নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডরোথী সুমী

ডরোথী সুমী › বিস্তারিত পোস্টঃ

ভাল থাকি.........ভাল থাকবো

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০০



আনন্দ, বেদনা মিলেই জীবন। জীবনে হতাশা আসবেই। অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা পরিস্থিতি মোকাবেলাও করে ফেলি। যখন কষ্টের দিনগুলি অতিবাহিত করি তখন তা যত কম সময়ের জন্যই হোক না কেন ব্যাপ্তিটা অনেক দীর্ঘ মনে হয় অথচ আনন্দের মুহূর্তগুলো সবসময় মনে হয় ক্ষণস্থায়ী। বিষয় সেটা নয়। কষ্টের মুহূর্তগুলি যখন ভরা থাকে সন্দেহ, ঈর্ষা, ঘৃণায় তখন অনেক সময় সেই পরিস্থিতি মোকাবেলার মনোবল হারিয়ে ফেলি আমরা। প্রথন প্রথম হয়তো চেষ্টা চালানো হয় ভুলগুলো সংশোধনের.........কিন্তু কতদিন? জীবনে ভাল থাকাটা সত্যিই খুব জরুরী। নিজে ভাল থাকলে অন্যকেও ভাল রাখতে পারবো। কিন্তু নিজেই যদি সারাক্ষণ অস্থির থাকি তাহলে সমস্ত কিছুই যে এর দ্বারা প্রভাবিত হবে। ঠিক করেছি, যত বাধাই আসুক বিচলিত হবনা।ভাল থাকার, মানসিকভাবে সুস্থ থাকার, সুস্থ চিন্তা করার আপ্রাণ চেষ্টা করবো।আমি খেয়াল করে দেখেছি যখন আনন্দে থাকি তখন জীবনী শক্তিতে ভরপুর থাকি।কোন কাজে অসফলতাও আমাকে দুর্বল করতে পারেনা। আমি বুঝে গেছি, যারা আমার খুব কাছের তারা কেও এ বিষয়ে আমাকে সাহায্য করতে পারবেনা।তাই সবার কাছ থেকে কষ্টগুলি গোপন করে রাখি। থাকনা সেগুলো একান্ত আমার হয়ে। ..................সৃষ্টিকর্তার কাছে প্রতিদিন প্রার্থনা জানাই তিনি যেন আমাকে আরো বেশি মনোবল দান করেন আর সবাইকে যেন শান্তিতে রাখেন।...............ভাল থাকাটা যেন ছোঁয়াচে রোগের মত হয়।







মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২২

রাশেদ অনি বলেছেন: একদম সত্যি কথা আপুনি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

ডরোথী সুমী বলেছেন: সৃষ্টিকর্তা আপনাকেও যেন প্রাণ শক্তিতে ভরপুর রাখেন। ভাল থাকুন।

২| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ডরোথী নামে প্রাথমিক বিদ্যালয়ে আমাদের একজন বান্ধবী ছিল। গাজীপুর বিএডিসি থেকে ও আসত ব্রি প্রগতি বিদ্যালয়ে পড়তে। কোথায় যে হারিয়ে গেল বান্ধবীটি... আপনার নাম দেখে মনে পড়ে গেল ওর কথা...

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৭

ডরোথী সুমী বলেছেন: আমার এস.এস.সি সে.........ই ৯৫তে। আপনার সেই বান্ধবী নিশ্চয়ই এতো আগের ব্যাচের নয়। আপনার সেই হারিয়ে যাওয়া বন্ধুটিও নিশ্চয় ভাল আছে। দোয়া করি, একদিন তাকে যেন খুঁজে পান। ভাল থাকুন আপনিও।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, আমার এস.এস.সি ও সে.........ই ৯৫তে !!! :#) :#)

সুতরাং আমার বান্ধবীর এস.এস.সি ও ৯৫তেই হবে ! দারুণ কাকতাল !!! :D :D

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩১

ডরোথী সুমী বলেছেন: ভালই, আমরা তাহলে ক্লাসমেট না হলেও ইয়ারমেট হলাম।

৪| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৫

অদ্ভুত_আমি বলেছেন: ”সৃষ্টিকর্তার কাছে প্রতিদিন প্রার্থনা জানাই তিনি যেন আমাকে আরো বেশি মনোবল দান করেন আর সবাইকে যেন শান্তিতে রাখেন।...............ভাল থাকাটা যেন ছোঁয়াচে রোগের মত হয়।” [/si
আমীন ।

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৭

ডরোথী সুমী বলেছেন: সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাই যে আপনাদের মত কিছু ভাল মনের মানুষকে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীটাকে সুন্দর করে তোলার জন্য।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৭

আমাদের নিজস্ব ভাষায় বলেছেন: জীবনে ভাল থাকাটা সত্যিই খুব জরুরী। + +

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৮

ডরোথী সুমী বলেছেন: সেটাই। না হলে দেখবেন সারাক্ষণ অশান্তি লাগছে। সমস্যায় আক্রান্ত হলে আমারতো রাস্ত ঘাটে কান্না পায়। ভাল থাকুন। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

শ্যামল জাহির বলেছেন: জীবনে ভাল থাকাটা সত্যিই খুব জরুরি।

জগতে আপনার চেয়েও আপন কেহ নাই।
অনেক ভাল থাকুন।
শুভ কামনা।

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

ডরোথী সুমী বলেছেন: একদম ঠিক। অনেক ধন্যবাদ আমার বাড়ী আসার জন্য।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭

ঘুমন্ত আমি বলেছেন: আনন্দ বেদনার কাব্য।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৯

ডরোথী সুমী বলেছেন: ধন্যবাদ, ভাই। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.