![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সপ্তকের বয়স অক্টোবরে তিন হবে কিন্তু এর মধ্যেই ওর পাকামিতে আমাদের অবস্থা রীতিমত আশঙ্কাজনক।প্রতিদিন সে আমাদের আদব-কায়দা, নিয়ম- নীতি শেখাতে ব্যস্ত। একটু বকা দিলেই শুনতে হচ্ছে-'ছি! এসব কী কথা বল তোমলা, এসব ভাল কথা না'। তার কথার মাঝখানে কেও কথা বলতে গেলেই শুনতে হচ্ছে- 'তুমি চুপ কল, তুমি কথা বলনা, শোন আমার কথা শোন'। মাঝে মাঝে রান্নাও শেখায় আমাকে। বলে- 'শোন মা তেল দিছো? এখন আদা বোটা (বাটা) দাও, চিনি বোটা দাও, নবন দাও, আল তারাতারি নান্না কলো আমি খাব'। গত এক সপ্তাহ ধরে সে নিজের বিয়ে নিয়ে খেপেছে। বিয়ের পোশাক হিসেবে নির্বাচিত হয়েছে ছোট প্যান্টের আশপাশ মুড়ে দেওয়া ছেঁড়া ম্যাক্সি। যতবার আমি ভাল একটা ওড়না বা জামা পরাতে যাই সে চিৎকারকার করে ছুঁড়ে ফেলে দেয়। এরপর নিজের ছোট্ট প্যান্টের (যেটাকে আসলে নেংটির সাথে তুলনা করা চলে) চারধারে আমার ছেঁড়া ম্যাক্সিটা খুব যত্নের সাথে গুঁজে দেয়। কাপড় চারপাশ দিয়ে ঝুলতে থাকে আর সে মুগ্ধ নয়নে নিজেকে আয়নায় দেখে। পাত্রীটি কে জানেন?আমার পয়তাল্লিশ বছর বয়সী খালা, নাম ফিলিসিতা। সপ্তক অবশ্য হবু বৌয়ের নাম ধরেই ডাকে। খালা যেদিন বাসায় বেড়াতে আসে সেদিন আমাদের সবার খবর হয়ে যায়। তখন খালার প্রধান দায়িত্ব থাকে সপ্তকের পা টিপে দেয়া, যখন তখন ধপাস করে সপ্তকের কোলে বসা হজম করা, বিস্কুট চায়ে ডুবিয়ে ঠাণ্ডা করে খাওয়ানো, নিরপরাধ সুরকে কোলে বসা থেকে বিরত রাখা, আরও কত কি! সেদিন খালা যখন আমাকে নাম ধরে ডাকছে তখন সপ্তক তাকে ধমক দিয়ে বলছিল-'তুমি মা মুন্নি ডাকো কেন? দুদু মা বলতে পালনা'(সপ্তক আমার মাকে দিদা মা আর আমাকে দুদু মা বলে ডাকে। শুনতে একটু কেমন কেমন শোনালেও কিছু করার নেই)। লিখতে গিয়ে মনে পড়ে গেল এই ঈদের পরের দিনের কথা। সবাই মিলে হাতির ঝিলে বেড়াতে গিয়েছি। অনেক ভিড় ছিল। হাঁটতে হাঁটতে আমি একটু এগিয়ে গিয়েছিলাম। তখন সপ্তকের ডাকের কারনেই সবাই বুঝতে পেরেছিল যে আমি তার কোন মা! যাই হোক বলছিলাম হবু বউমার কথা। ছেলে আমার, প্রতিদিন বিয়ের সেই পোশাক পরে আমাকে মনে করিয়ে দেয়- 'মা, শোন, আমি ফিলিচিতাকে বিয়ে কলবো। তুমি নান্না কলো, আমলা খাবো' অথবা 'তুমি আমাকে নিয়ে যাও, আমি এক্ষনি বিয়ে কলবো'। কী যে করি! প্রতিদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে এই পরিস্থিতির সম্মুখিন হতে হয়। ব্যাপক বিনোদন, কি বলেন!
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭
ডরোথী সুমী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ বাড়ি ঘুরে যাবার জন্য।ভাল থাকুন।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩
যাযাবর বেদুঈন বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪
ডরোথী সুমী বলেছেন: যাযাবর ভাই! সময় দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০২
হরিণা-১৯৭১ বলেছেন:
আপনি মা, বাচ্ছার সবকিছুই ভালো লাগবে; তবে, আপনার লেখাটা ন্যাকামী হয়ে গেছে আপনার গুণে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬
ডরোথী সুমী বলেছেন: আমার সব লেখাই প্রায় ন্যকামির পর্যায়ের। অনেক ধন্যবাদ, পড়ার জন্য। শুভ কামনা।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১
রফিকুজজামান লিটন বলেছেন: বাচ্চাদের দুষ্টামি দেখার মজাই আলদা !! অনেক অনেক দোয়া আর শুভ কামনা রইল 'সপ্তকের' জন্যে !!
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮
ডরোথী সুমী বলেছেন: একদম ঠিক লিটন ভাই। অনেক ধন্যবাদ আর অনেক শুভ কামনা।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৬
অগ্নি সারথি বলেছেন: খিক।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৫
ডরোথী সুমী বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ কামনা।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৬
অপূর্ণ রায়হান বলেছেন: মজার
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৬
ডরোথী সুমী বলেছেন: তাই! অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৬
সুস্মিতা শ্যামা বলেছেন: কী পাকনা বাচ্চারে বাবা! ্ ্্ওরা অনেক বড় হোক৷
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৯
ডরোথী সুমী বলেছেন: হ্যাঁ, ওরা বড় হবে আরও অনেক পাকনা হবে তারপর........কী হবে! সে এক জ্বালাময়ী সুখকর যন্ত্রণা। শুভ কামনা।
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৮
জানা বলেছেন:
অভিনন্দন সপ্তক, অভিনন্দন হবু বৌমা ফিলিচিতা বেগম। এগিয়ে যাও তোমরা...ভালবাসায় বয়স কোন ব্যাপার না বাছারা । তোমাদের ভালবাসার জয় হোক
, সফল হোক
।
মা'কে আরও ভাল করে রান্না শেখাও। কারণ আজকাল বৌ'মারা রান্নার চেয়ে সাজের দোকানে বেশী সময় কাটাতে ভালবাসে। তোমার হবু বৌ ফিলিচিতা বেগমও তাই করবে আমি নিশ্চিত।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪১
ডরোথী সুমী বলেছেন: অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ছেলের পছন্দের পরিবর্তন হয়েছে। এখন সে ফিলিসিতা খালার ভাস্তিকে পছন্দ করেছে। আজকালকার পোলাপাইন ক্ষণে ক্ষণে মত পাল্টায়। কী যে করি!
বৌমার রান্না আমার কপালে তো নাই, পোলার কপালেও নাই।এইজন্য ঠিক করেছি দুই ছেলেকেই টুকটাক রান্না শিখিয়ে রাখবো। বুদ্ধিটা ভাল না? ভাল থাকুন। শুভ কামনা রইলো।
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা! দারুন মজার! বাচ্চাদের এমন দুষ্টুমি আর মজার কাহিনী- ই তো আমাদের নির্মল বিনোদন দেয়! ভাল থাকুক পিচ্চিটা!
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯
ডরোথী সুমী বলেছেন: ওর ভাল থাকার কোন উপায় নেই। এমন সব কর্মকাণ্ড করে বেড়ায় যার ফল স্বরূপ কেবল মাইরই দিতে হয়। যদিও সে এতে কিছু মনে করেনা। সর্বচ্চ দশ সেকেন্ডের জন্য মন খারাপ করে তারপর আবার দুষ্টুমি শুরু হয়। অনেক ধন্যবাদ, আমার অতি সাধারন পোস্ট পড়ার জন্য। শুভ কামনা।
১০| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: নির্মল বিনোদন। বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর.....অনেক শুভ কামনা তার জন্য..
