![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বড় ছেলে 'সুর' এর বয়স তিন বছর আট মাস। প্লে-গ্রুপে দিয়ে দিলাম।স্কুলটা বাসার কাছেই। ইচ্ছা করেই আগে ভর্তি করেছি। ও এমনিতেই খুব চুপচাপ স্বভাবের, কারও সাথে সহজে মিশতে চায়না আসলে মিশতে পারেওনা। তাছাড়া খেলাধুলার জায়গাও নেই। তাই ভেবে দেখলাম স্কুলে দিলে একটু যদি ফ্রি হয়, দৌড়াদৌড়ি করতে পারে তাতে ওরই লাভ। একটু ভয়ও পাচ্ছি সেখানে মন বসে কিনা, কান্নাকাটি করে কিনা এই নিয়ে!ক্লাশের দুই ঘণ্টা আমার মা ওর সাথেই থাকবে এটাই স্বস্তির কথা। ক্লাশ যেহেতু সকাল ১০টায় তাই আমি আর আমার মা সুরকে স্কুলে দিয়ে আসবো। ওকে স্কুলে দিয়ে আমাকে অফিসে চলে যেতে হবে। সবাই দোয়া করবেন আমার সুর মনির জন্য।
শীঘ্রই অনেক বাচ্চাদেরই প্রথম স্কুল জীবন শুরু হতে যাচ্ছে । তাদের প্রত্যেকের জন্য রইলো অনেক দোয়া আর শুভকামনা ।
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬
ডরোথী সুমী বলেছেন: অনেক ধন্যবাদ! ভাল থাকুন আর আমাদের জন্য লেখার উপহার রেডি রাখুন।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮
আই ঠগ বলেছেন: শুভ কামনা রইলো সুর জন্য ।
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭
ডরোথী সুমী বলেছেন: ধন্যবাদ! ঠগ ভাই, ভাল থাকুন।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮
জো জো বলেছেন: সুর মনির জন্য শুভ কামনা।
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৯
ডরোথী সুমী বলেছেন: আপনাকে চেনা চেনা লাগছেনা। তাতে অসুবিধা নেই, চিনে নেব শীঘ্রই। ভাল থাকুন।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২
মুনেম আহমেদ বলেছেন: দোয়া রইল সুর এর জন্য।
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০
ডরোথী সুমী বলেছেন: ধন্যবাদ। মুখ ঘুরিয়ে রেখেছেন কেন, অভিমান! অনেক ভাল থাকুন।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২
হেডস্যার বলেছেন:
সু'র স্কুল !
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪
ডরোথী সুমী বলেছেন: ঠিক বুঝেছেন স্যার, সুর এর স্কুল। কেন?কোন সমস্যা!! শুভ কামনা।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০
মামুন রশিদ বলেছেন: 'সুর' খুব সুন্দর নাম । শুভকামনা ।
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬
ডরোথী সুমী বলেছেন: অনেক ধন্যবাদ, প্রশংসার জন্য। শুভ কামনা।
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
শুঁটকি মাছ বলেছেন: আহারে সুখের সময় শেষ বেচারার শেষ।
যাহোক, তার জন্য শুভকামনা রইল।
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২
ডরোথী সুমী বলেছেন: আপনার সমবেদনা পৌঁছে দেব সুর বেচারাকে। ভাল থাকুন।
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
ইখতামিন বলেছেন:
সুরের জন্য দোয়া ও শুভকামনা রইল।
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫
ডরোথী সুমী বলেছেন: অনেক ধন্যবাদ ইখতামিন ভাই। ভাল থাকুন।
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
অপ্রচলিত বলেছেন: শীঘ্রই অনেক বাচ্চাদেরই প্রথম স্কুল জীবন শুরু হতে যাচ্ছে । তাদের প্রত্যেকের জন্য রইলো অনেক দোয়া আর শুভকামনা ।
তাদের সবার জন্যই অনেক দোয়া আর শুভ কামনা। সুরের জন্য একটু বেশিই বরাদ্দ দিলাম
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮
ডরোথী সুমী বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ। আপনার জন্যও অনেক শুভকামনা।
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০১
দি সুফি বলেছেন: তিন বছর আট মাস বয়সেই স্কুল!!!
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১০
ডরোথী সুমী বলেছেন: এই মুহূর্তে পড়াশোনা তেমন জরুরী না। তবে সবার সাথে মিশতে পারাটা দরকার। আমার ছোটটা খুব মিশুক বলে বড়কে প্রায়ই কথা শুনতে হয়। শুভ কামনা।
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫
না প্রেমিক না বিপ্লবী বলেছেন: সুর এর শুরু।
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২
ডরোথী সুমী বলেছেন: হ্যাঁ, সেই সাথে আমাদেরও। ভাল থাকুন।
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আপনার বাবুগুলার নাম অনেক সুন্দর। সুর আর সপ্তক। আপনি কি গান অনেক ভালোবাসেন নাকি????? যাই হোক। প্রথম স্কুল, বাবুর জন্যেও অনেক বড় ব্যাপার, আর বাবুর মায়ের জন্যেও মনে হয়। আমি নিজে বাবু ছিলাম তাই বাবুর ব্যাপারটা ভালো বুঝতে পারি। যেহেতু পরের ব্যাপারটাতে আমার কোনো অভিজ্ঞতা নাই, তাই ঐটা ভালো বুঝবো না। শুভকামনা।
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬
ডরোথী সুমী বলেছেন: আমি গান ভালবাসি তবে ওদের বাবা গানেরই মানুষ, তাই এমন নাম। আপনি নিজেও যে একটা বাবু তা আপনার সহজ সরল লেখার ভাষা পড়লেই বোঝা যায়। ভাল থাকুন।
১৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০
সুমন কর বলেছেন: সুরের জন্য শুভেচ্ছা থাকল। ৩বছর আট মাস, আপনি প্লে-গ্রুপে না দিয়ে কেজি-১ দিতে পারতেন। আজকাল তো আবার অনেক সময় নষ্ট হয়ে যায়। আমি আমার ভাগ্নেকে ৪ বছরে কেজি-১ দিয়ে দেই। এবার কেজি-টুতে উঠল।
ভালো থাকবেন।
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩
ডরোথী সুমী বলেছেন: সুর খুব শান্ত। ঘরের মানুষ ছাড়া আর কারও সাথে কথা বলেনা। কিছু ছড়া পারে কিন্তু ছোট ভাইটার কারনে উচ্চারণ ছোটর মতই হয়ে যায়। আর লেখা বা ছবি বোঝানো কিছুই করানো যায়নি কারন ছোট(সপ্তক) বই ছিঁড়ে ফেলে। প্রথম ক্লাশে যখন নিয়ে গেলাম আমাকে কাছ ছাড়া করেনি। আজও নাকি ক্লাশে কোন কথা বলেনি। মেনে নিয়েছি যে ওর সবকিছুই দেরীতে শুরু হবে। দোয়া করবেন আমরা যেন ধৈর্য্য ধরতে পারি।
১৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯
তাসজিদ বলেছেন: অনেক শুভকামনা পিচ্ছির জন্য
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯
ডরোথী সুমী বলেছেন: ধন্যবাদ।আর এই পিচ্ছিগুলো কে? এদের জন্য অনেক শুভ কামনা।
১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭
সোহানী বলেছেন: আরে আমিও তো আমার মেয়েকে দিতে চাই এ বছর যদিও ওর বয়স ২ বছর ৮ মাস বাট প্লে গ্রুপে দিব কারন বাসায় আমরা কেউ থাকি না...খুব লোনলি ফিল করে........... স্কুলে গেলে হয়তো ওর ভালো লাগবে..
