যা বন্ধ করা যাবে না। সমস্যা সমাধানে বলিষ্ঠ কূটনৈতিক উদ্যোগ জরুরি। আইন প্রয়োগকারীদের সকল প্রকার ভীতির ঊর্ধ্বে উঠে দৃঢ়ভাবে কাজ প্রয়োজন বর্তমান পরিস্থিতি মোকাবেলায় পৃথিবীর যে স্থানে আমাদের শ্রম শক্তি কাজে লাগানো যায় সে স্থানে বৈধভাবে পাঠানোর ব্যবস্থা করা জরুরি। যারা মারা গেছে তাদের চিহ্নিত করা, যারা এখনও আছে তাদের ফিরিয়ে আনা, দেশের অভ্যন্তরে এবং অন্য দেশে পাচারকারী যারা চিহ্নিত হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া, অপরাধের একটি অংশ দেশে ও অপরটি অন্য দেশে ঘটেছে বলে প্রয়োজনে নতুন আইন করার ওপর জোর দেওয়া প্রয়োজন।
©somewhere in net ltd.