নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডরোথী সুমী

ডরোথী সুমী › বিস্তারিত পোস্টঃ

আজ নয়, কাল আমার 'সপ্তক' সোনার জন্মদিন

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৭



আমার প্রথম সন্তান 'সুর' সাড়ে তিন বছরে পা দিবে কয়েকদিন পর। আর আমার দ্বিতীয় সন্তান 'সপ্তক' এর দুই বছর পূর্ণ হবে কাল। যেহেতু শুক্র, শনি সামুতে আসার উপায় নেই তাই আজকেই এলাম। গত দুই দিন ধরে সে গান গাইছে......হপি বাথদে টুডু... 'সুর' এর জন্মদিনে লিখতে মনে ছিলনা। সে সময় সামুতে খুব একটা ঢোকাও হতোনা। এই কলিজার টুকরো দুটো আমার পৃথিবী........আমার সমস্ত আনন্দ, বেদনার অংশীদার। ওদের হাসিমুখ দেখলে জীবনের সমস্ত যন্ত্রণা ভুলে যাই। আর ওদের অসুস্থতা আমাকেই দুর্বল করে ফেলে। সমস্ত সন্তানদের জন্য দোয়া করি তারা যেন সুস্থ থাকে, কোন কষ্ট, যন্ত্রণা যেন তাদের স্পর্শ না করে...............কোন মা-বাবার বুক যেন খালি না হয়।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভেচ্ছা ও শুভকামনা রইল ।

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮

ডরোথী সুমী বলেছেন: আমার সোনা পাখীকে আপনার শুভেচ্ছা পৌঁছে দেব।

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭

আরুশা বলেছেন: শুভ জন্মদিন সপ্তক !:#P !:#P

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৩

ডরোথী সুমী বলেছেন: 'সপ্তক' হয়তো আপনার সাথে হাত মেলাতে চাইতে পারে।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৮

শ।মসীর বলেছেন: শুভ জন্মদিন সপ্তক

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৬

ডরোথী সুমী বলেছেন: আমার 'সপ্তক'ও আপনার মত করে ছবি তোলে। আর আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন রকম পোজ দেয়। কি যে মজা লাগে!

৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সপ্তকের শুভ জন্মদিনে

আমার খুব প্রিয় রবিন্দ্রনাথের এই

কবিতার লাইনগুলো ছোট্ট উপহারঃ

হারাই হারাই ভয়ে গো তাই
বুকে চেঁপে রাখতে যে চাই
কেঁদে মরি একটু সরে দাঁড়ালে

জানিনা কোন মায়ার ফেঁদে
বিশ্বের ধন রাখবো বেঁধে
আমার এ ক্ষীণ বাহু দুটির আড়ালে..।


অনেক সূখী হোন..।

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯

ডরোথী সুমী বলেছেন: অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর উপহারের জন্য। আপনিও সুখী হোন...।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭

সূর্য হাসান বলেছেন: হপি বাথদে টুডু...
অনেক বড় মাপের মানুষ হিসেবে গড়ে উঠুক আপনার সোনামনিরা। অনেক আদর, শুভেচ্ছা রইল।

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২

ডরোথী সুমী বলেছেন: বার্থ ডে বয়ের পক্ষ থেকে আপনার জন্যও অনেক শুভ কামনা আর শুভেচ্ছা!

৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: :)

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৫

ডরোথী সুমী বলেছেন: ইয়ারমেট, আমার সপ্তকও আপনার ইমোর মত সবকটা দাঁত বের করে রাখে সারাক্ষণ।

৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৫

সাদা মনের মানুষ বলেছেন: সপ্তকের জন্মদিনে তার জন্য রইলো অনেক অনেক আদর।

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০১

ডরোথী সুমী বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ। আপনার সুন্দর উপহার পৌঁছে যাবে সপ্তকের কাছে।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০

সেলিম আনোয়ার বলেছেন: সপ্তকের জন্মদিনে তার জন্য রইলো অনেক অনেক আদর। !:#P

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২০

ডরোথী সুমী বলেছেন: আপনার আদর সপ্তকের জন্য বাসায় নিয়ে যাব বিকেলে।

৯| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৮

সানফ্লাওয়ার বলেছেন: অনেক অনেক আদর ও শুভকামনা সুর-সপ্তক এর জন্য ।

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৩

ডরোথী সুমী বলেছেন: সূর্যমুখী ভাই, অনেক ধন্যবাদ আপনার আদর আর শুভকামনার জন্য। ভাল থাকবেন।

১০| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫১

অদ্ভুত_আমি বলেছেন: অনেক আদর ও দোয়া সুর এবং সপ্তক এর জন্য ।

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০১

ডরোথী সুমী বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ কামনা আপনার এবং আপনার পরিবারের জন্য।

১১| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫০

শ্যামল জাহির বলেছেন: আপনার কলিজার টুকরো গুলোর জন্যে শুভ কামনা আর স্নেহ।

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

ডরোথী সুমী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।শুভ কামনা রইলো

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

সেভেন্থ সেন্স বলেছেন: সুর, সপ্তক তোমরা তোমার মায়ের কলিজার টুকরা হয়ে থেকো। আর হ্যাঁ মাকে অবশ্যই বেশি বেশি জ্বালাবে......আমার মত করে।।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭

ডরোথী সুমী বলেছেন: সপ্তক আপনার পথেই হাঁটছে। একটা মুহূর্ত শান্তিতে থাকতে দেয়না। ওর শয়তানির কিছু নমুনা নিয়ে আজ না হয় কাল একটা পোস্ট দেব। আপনাদের এই জ্বালানি যে মনোযোগ আকর্ষণের একটা টেকনিক সেটা আমরা মানে মায়েরা ভালই বুঝি। শুভ কামনা।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪০

সেভেন্থ সেন্স বলেছেন: ;) ;) ছেলেরা একটু এমন ই হয় , একজন মায়ের থেকে সেটা ভালো আর কে বলতে পারবে

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

ডরোথী সুমী বলেছেন: আমার দুই ছেলে দুই স্বভাবের অথচ প্রিয় দুটোই। ১০ সন্তানের প্রতি জনই মায়ের সমান প্রিয়। আশ্চর্য লাগে তাই না! মিষ্টি মায়ের দুষ্টু ছেলের জন্য অনেক শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.