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩
ডরোথী সুমী বলেছেন: যদি বাচ্চার একাকীত্ব দূর করা এবং খেলার পরিবেশ তৈরির উদ্দেশ্যে স্কুলে দেন তাহলে কোন সমস্যা নাই। তবে সে তারাতারি পড়াশোনা শিখবে সেই আশা না করাই ভাল। সে যদি নিজের মেধায় তা গ্রহন করে ফেলে তাহলে ঠিক আছে। এটা শিউর যে স্কুলে ওদের ভাল লাগবেই। দোয়া করি সোনামণি যেন অনেক আনন্দে থাকে।
১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮
অপর্ণা মম্ময় বলেছেন: সুরের আপডেট কী এখন ? স্কুলের সাথে ম্যাচ করতে পেরেছে ?
আমার ছেলেকে তো স্কুল চেঞ্জ করে নতুন স্কুলে দিলাম, তার নতুন স্কুল একেবারেই ভালো লাগে না যদিও বিশাল খেলার মাঠ তবুও সে পছন্দ করছে না স্কুল
১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪
ডরোথী সুমী বলেছেন: সুরের আপডেট হচ্ছে দুই রকম অর্থাৎ আমার দৃষ্টিতে অনেক ভাল কিন্তু আমার মা ভীষণ আপসেট কারন এই দুই দিনের ক্লাসের পরও তাকে জিজ্ঞেস করলে বলতে পারছেনা টিচার তাকে কী বলেছে? কী পড়িয়েছে? কিন্তু আমি ভীষণ হ্যাপি কারন সম্পূর্ণ নতুন একটা জায়গায় কান্নাকাটি না করে সে দুই ঘণ্টা বসে থাকতে পারছে এটা আমার কাছে বিশাল পাওয়া। আমি মাকে বলেছি একটা মাস অপেক্ষা করতে, ওকে কোনরকম বকাঝকা না করতে। যেহেতু শনিবার সুরের স্কুল থাকবে আর আমার ছুটি, তাই সেদিন ভাল করে ওর অবস্থাটা বোঝার চেষ্টা করবো।
আসলে আপু, বাচ্চাদের কখন যে কী ভাল লাগে তা আমরা কেউ বলতে পারিনা। আশা করি আপনার বাচ্চার কাছে তার স্কুল একসময় ভাল লাগতে শুরু করবে। আর তা না হলে কী ব্যবস্থা নেয়া হবে সন্তানের অভিভাবক হিসেবে আপনারা ভাল বুঝবেন। দোয়া রইলো আপনার খোকন সোনার জন্য। ভাল থাকবেন।
১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৪
অরুদ্ধ সকাল বলেছেন:
সুন্দর নাম
সুর
এবং আপনার, ডরোথী
শুভকামনা
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪
ডরোথী সুমী বলেছেন: আরেক ছেলের নাম সপ্তক, স্বামীর নাম চঞ্চল। সবই সুন্দর নাম তাইনা? আপনার আসল নামটাও সুন্দর! যদিও সেটা জানিনা। অনেক ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য।ভাল থাকুন।
১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২
অপর্ণা মম্ময় বলেছেন: আমার ছেলে তো মোটামুটি বড় হয়েছে, ক্লাস ফাইভে পড়ছে। কিন্তু স্কুল চেঞ্জ করা মানে বন্ধু চেঞ্জ হওয়া, টিচার চেঞ্জ হওয়া, খাপ খাওয়াতে তার সমস্যা। সে একটু অন্তর্মুখি স্বভাবের, সহজে বলে না কিছু। প্রশ্ন করে করে বের করতে হয় তার ভালো লাগা আর খারাপ লাগা। স্কুল থেকে ফেরার সময় ঝরঝর করে সে কাঁদছিল আর বলছিল --
স্কুল চেঞ্জ করা কি এতই জরুরী ছিল ? অনেক কষ্টে আগের স্কুলে দুইটা বন্ধু বানিয়েছিলাম!
ওর চোখে অনেক অনেক সমস্যা ধরা পড়ছে কিন্তু সেগুলো আমার বা আমাদের কাছে সমস্যা না। প্রাইভেট স্কুলে পড়িয়ে ওকে পরনির্ভরশীল করে ফেলেছিলাম, তাই ভেবেছিলাম সরকারী সিস্টেম এর স্কুল গুলোতে দিলে ভালো হবে, সাহস বাড়বে। ওটা স্কুল এবং কলেজ দুটোই। ওখানে প্রতিযোগিতা করে নিজের আসন তৈরি করতে হবে আর এটাই ওর কষ্ট !!!
যাই হোক অনেক কথা বলে ফেললাম। আপাতত সকালে নিজেই স্কুলে দিয়ে তারপর অফিসে যাচ্ছি, আশা করছি ক্রিকেট খেলার কোচিং এবং খেলার সুযোগ পেলে স্কুলে ওর মন বসে যাবে।
দোয়া করবেন ।
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০
ডরোথী সুমী বলেছেন: অনেক ধন্যবাদ আমাকে সময় দেয়ার জন্য। ওই যে বলেছি অভিভাবকেরাই সন্তানের ভালমন্দ বুঝতে পারে। খুব ভাল সিদ্ধান্ত নিয়েছেন। ওর সাময়িক কষ্ট হবে কিন্তু একসময় সব ঠিক হয়ে যাবে। অনেক শুভ কামনা আর ভালবাসা রইলো আপনার সোনামণির জন্য।
১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দোয়া রইল সুর এর জন্য।
১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪
ডরোথী সুমী বলেছেন: আরে সুজন ভাই নাকি! আপনি কি মাঝে মাঝে ডুব মারেন নাকি আমিই ভুল দেখি। মনে হয় অনেক ব্যস্ত, তাই না? ব্যস্ততার মাঝেও ভাল থাকুন। অনেক ধন্যবাদ।
২০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
নোবেল হোসেন সাজিদ। বলেছেন: পিচ্চির জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো।
২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১০
ডরোথী সুমী বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাদের সবার দোয়ার কারনেই আমার সুর মণি সুন্দর ভাবে ক্লাস করতে পারছে। শুভ কামনা।
২১| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯
অরুদ্ধ সকাল বলেছেন:
আমার আসল নাম হলো ভূত! এখন বলবেন এটাও সুন্দর নাম!
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬
ডরোথী সুমী বলেছেন: যতদূর মনে হয় এটা নাম হবার কথা না তবে আদর করে ডাকা নাম হলেও হতে পারে। যদি কোন প্রিয়জন এই নাম রেখে থাকে তবে তা অবশ্যই সুন্দর। ভাল থাকুন।
২২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩
সুস্মিতা শ্যামা বলেছেন: সুর এর জন্য শুভ কামনা।
একটি ছোট্ট কৌতুহল: কোনভাবে সুর এর মায়ের গোপন নাম কি অ'সুর'? কল্পনায় আপনার কথা শুনতে গিয়ে কেমন যেন ঝনঝন শব্দ হচ্ছে।
৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫
ডরোথী সুমী বলেছেন: আরে আপনি কিভাবে জানলেন?হুম... আপনি নিশ্চয় অসুরের আত্মীয়। যাই হইনা কেন আমার গলায় কিন্তু সুরও আছে।
২৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০০
আমি কাল্পনিক সজল বলেছেন: সুরের মাঝে আনন্দের সপ্তসুর বিরাজ করুক।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩
ডরোথী সুমী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মাঝেও অনেক আনন্দ বিরাজ করুক।
২৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
সাজিদ কবির বলেছেন: আপনার সন্তানের জন্য দোয়া রইল
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২
ডরোথী সুমী বলেছেন: ধন্যবাদ। অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।
২৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮
শ।মসীর বলেছেন: শুভকামনা সুরের জন্য.....।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫
ডরোথী সুমী বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।
২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬
খেয়া ঘাট বলেছেন: সুর নামটা বেশ ভালো লেগেছে। সুরের জন্য অনেক শুভকামনা, অনেক আদর রইলো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬
ডরোথী সুমী বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন, সুস্থ থাকুন। শুভ কামনা।
২৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮
মোঃ নুরুল আমিন বলেছেন: আপু সুর কেমন আছে?
ওর জন্য রইল শুভকামনা..।
০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৯
ডরোথী সুমী বলেছেন: সুর ভাল আছে। তবে আজকাল ওকে পড়াতে যেয়ে সমস্যায় পরতে হচ্ছে। ২, ই,ঈ একদিন ভাল লিখে তো পরের দিন ভুলে যায়। জানি, এটাই স্বাভাবিক। দোয়া করবেন ও যেন স্কুলে সবার সাথে তাল মেলাতে পারে।ভাল থাকুন।
২৮| ০৩ রা মার্চ, ২০১৪ ভোর ৪:০৪
রাসেলহাসান বলেছেন: সুর এর জন্য রইলো অনেক দোয়া আর শুভকামনা ।।
এখন কেমন কাটছে ওর স্কুল লাইফ??
০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:০৪
ডরোথী সুমী বলেছেন: ও ভাইজান, এতো রাতে কী করেন? অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। স্কুলে হাসিখুশিই থাকে সুর। মনে হয় ভালই কাটছে তার সময়। ভাল থাকুন সকলে।
২৯| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪০
লিমা মেহরিন বলেছেন: অনেক শুভকামনা
২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৮
ডরোথী সুমী বলেছেন: আপনি ভাল থাকুন আর আমাদের জন্য সুন্দর লেখা অব্যাহত থাকুক।
৩০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮
সেভেন্থ সেন্স বলেছেন: সাংসারিক জীবন, আই মিন স্বামী-স্ত্রীর সম্পর্ক দুজন মানুষ একসাথে থাকা চলা, এসব ব্যাপার নিয়ে আমার অনেক কনফিউশান, মন থেকে কেন যেন ওই যে একটা শিহরন নিয়ে অনুভব করতে পারিনা। এক্সময় বোরিং টাইপ লাগবে এরকম মনে হয়। কিন্তু আপনার এই সংসারের ছোট ছোট বিষয় গুলোকে এত আনন্দ নিয়ে লেখাটা ভাল লেগেছে, মনে হচ্ছে কিছু একটা তো আছেই। সুরের ভার্সিটি লাইফের জন্য শুভেচ্ছা রইলো.........
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫২
ডরোথী সুমী বলেছেন: আপনার সিক্স সেন্স ভালই। সংসার জীবন নিয়ে শিহরিত হওয়ার কিছু নেই। ওই যে বললেন একটা কিছু......হ্যাঁ, সন্তান হচ্ছে সমস্ত আগ্রহ, আনন্দ, বেঁচে থাকার প্রেরণা, এসবের মূল। একটু মানসিক শান্তির আশায় ওখানেই ডুবে থাকি আমরা। আমার সুরমনি টুক টুক করে পড়াশোনার কঠিন জীবনে এগিয়ে চলেছে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
৩১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৪
সেভেন্থ সেন্স বলেছেন: যদি কিছু একটা ফিউচার এ সত্যি ই পাই আপনাকে জানাবো এরকম পোষ্ট বেশি দেবেন তাহলে হয়তো দেখা যাবে আস্তে আস্তে আমার আগ্রহ বাড়তে শুরু করেছে
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০
ডরোথী সুমী বলেছেন: দোয়া রইলো আপনার উচ্ছল, প্রাণবন্ত জীবনের জন্য।সবকিছু নিয়ে ভাল থাকুন। শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬
মাথা ঠান্ডা বলেছেন: সুর এর জন্য শুভকামনা।