নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বিচার বিভাগকে ডিজিটালাইজড করার লক্ষ্যে নিম্ন আদালতে চালু হচ্ছে ভয়েস রেকর্ডিং সিস্টেম

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৪:১৬

দেশে প্রথমবারের মতো কোর্ট রেকর্ডিং সিস্টেমের অধীনে আসছে নিম্ন আদালতসমূহ। সনাতন পদ্ধতির পরিবর্তন এনে বিচার বিভাগকে ডিজিটালাইজড করার লক্ষ্যে আদালতে সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করতে ভয়েস রেকর্ডিং সিস্টেম চালু হচ্ছে। বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের (ইউএনডিপি) অর্থায়নে জুডিসিয়াল স্ট্রেনদেনিং প্রজেক্টের (জাস্ট) আওতায় বিচার বিভাগে এই ডিজিটালাইজেশন করছে সরকার। এই পদ্ধতিতে আদালতে সাক্ষীর সামনে একটি ভয়েস রেকর্ডার থাকবে, যার মাধ্যমে সাক্ষী যে সাক্ষ্য দেবেন তা আদালতে রেকর্ড অবস্থায় লিপিবদ্ধ থাকবে। একই সঙ্গে এই সাক্ষ্য কম্পিউটারাইজড সিস্টেমে লেখা হবে। কোর্ট রেকর্ডিং সিস্টেমে আদালতের ভেতরে পাঁচটি কম্পিউটার থাকবে। একটি বিচারকের সামনে, একটি আসামি, একটি সাক্ষী, একটি আইনজীবীদের ও অপরটি সাক্ষ্য লিপিবদ্ধকারী কর্মকর্তার সামনে। সাক্ষী তার সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে কর্মকর্তা কম্পিউটারে সেটা লিখবেন এবং মামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাই দেখতে পারবেন। ফলে কোনো তথ্য বাদ যাওয়া কিংবা ভুল লেখার সম্ভাবনা থাকবে না।সরকারের এমন পদক্ষেপে বিচারকদের আর সাক্ষ্যগ্রহণ করতে হবে না, সাক্ষীদের জবানবন্দী লিপিবদ্ধ করতে বিচারকদের নিজ হাতে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে হবে না।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.