![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ। সমুদ্র পারে বসবাস করি।
আমার নবজাতক মেয়ের জন্য সুন্দর, শ্রুতিমধুর ও অর্থপূর্ণ একটা নাম আহবান করছি। ঈদের দিন সকলে হওয়ায় ঈদ বা খুশি সম্পর্কিত নাম হলে ভাল হয়। মা মেয়ে দুইজনে সুস্থ আছে ,আমাদের জন্য দোয়া করবেন।
আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করবো যদি একটি সুন্দর নাম এই ব্লগের ব্লগারদের দেয়া নাম থেকে আমার নবজাতক মেয়ের নাম খুজে পাই।
২| ২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
যোগী বলেছেন:
ঈদীতা
ঈদিয়া
ঈদিমা
ঈদিসা
ঈদন্নি
.
.
.
.
৩| ২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
নুর ইসলাম রফিক বলেছেন: কথা" আমার মেয়ের নাম রেখেছিলাম আমার বিয়ের অনেক আগেই।
কিন্তু বাস্তবতা কি।
আজব সেই সাত বৎসর আগে মেয়ের নাম রাখছি ঠিকি কিন্তু আমি আজো বিয়েই করিনি।
যদি ভালো লাগে তবে আপনার মেয়ের নাম "কথা" রাখতে পারেন।
৪| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৩
আরাফাত হোসেন অপু বলেছেন: অনয়া..........তনু..........
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
ইমরান আশফাক বলেছেন: আমার মেয়ের জন্যেও একটি চমৎকার নাম খুজছি।