![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সকালে বাসা থেকে বের হবার আগেই ঠিক করে রেখেছিলাম যে অবরোধে বাসের অপেক্ষা করবোনা, হেঁটেই অফিসে চলে যাবো। হাজীপাড়া থেকে গুলশান ১ এ আর এমন কী দূর। তবে ভয়ও ছিল ক্লান্ত হয়ে যাব কিনা! সকাল সাড়ে সাতটায় রওয়ানা দিয়ে হাতির ঝিল দিয়ে ধীরে ধীরে হেঁটে অফিসে পৌঁছে গেলাম এক ঘণ্টা দশ মিনিটে। একটুও ক্লান্ত লাগেনি। বরং চারিপাশটা উপভোগই করছিলাম। সূর্য মামা মাথার পেছনে ছিল আর আবহাওয়াও ছিল ঠাণ্ডা। সুতরাং জার্নিটা মন্দনা। ঠিক করেছি বিকালেও একই পথে হেঁটে যাব। কারন, ভাল করেই জানি বাসের অপেক্ষা করে লাভ নেই। আমার পুরুষ ভাইয়েরাই বাসে উঠতে হিমশিম খাচ্ছে আর আমি কোন ছার! রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু বলতে চাইনা। কবে রাস্তায় লাশ হয়ে পড়ে থাকব তাও জানিনা।পথে আসতে আসতে মানুষের ভোগান্তি দেখেছি। যাদের অফিস দূরে তারা কী উপায় বের করবেন, আদৌ পোঁছাতে পারবেন কিনা জানিনা।........... আসলে আমি শুধু স্বার্থপরের মত যে কোন মূল্যে নিজের সময়গুলো উপভোগ করতে চাই। বুঝতেই পারছেন আমি এতে সফল হয়েছি।
২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
ডরোথী সুমী বলেছেন: ধন্যবাদ। ঠিকই বলেছেন।
২| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪
মদন বলেছেন: +
২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭
ডরোথী সুমী বলেছেন: মদন ভাই, + কেন? হাঁটা সাস্থের জন্য ভাল এইজন্য নাকি বুদ্ধিটা ভালই বের করেছি এইজন্য। শুভ কামনা।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
সেমিবস বলেছেন: অকপট পোলা বলেছেন: হুম। মনে হয় ৪ কিমি। হাটুন, শরীর ভালো থাকবে। আমি রেগুলার ওটুকু পথ সাইক্লিং করি।
২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
ডরোথী সুমী বলেছেন: অকপট ভাই বলেছেন আর আপনি সমর্থন করেছেন তাই না? একটু আগে যে দুইটা মিষ্টি খেলাম তার কী হবে?
৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি হলে যে কি করতাম!আমার কেন যে হাঁটতে ভাল লাগে না! কেমন আছেন?
২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩
ডরোথী সুমী বলেছেন: আপুমনি, আমি সবসময় ভাল থাকি। অন্যের হাসি মুখও আমাকে ভীষণ প্রভাবিত করে। ব্লগে থাকার সময় আপনার লেখা চোখে পড়লে আমি পড়ি। ভাল লাগে। হাঁটার অভ্যাস আমার ছোটবেলা থেকে। যার কারনে কখনও যদি জ্যামে পড়ি মনে হয় হাঁটা শুরু করি। সব জায়গায়তো সেটা সম্ভব নয়। ভাল থাকুন। দোয়া করি এভাবেই যেন সবার জন্য কাজ করে যেতে পারেন।
৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: যে বাস ভাড়া বেচে গেছে ওটা দিয়ে ব্লগারদের খাইয়ে দেন
২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮
ডরোথী সুমী বলেছেন: টাকা বাঁচার বিষয়টা যে মাথায় আসেনি তা নয়। নর্মাল দিনে আমার যেতে পাঁচ টাকা লাগে। কারন লিঙ্ক রোড থেকে হেঁটেই যাই। এসময়ে অবশ্য অনেক বেশি লাগবে। কখনও সুযোগ হলে অবশ্যই খাওয়াবো।ধন্যবাদ।
৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খুব ভাল অভ্যাস যে আপনি হাটতে পছন্দ করেন, আমাদের দেশের অধিকাংশ মানুষের এই অভ্যাসটি নেই। মেয়েদের ক্ষেত্রে সেটা আরো কম। তবে এখানে আরো কিছু ব্যাপার আছে, শহরগুলোতে আসলে হাটার উপযোগি ফুটপাথও নেই। এখানে সরকারের নজর দেয়ার আছে।
যাহোক, সাবধানে চলবেন। দু'সপ্তাহ আগে আমার অবস্থাও আপনার মতই ছিল, হরতালের মাঝে রাজশাহী থেকে ভার্সিটির কাজ করে ফিরেছি, এরপর পর পর তিন দিন সচিবালয়ে গিয়েছি পেপার ওয়ার্ক শেষ করার জন্য। যদিও হরতালের কারণে যাতায়াত খুব আরামদায়ক ছিল, কিন্তু ঝুকি ছিল সবসময়।
শেষ পর্যন্ত সব কাজ শেষ করে তেহরানে চাকরিতে ফিরতে পেরেছি, সেজন্য আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ !
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯
ডরোথী সুমী বলেছেন: একদম ঠিক বলেছেন। যখন হাতির ঝিল ছিলনা সে সময় হাঁটতে হতো মেইন রোড দিয়ে। কী যে বিশ্রী অবস্থা! আর স্পীডে হাঁটারতো প্রশ্নই আসেনা। আমার পোস্টে মন্তব্য করেছেন, অনেক ধন্যবাদ। আপনি ভাল আছেনতো? ভাল থাকুন, সুস্থ থাকুন। শুভ কামনা।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ, ভাল আছি।
২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
ডরোথী সুমী বলেছেন: ভাল থাকুন, আনন্দে থাকুন। আমাদের সবার জন্য।
৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৮
শায়লা িসিদ্দক বলেছেন:
২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
ডরোথী সুমী বলেছেন: মানে কী? অবরোধ, হাঁটা কোনটা নিয়ে আপনি বেশী চিন্তিত? যেটাই হোক মন খারাপ করবেন না। ভাল থাকুন।
৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
সুনীল চাঁদ বলেছেন:
আপনি তো দারুন হাঁটতে পারেন
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৪
ডরোথী সুমী বলেছেন: হ্যাঁ ভাই পারি। ঠেলায় পড়লে সবাই পারে। চার বছর আগে হেঁটেই দেড় মাসে সাড়ে পাঁচ কেজি ওজন কমিয়েছিলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪
শায়লা িসিদ্দক বলেছেন: অবরোধ.... হাঁটলেও তো শান্তি নাই ককটেল মারে :/
be safe
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৬
ডরোথী সুমী বলেছেন: ঠিক বলেছেন। কিন্তু কিছুই করার নেই, চলতেই হবে। ধন্যবাদ।
১১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: আমরা আম পাবলিক, ঝুঁকি তো আমাদেরকে নিতেই হবে, ওরা তো থাকে এসি রুমে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৯
ডরোথী সুমী বলেছেন: ভাই ঝুঁকির কথা আপনি বইলেননা। আপনি যেই ফাটাফাটি ঝুঁকি নিছেন তা বলার মত না। এগিয়ে যান। শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯
অকপট পোলা বলেছেন: হুম। মনে হয় ৪ কিমি। হাটুন, শরীর ভালো থাকবে। আমি রেগুলার ওটুকু পথ সাইক্লিং করি।