নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারন একজন বিশেষ কোন গ্রাউন্ড নাই। সময় কাটে ব্লগ ও ফেসবুকে টুকটাক লেখা পড়া করে।...ধন্যবাদ।

দশমিক শূন্য

খুব সাধারন একজন বিশেষ কোন গ্রাউন্ড নাই। সময় কাটে ব্লগ ও ফেসবুকে টুকটাক লেখা পড়া করে।...ধন্যবাদ।

দশমিক শূন্য › বিস্তারিত পোস্টঃ

কাঠালের যেমন \'আমসত্ত্ব\' হয় না, তেমনি সমাজতন্ত্রকেও জাতীয়করণ করা যায় না।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭

অনলাইন প্রথম আলোতে দেখলাম মি. ইনু আজকে চরম একখান বানী প্রসব করেছেন। তিনি বলেছেন “গণতন্ত্র মানেই সমান অধিকার নয়”। জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করে ইনারা গিয়েছিলেন চীন দেশে। আশা ছিল মাও সে তুং এর সাথে দেখা করে সামরিক সহযোগিতা চাইবেন। মাও সেতুং তখন বুড়ো হলেও জ্ঞানের নাড়ী টনটনে।

তাই এদের সাথে দেখা করলেন না। অগত্যা এরা গিয়ে দেখা করলেন চৌ এনলাই এর সাথে। চৌ তেনাদের বক্তব্য শুনে জিজ্ঞেস করলেন, "সৌসালিজম আবার ন্যাশনালিস্ট হয় কিভাবে? আর সেটাই যদি হয়, তাহলে তোমাদের ন্যাশনাল সৌসালিজমের সাথে হিটলারের ন্যাশনাল সৌসালিজমের পার্থক্য কী?" কোন পার্থক্য যে নাই, সেটা ইনুর কথাতে নিশ্চই বুঝতে পেরেছেন।

পার্থক্যটা মাও এবং চৌ এনলাই ও বুঝতে পেরেছিলেন। তবে বাংলাদেশের কিছু অর্ধশিক্ষিত এবং অপশিক্ষিত আছে, যাদের আল্টিমেট খায়েস তাহেরের মতই সর্টকাটে 'প্রগতিশীল' হিসেবে নাম কামানো। এই শ্রেনীর টাউট-বাটপাররাই দেখবেন 'জাতীয় সমাজতন্ত্র' এবং 'হায় তাহের' 'হায় তাহের বলে মাতম করে।

এদের মধ্যে ১ জনকেও পাবেন না (ইনক্লুডিং ইনু) যে হেগেল-মার্কস-এঙ্গেলস-লেনিন-গ্রামসি পড়েছে। এরা কেবল এদের নাম জানে, গোটা কয়েক বইয়ের নাম জানে। আর জানে কয়েকটা করে কোটেশন। যদি কম্যুনিজম বা সৌসালিজম নিয়ে সামান্য পড়ালেখাও করতো, তাহলে তারা জানতো সমাজতন্ত্র আসলে কি? অর্ধশিক্ষিত এবং অপশিক্ষিত ফ্যাসিস্টদের বামপন্থা 'জাসদ' নিপাত যাক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.