নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডরোথী সুমী

ডরোথী সুমী › বিস্তারিত পোস্টঃ

সুর, সপ্তকের ঈদ ভ্রমণ

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৪

উৎসর্গ : মাহমুদুর রহমান সুজন, মুহাম্মদ জহিরুল ইসলাম, লেখোয়ার, অপর্ণা মম্ময়, তন্ময় ফেরদৌস, টিঙ্কু জিয়া, আগন্তুক কাক, মাহবু১৫৪, মাথা ঠাণ্ডা, জুন, বোকামন, শায়মা, হিমু_ 017, সানফ্লাওয়ার আর বাকি সবাই যারা লেখাটি পড়েছেন।



আজ লিখতে বসেছি এই ঈদে আমার বাচ্চাদের ভ্রমণ কাহিনী। আগের পোস্টে বলেছিলাম বাচ্চাদের নিয়ে জার্নির টেনশনের কথা। ১৩ তারিখ রাত ৮.৩০ মিনিটে গাড়ি ছাড়ার কথা। কাউনটারে বসে অপেক্ষা করছি। নিজে না বসে সপ্তককে চেয়ারে বসিয়েছি আর সুর মাঝে মাঝে আমার পাশে দাঁড়াচ্ছে নতুবা বাবার সাথে বাইরে যাচ্ছে।এরই মধ্যে পাশে বসা মহিলার সাথে আর তার ৮/৯ বছর বয়সি বাচ্চার সাথে সপ্তকের গল্প জমে উঠেছে। কী গল্প সেটা তারাই ভাল জানে। আরেক পাশের ভদ্রলোককেও মামা ডাকা শুরু হয়ে গেছে। হঠাৎ সুর এসে আবদার শুরু করল পপকর্ণ খাওয়ার।মানে খেতেই হবে। অগ্যতা কি আর করা খৈ খোঁজা শুরু হল, পাওয়াও গেল। দুই ভাই মনের সুখে পপকর্ণ খাওয়া শুরু করল। অবশ্যই পাশে বসা নতুন আত্মীয়দের নিয়ে। গাড়ি আধা ঘণ্টা লেটে ছেড়েছিল। সবাই গাড়িতে উঠার পর আমার বরের বেশ কয়েকজন বন্ধু এবং তাদের স্ত্রীদের সাথে পরিচয় হল।সমস্যা শুরু হল কিছুক্ষণ পর। দুই ছেলেই আমার কোলে বসতে চাইছে কিন্তু সপ্তক কিছুতেই সুরকে আমার কাছে আসতে দিচ্ছেনা।তাই নিরুপায় হয়ে বর সাহেব সপ্তককে পেছন দিকে বসা বন্ধু দম্পত্তির কাছে সপ্তককে ট্রান্সফার করেছিল।আর সুর আমার কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। মাঝে একবার খবর নিলাম সপ্তকের। জানলাম, সবার সাথে ছোটর গল্প জমে উঠেছে। টাঙ্গাইল পৌঁছতেই সাড়ে পাঁচ ঘণ্টা। ছেলেরা আমার পাগল হয়ে উঠল বাস থেকে নেমে যাবার জন্য।বন্ধু দম্পতির সামনের সিটে বসা লোকজনের মাথায় সপ্তক কয়েকটা চাটিও মেরে বসল।সেই সাথে শুরু হল চিৎকারের কনসার্ট। যাই হোক অবশেষে গাড়িও ছুটল ছেলেরাও ঘুমাল। সপ্তক ঘুমাল অবশ্যই সেই দম্পত্তির কোলে লম্বা হয়ে । অবশেষে ওদের দাদার বাড়ি পৌঁছালাম। আমার নিরীহ ছেলে সুর সেখানে গিয়ে মারপিট প্র্যাকটিস শুরু করল তার চেয়ে পাঁচ/ ছয় বছরের বড় চাচাত ভাইয়ের উপর আর সপ্তক শিখল ‘লুঙ্গি ড্যান্স'’।



এবার আসি ফেরার কথায়। লালমনিরহাট থেকে ১৯ তারিখ দিনের ট্রেনে রওয়ানা দিয়েছিলাম। অনেক কষ্টে শোভনের চেয়ার ম্যানেজ করা গিয়েছিল। উলটা পাশে বসেছিল একজন মা আর তার ২৮/২৯ বছরের চাকুরীজীবী মেয়ে। মেয়েটা সপ্তককে খুব পছন্দ করেছিল। ওর স্বভাবের বিষয়ে আমি মেয়েটাকে আভাস দিয়ে রেখেছিলাম। সে আমাকে পাত্তাই দিলনা। বরং জানাল তার নাকি দুষ্ট বাচ্চা খুব পছন্দ। কিছুক্ষনের মধ্যে দেখলাম ট্রেনে লোকজন ভরে গেছে, আর তিল ধারনের জায়গা নেই। কিন্তু তাতে কি? আমাদের কাছাকাছি সপ্তকের যেই মামারা (যদিও চাচা হওয়ার কথা কারন উনারা ওর বাবার এলাকার) দাঁড়িয়ে ছিল সবাইকে সে তাকে কোলে নিতে বাধ্য করল। সেই সাথে শুরু হল তার ছড়া- ‘আমার গাছে তোতা পাখি ডালিম গাছে মা’ বুঝুন আসল ছড়ার কী ভয়ঙ্কর অবস্থা। আরও যেটা ভয়ঙ্কর কাজ সে করল তা হল পানি খেয়ে সেই মেয়ের ওড়না ধরে টান দিল মুখ মুছার জন্য। সে মুহূর্তে মনে মনে ভাবছিলাম বাপধন ০২ বছর হওয়াতে বেঁচে গেছিস যদি ০২ না হয়ে ২০ বছরের হোতি তাহলে তোর খবরই ছিল। শুধু এটুকুই নয় কত যে খাতির সেই মেয়ের সাথে আর সেই মেয়ের মায়ের সাথে। এভাবে তিন চার ঘণ্টা বেশ ভালই কাটল। আমার সুর বেশ কয়েকবার নামতে চাইল। কিন্তু ট্রেনের এই অবস্থায় ওদের বাবাও রিস্ক নিলনা। সুর, নামতে না পারার দুঃখে একসময় পাথর হয়ে গেল। অবশেষে বাসায় পৌঁছেছিলাম রাত প্রায় একটায়। মজার মুহূর্ত গুলো শেয়ার করলাম, কষ্টগুলো নয়। তবে বাচ্চাদের অনেক কষ্ট হয়েছিল খাওয়ায়, আর ঘুমানোতে। আর সেই মেয়ে...... শেষমেস স্বীকার করতে বাধ্য হয়েছিল যে আমার সপ্তক ভীষণ দুষ্টু তবে খুব মিশুক। .........আমার এই আবোল তাবোল লেখা কষ্ট করে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।







মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লাগল আপনার সুর, সপ্তকের ঈদ কাহিনী শুনে, ওদের জন্য অনেক আদর এবং দোয়া রইল... বাই দ্য ওয়ে, আমারো দু'টো ছেলে... :)

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০০

ডরোথী সুমী বলেছেন: কনগ্রাচুলেসন! এতো মিল! খুব ভাল লাগলো। আপনার সন্তানদের জন্যও অনেক দোয়া ও আদর আমার পরিবারের পক্ষ থেকে। কখনও সুযোগ হলে ওদের কথা লিখবেন। ভাল থাকুন।

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪

সানফ্লাওয়ার বলেছেন: বাপধন ০২ বছর হওয়াতে বেঁচে গেছিস যদি ০২ না হয়ে ২০ বছরের হোতি তাহলে তোর খবরই ছিল।

আপু, হাসতে হাসতে জান শেষ। :)

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৫

ডরোথী সুমী বলেছেন: ধন্যবাদ। ওকে নিয়ে ভীষণ টেনশনে আছি। সৃষ্টিকর্তা সপ্তককে সব দিয়েছেন কিন্তু 'লজ্জা' নামক জিনিসটার ছিটে ফোঁটাও দেননি। কী যে হবে! দেখা যাক।ভাল থাকুন সবসময়।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

টিঙ্কু জিয়া বলেছেন: অনেক ধন্যবাদ উৎসর্গের মধ্যে আমার নাম লিখার এবং ঈদ এ জার্নি বাই বাস ও ট্রেন এর গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য।

সুর আর সপ্তকের জন্য শুভেচ্ছা রইল।

আমার ও দুই ছেলে ( ZAHI & ZAYAN) ।

দোয়া রইল আর আমাদের জন্য করবেন।

০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

ডরোথী সুমী বলেছেন: অনেক শুভ কামনা আর আদর 'যাহি' আর 'যায়ান' এর জন্য। ভাল থাকুন।

৪| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

সুস্মিতা শ্যামা বলেছেন: আন্নের পোলারা এক একখান চীজ! বাপ রে বাপ! দোয়া করি দুই জন এভাবেই সবার নয়নের মণি হয়ে থাকুক। তবে ছোটটা একটু রমণীমোহন হবে বলে মনে হচ্ছে। হে হে হে।

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

ডরোথী সুমী বলেছেন: বড়টার কী হবে জানিনা তবে ছোটোটা বড় হয়ে নিজের গালে মেয়েদের স্যান্ডেলের ডিজাইন উপহার নিয়ে আসবে এটা নিশ্চিত। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের কিছুটা আমাকে দেয়ার জন্য। পারলে ব্লগে একটু নিয়মিত হোন তাহলে আমরাও কিছু ভাল লেখা পাব। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.