![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(ইহা গতকালের ভ্রমণ কাহিনী, কিছুতেই সামুতে ঢুকিতে না পারিবার কারনে আজ পোস্ট করিলাম)
আজও ঘর হইতে অফিসের উদ্দেশ্যে বাহির হইয়াছিলাম হাঁটিয়া আসিবার নিয়তেই। কিন্তু হাজীপাড়া হইতে হাঁটা শুরু করিয়া রামপুরা ব্রিজ আসিয়াই একজন সদয় সিএনজি চালকের আহবানে সাড়া না দিয়া পারিলাম না।জানিতাম, তিনি চারিজন করিয়া যাত্রী লইবেন।দেখিলাম আরও দুইজন ভ্রাতা আমার নিকট থুক্কু সি এন জির নিকট দৌড়াইয়া আসিলেন।তৎক্ষণাৎ আমার মনে কিঞ্চিত সঙ্কোচের উদয় হইল। কিন্তু উহা সাময়িক অনুভূতিমাত্র। আমি গাড়িতে প্রবেশের আগ্রহ প্রকাশ করিবা মাত্রই ভ্রাতাগণ আমাকে Ôলেডিস ফার্স্টÕ কথাটি নিরবে স্মরণ করাইয়া দিলেন। অবশেষে পেছনে তিনজন, সামনে একজনকে লইয়া গাড়ীখানা গুলশান ১ এর উদ্দেশ্যে ছুটিয়া চলিল। একথা মিথ্যা নহে, হৃদয় মাঝে একবার সন্দেহের উদ্রেক হইয়াছিল যে এই ভ্রাতাগণের সহিত গাড়ীতে উঠিয়া কোন ভুল করিয়া বসিলাম কিনা! আমার কোন বিপদ হইতে পারে কিনা! পরোক্ষনেই মনে হইল শুধু কি নারীগণেরই বিপদ হয়? সেই ভ্রাতাগণও কি একজন নারীকে পাশে বসাইয়া কিছুমাত্র সঙ্কোচে ছিলেননা? আমার হাতের প্যাকেটখানা দেখিয়া উহারা বোমা ভাবিয়া ভীত ছিলেন কিনা একথাওতো অমূলক নয়।......... প্রয়োজনে আমাদেরকে কত কিছুই করিতে হয়। এত চিন্তা-ভাবনা করিয়া কাজ করিলে ফলাফল সবসময় শুভই হইবে এমনটা বোধহয় সঠিক করিয়া বলা যাইবেনা।ইহাও সত্য যে বাস্তবতা আমাদিগকে অনেক কঠিন কাজের জন্য প্রস্তুত করিয়া তোলে।
বিঃদ্রঃ যেহেতু গতকাল পোস্ট দিতে সফল হইনাই তাই বিকালের যাত্রা কাহিনীও তুলিয়া দিলাম। যথারীতি যানবাহন না থাকিবার কারনে লিঙ্ক রোড পর্যন্ত শেয়ারে রিক্সা ভ্রমণ করিতে হইল এবং অবশ্যই একজন ভ্রাতার সহিত। কারন কোন নারী যাত্রীকে পথে পাই নাই। লিঙ্ক রোড থাকিয়া মালিবাগ পর্যন্ত একজন বোনের সহিত রিক্সায় ভ্রমণ করিয়াছিলাম।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪
ডরোথী সুমী বলেছেন: তারমানে ভালও লাগে নাই। আপনি আমার লেখা কষ্ট করে পড়েছেন এতে আমি ভীষণ আনন্দিত। জানি, বর্তমান এই অবস্থায় প্রতিনিয়ত আপনাকেও অনেক সমস্যায় পরতে হচ্ছে। কিন্তু কি আর করার আছে শুধু মেনে নেয়া ছাড়া। ভাল থাকুন। শুভ কামনা।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯
নক্ষত্রপথ বলেছেন: ভাল হইয়াছে !!!
একটি লিংক সেয়ার দিলাম।
http://bdnewseveryday.com/
৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
ডরোথী সুমী বলেছেন: লিঙ্ক দেখলাম। ধন্যবাদ, আমার ব্লগে আসার জন্য। শুভ কামনা।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫০
মামুন রশিদ বলেছেন: শেয়ারে রিক্সা ভ্রমন! অবরোধ সত্যি নস্টালজিক করে দিলো
৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
ডরোথী সুমী বলেছেন: তবে যাই বলেন ভাই, পুরুষ ভাইদের সাথে রিক্সা ভ্রমণ অনেক বেশি স্বস্তিকর। কারন অতীতে যতবার শেয়ারে রিকশায় চরেছি লক্ষ্য করেছি পুরুষেরা কখনও কথা বলেনা, চুপচাপ বসে থাকে। অতচ নারীরা পারলে সেলারি পর্যন্ত জিজ্ঞেস করে বসে। হুম! মনে হচ্ছে আপনারও রিকশা ভ্রমণ কাহিনী রয়েছে! ধন্যবাদ, আমার ব্লগে আসার জন্য। ভাল থাকুন।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমিও শনিবার একা রিকশা দিয়ে অফিস যাই ও ফিরে আসি।
এতে আমার প্রায় ১০দিনের যাতায়ত ভাড়া, একদিনেই লাগে!!
হাসিনা-খালেদা কি বাকি ৯দিনের ভাড়া দিবে?? আমিও একটু শেয়ার করলাম।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
ডরোথী সুমী বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬
রোদেলা বলেছেন: ভালো লাগলো।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭
ডরোথী সুমী বলেছেন: ধন্যবাদ।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
ড্রাকুলার রক্ত বলেছেন: আপনার ভ্রমন টা যথেষ্ট আনন্দদায়ক হইয়াছে তাই না।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১০
ডরোথী সুমী বলেছেন: না ভাই এতে আনন্দ পাওয়া যায়না। সারাক্ষণ মাথার মধ্যে একটা টেনশন থাকে। আজও লিঙ্ক রোড থেকে এক ভাইয়ের সাথে শেয়ারে আসলাম। উপায় নাই। একা আসলে ২০টাকা খরচ হয়।
৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৬
এহসান সাবির বলেছেন: নতুন বছরে নতুন ভ্রমন শেয়ার করেন।
নতুন বছরের শুভেচ্ছা!
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩
ডরোথী সুমী বলেছেন: ভাইজান, নতুন বছরটাও শুরু হয়েছে এভাবেই রিকশা ভ্রমণে। অনেক ধন্যবাদ, আমার ব্লগে আসার জন্য।ভাল থাকুন।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... কঠিন বাস্তবতা...
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩
ডরোথী সুমী বলেছেন: ঠিক...ঠেলার নাম বাবাজী। আপনিতো এখন অনেক দূরে কিন্তু দেশের পরিস্থিতি নিশ্চয় অনুধাবন করতে পেরেছেন। ভাল থাকুন।
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
নোবেল হোসেন সাজিদ। বলেছেন: পরোক্ষনেই মনে হইল শুধু কি নারীগণেরই বিপদ হয়? সেই ভ্রাতাগণও কি একজন নারীকে পাশে বসাইয়া কিছুমাত্র সঙ্কোচে ছিলেননা? আমার হাতের প্যাকেটখানা দেখিয়া উহারা বোমা ভাবিয়া ভীত ছিলেন কিনা একথাওতো অমূলক নয়।......
এই অংশ টা ভালই লেগেছে। আশা করি এর পর থেকে হাতে কোনো প্যাকেট থাকলে প্যাকেটের উপর লিখে রাখবেন ইহা কোনো বোমা নয়। তাহলে আর কেহ বোমা ভাবিয়া ভীত হইবে না।
২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫
ডরোথী সুমী বলেছেন: নোবেল ভাই, আপনার ভাল লাগিয়াছে বলিয়া বড়ই প্রীত হইলাম। আপনার নির্দেশ মানিয়া চলার যথাসাধ্য চেষ্টা করিব। অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩০
দিবা স্বপ্ন বলেছেন: আপনার লেখাটি পড়িয়া খারাপ লাগিয়াছে এই কথা বলিবো না। দেশের এই ক্রান্তিকালেও আপনার লেখাটিতে কিছু হাস্য রস খুজিয়া পাইলাম। তাই প্লাস না দিয়া পারিলাম না।