১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২১
ডরোথী সুমী বলেছেন: দূর থেকে একটু ভয়ঙ্করই মনে হয়। আমরাও নিশ্চয় দুষ্টুই ছিলাম। এখনতো কত ভাল!!! ভাল থাকুন। বড়দিনের শুভেচ্ছা রইলো।
১১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩২
লাজুক ছেলে...... বলেছেন: আমারটা মাত্র ৬.৫ মাস চলছে। সন্তানের মুখের এই অর্থহীন শব্দ কিংবা আধো-আধো ভূলভাল বাক্য গুলা শোনার জন্য কানটা ব্যাকুল হয়ে থাকে।
আমার টা যে কবে সপ্তক এর মত পাকামি করবে সেই অপেক্ষায় আছি। দোয়া রইল মা-ছেলে দুজনের জন্যই।
২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৫
ডরোথী সুমী বলেছেন: ধন্যবাদ। আমিও দোয়া করি আপনার কান যেন সন্তানের পাকামোতে খুব শীঘ্রই ঝালাপালা হয়। শুভ কামনা রইল, সেই সাথে বড়দিনের শুভেচ্ছাও।
১২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭
ভিটামিন সি বলেছেন: আমারটা এখনো গোডাউনেই আছে। ডাউনলোড দিতে পারতেছি না, দিতে গেলেই সার্ভার এ সমস্যা দেখায়। ইঞ্জিন ঠিকাছে, মেশিনে প্রবলেম।
২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৮
ডরোথী সুমী বলেছেন: দোয়া করি সেই শুভ দিনটি তাড়াতাড়িই আসুক। ভাল থাকুন। পরিবারের সবার জন্য শুভেচ্ছা।
১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫
লাজুক ছেলে...... বলেছেন: আপনাকেও বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা
২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০২
ডরোথী সুমী বলেছেন: লাজুক ভাই, ধন্যবাদ।
১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩
আমি ময়ূরাক্ষী বলেছেন: হা হা মজার পেলাম । ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিন।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭
ডরোথী সুমী বলেছেন: বড় ভাইয়ের আগে বিয়ে না দিয়ে তো আর ওকে করানো যাবেনা। তাছাড়া, বিয়ে দিলে বিপদ আমারই বাড়বে। কারন, সপ্তকের খুব লোভ মেয়েদের সাজগোজের দিকে। আমার টিপ, লাইনার, লিপস্টিক..... ও দখল করে রাখে। এখন, বউ কি আর এসব সহ্য করবে!!!
১৫| ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫০
নুর ইসলাম রফিক বলেছেন: খুব মিস করছি সপ্তককে।
ছেলেটাকে দেখতে খুব ইচ্ছে করছে।
ছেলেটার নামের মাঝে কি যেন লুকায়িত।
জানালে খুসি হতাম।
অহে ছেলের বিয়েতে অবশ্যই আমাকে দাওয়াত করতে হবে।
সপ্তক বাবা তোমার জন্য অনেক অনেক শুভ কামনা।
১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৯
ডরোথী সুমী বলেছেন: ওর নাম সেই সাতটি স্বর থেকেই নেয়া হয়েছে। আপনার কথাই ঠিক কিছু একটা লুকানো আছে। ও যে আমার পেটে আছে সেটা টের পেয়েছি সাড়ে চার মাসে। বুঝুন তাহলে কী দুষ্টু। সপ্তকের রুচির পরিবর্তন হয়েছে। সে এখন বিয়েতে আগ্রহী না বরং ওর আগ্রহের বিষয় হচ্ছে পুতুল, আলমারি, সুর, এদেরকে পড়াশোনা করানো। ভীষণ ব্যস্ত 'ও'। ভাল থাকুন।
১৬| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৫
নুর ইসলাম রফিক বলেছেন: । সে এখন বিয়েতে আগ্রহী না বরং ওর আগ্রহের বিষয় হচ্ছে পুতুল, আলমারি, সুর, এদেরকে পড়াশোনা করানো।
বুচ্ছি দাওয়াত না দেওয়ার ফন্দি।
সুর কি বা কে?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
ডরোথী সুমী বলেছেন: দুঃখিত অনেকদিন পর জবাবের জন্য। আসলে সামু'তে আসা হয়না। 'সুর' আমার পাঁচ বছরের ছেলে, বড় সন্তান। সপ্তকের যন্ত্রণা হজম করে। দাওয়াত দেওয়ার দিন আছেরে ভাই..... যেই দিন আসছে। যাক.....আবার বিয়ের শখ জাগুক দাওয়াত দেয়া যাবে। শুভ কামনা।
১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
গোল্ডেন গ্লাইডার বলেছেন: হা হা হা
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫
ডরোথী সুমী বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫
যাযাবর বেদুঈন বলেছেন: