![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইতো কিছুদিন আগে ২০১৩ শুরু হল। দেখতে দেখতে চারটা মাস চলেও যাচ্ছে।নতুন বছরে এরই মধ্যে কি পেলাম?ভাল কিছু কি? অস্থির দেশ, অস্থির রাজনীতি, অস্থির বাজার, অস্থির কর্মক্ষেত্র,অস্থির সংসার অস্থির আমি............ আমরা কি ভাল আছি? আমি কি ভাল আছি? বার বার মনে হয় কিছু দেশ, কিছু মুভি থেকে আমরা যেমন আনলাকি থারটিন শব্দটি শুনেছি আমরাও কি তার কবলে পরলাম কিনা? নিজেকে নিয়ে যখন ভাবতে বসি ভীষণ মন খারাপ হয়, মনে হয় খুব শীঘ্রই ভীষণ খারাপ কিছু ঘটতে যাচ্ছে জীবনে। সে মুহূর্তে নিজেকে সান্ত্বনা দেই বছরটাতো ফুরিয়ে যায় নি। হয়তো সুদিন আসবে.........আশাই তো সব, বেঁচে থাকার প্রেরণা। সেটা হারালে আর কিছুই যে থাকেনা।
২| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৫
প্রত্যাবর্তন@ বলেছেন:
৩| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৯
এহসান সাবির বলেছেন: অনেক দিন কোনো পোস্ট নাই যে.....
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩০
যাযাব৮৪ বলেছেন: