নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারন একজন বিশেষ কোন গ্রাউন্ড নাই। সময় কাটে ব্লগ ও ফেসবুকে টুকটাক লেখা পড়া করে।...ধন্যবাদ।

দশমিক শূন্য

খুব সাধারন একজন বিশেষ কোন গ্রাউন্ড নাই। সময় কাটে ব্লগ ও ফেসবুকে টুকটাক লেখা পড়া করে।...ধন্যবাদ।

দশমিক শূন্য › বিস্তারিত পোস্টঃ

কি এমন লিখেছিলেন মুশফিক, যার জন্য এতো হইহই?

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:০০


ভাবতে অবাক লাগে, বিসিবি পর্যন্ত ধমক দিলো সামান্য একটা টুইট করার জন্য! কথা হচ্ছে একজন ক্রিকেটার কি তাঁর মনের অনুভূতিটাও প্রকাশ করতে পারবেন না? আর কারো অসম্মান হয় এমন কিছুওতো তিনি লিখেননি। তিনি শুধু তাঁর মনের অনুভূতিটা শেয়ার করেছেন মাএ। সেই বিষয়টা নিয়ে বিসিবির এতোটা আগ্রহ কেন? তাহলে কি বিসিবি অন্য কারো সুরে বাঁশি বাজাচ্ছে?

এ পর্যন্ত ক্রিকেট নিয়ে যতো অবিচার করেছে ভারত আমাদের সাথে কই সে ব্যাপারে তো বিসিবির এতোটা আগ্রহ দেখা যায়নি? এইতো সেদিন তাসকিন-সানির বিরুদ্ধে নির্লজ্জভাবে মিথ্যা অভিযোগ আনালো ভারত, খেলা কাভারেজ করতে যাওয়া ১০ জন সাংবাদিককে হোটেলে জায়গা না পেয়ে তল্পিতল্পা নিয়ে ঘুরতে হলো রাস্তায় রাস্তায়, এব্যাপারে বিসিবির কি কিছুই বলার ছিলোনা? তখন কবি নিরব ছিলো কেন?

পরম প্রতিবেশী ভারতের বিরোধিতা করা যখন পাকিস্তান সমর্থনের সমতূল্য অপরাধ তখন ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের বিজয়কে বাংলাদেশের মানুষ যেভাবে ঈদ-পুজা-বড়দিন-বুদ্ধপূর্নিমার উৎসবের মত উদযাপন করলো, তাতে ভারতের নীতি নির্ধারকদের চিন্তা করার সময় এসেছে যে, কেনো বাংলাদেশের মানুষ ভারতের পরাজয়ে এত আনন্দিত হয়? কি এমন কারন আছে যার জন্যে ভারতকে বাংলাদেশীরা মানতে পারেনা?

অনুগত সরকার, নিয়ন্ত্রিত মিডিয়া এবং দাস তূল্য সুশীল সমাজ দিয়ে 'ভারত বিরোধিতা'কে বার বার 'পাকিস্তান প্রেম' হিসাবে স্টিগমাটাইজ করার পরও ভারতের পরাজয় সেলিব্রেট করা এখন উপনিবেশিক প্রভূর বিরুদ্ধে পরাধীন উপনিবেশের নাগরিকদের চিরাচরিত আচরণে রূপ নিয়েছে। আর এমনটা হবার পেছনে যথেষ্ট যৌক্তিক কারনও আছে।

অবশ্য সামরিক শক্তি দিয়ে সাম্রাজ্যবাদী কায়দায় অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর ভারতীয় নীতি নির্ধারকদের এই বাস্তবতা অনুধাবনের মত যথেষ্ট বোধ-বুদ্ধি আছে বলে মনে হয়না। বরাবরের মত এবারও তারা এই ভারত বিরোধিতাকে পাকিস্তান প্রেম হিসেবে ব্যাখ্যা করেই দায় সারবে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: অন্ধরে হাতি দেখিয়েন না। পাকিস্তান হারলে কেন আমরা এসন বন্য উল্লাসে ফেঁটে পড়ি না। নাকি ৭১ কিছুই না। ওরা শুধু একটু চুমাচাটি করছিল। তাই না? একজন ক্রিকেটার নিজ দেশের জয়ে উল্লাস প্রকাশ করতে পারে কিন্তু আরেকটা দেশের পরাজয়ে উল্রাস প্রকাশ করলে সেটি খেলোয়াড় সুলভ হয় না। মুসফিক টুইট করা আর আমাদের ফেসবুকে লেখা নিশ্চয়ই এক জিনিস নয়।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৯

দশমিক শূন্য বলেছেন: সবাই জানেন বাংলাদেশের পরাজয়ে নিয়ে তো বটেই, এমনকি বাংলাদেশের জয় নিয়েও অনেক ভারতীয় ক্রিকেটার যাচ্ছে তাই মন্তব্যে করেছে, কৌতুক করেছে, নিন্দা করেছে এমন কি মুস্তাফিজকে অপহরন করার মতো (কু)ইচ্ছাও প্রকাশ করেছে।

আচ্ছা সেসব নিয়ে কী সেই দেশের ক্রিকেট বোর্ড বা মিডিয়া কোনদিন তাদের বিরুদ্ধাচরণ করেছে কিংবা কোন রকম সমালোচনা করেছে বলে কেউ শুনেছেন? সেদিক থেকে দেখলে ওদের দেশপ্রেমটা বাংলাদেশের মিডিয়া বা বিসিবির থেকে অনেক উন্নত।

২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: ''এইতো সেদিন তাসকিন-সানির বিরুদ্ধে নির্লজ্জভাবে মিথ্যা অভিযোগ আনালো ভারত''

এটা কোথায় পেয়েছেন ? আছে আপনার কাছে কোনো প্রমান , ভারতীয়রাই তাসকিন সানি কে সরিয়েছে ?? আন্দাজে কথা বলে বাঙালিকে হাস্যকর হিসাবে উপস্থাপন করছেন আপনাদের মত অযৌক্তিক কিছু ফেস্বুকিয়ানরা।

''খেলা কাভারেজ করতে যাওয়া ১০ জন সাংবাদিককে হোটেলে জায়গা না পেয়ে তল্পিতল্পা নিয়ে ঘুরতে হলো রাস্তায় রাস্তায়, এব্যাপারে বিসিবির কি কিছুই বলার ছিলোনা? তখন কবি নিরব ছিলো কেন?''

ঘটনাটি আমিও শুনেছি , একমত আমি আপনার সাথে যদি ঘটনাটি সত্য হয়।

আর একজন ক্রিকেটার মনের অনুভুতি প্রকাশ করতে পারে না , যত টা পারে একজন সাধারণ মানুষ। কারণ তাকে ক্রিকেট বোর্ড এর নিয়মনীতি মেনে তবেই চলতে হয়। আর ভারতীয় মিডিয়ার কথা না বললেই নয় , তারা তিলকে তাল বানাতে ওস্তাদ। আর অভিযুক্ত বাংলাদেশী হলে তো কথায় নেই।

আর ফেইসবুকের আজাইরা স্টেটাস গুলো কপি-পেইস্ট না করে , নিজের মন থেকে যৌক্তিক কিছু ব্লগে লেখার চেষ্টা করুন।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪২

দশমিক শূন্য বলেছেন: জনাব আপনি কি মঙ্গল গ্রহে থাকেন? ঘটনা যদি সত্যি হয় তার মানে কি? ইন্টারনেট দেখেন না, নিউজ পেপার পড়েন না? গুগলে একটু খোঁজ নেন তাহলেই মন আর মাথার বিবাদটা আর থাকবেনা। আর এদেশে দেহ আর মন ভারতে এমন প্রকৃতির জীবদের বোঝায় সাধ্য কার।

৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৮

এরশাদ বাদশা দ্যা ওয়ারিয়র বলেছেন: পত্রিকায় পড়লাম। আমি নিজে ভারত-বিদ্বেষী, সেই শুরু থেকে ভারতকে সহ্য হতোনা আমার। ইদানিংকালে সেই বিদ্বেষ ঘৃণায় রুপ নিয়েছে। কিন্তু কপালে চিন্তার রেখা এঁকে দিচ্ছে এখন সেই সব হারামজাদাদের আস্ফালণ দেখে, যারা নিছক খেলার জন্য ভারত বিদ্বেষের এই ইস্যূকে কাজে লাগিয়ে পাবলিক সেন্টিমেন্টকে উসকে দিয়ে নিজেদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার বিপজ্জনক খেলায় রত।

৪| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৭

এন.এ.আনসারী বলেছেন: কথায় যুক্তি আছে কিন্তু

৫| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৭

আরকিস মল্লিক বলেছেন: If you guys have a second to think,try to remember who helped you in every way possible in your revolution against Pakistan in 71?

৬| ০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩৬

রিফাত হোসেন বলেছেন: মল্লিক দা, ধন্যবাদ তবে প্রতিদান তো দিলাম পানি দিয়ে। ১৯৭১ এর ডুগ ডুগি বাজিয়ে কি মালিক হয়ে গেলেন?

ইন্ডিয়া একটা চুল পরিমান নিজের সুবিধা ছাড়া সাহায্য করবে না। ১৯৭১ এ আপনাদের অনেক বড় লাভ ছিল পাকিস্তান কে ভাগ করলেন। তারা এখন দুর্বল অনেক।

গান্ধী আর পাকি নেতা মিলে পাক ভারত করলেন। কিন্তু বাংলা টাও ১৯৪৬ ১৯৪৭ এ ২ ভাগ করে দিলেন।

ভাল থাকেন।

@আরকিস ভারতীয়

৭| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৩

কামের কথা কন!! বলেছেন: প্রফেশনাল হিসাবে মুসফিক এর এটা ঠিক হয়নি। আশ্নি যেমন টুইট করে নিচু মনের বহিঃপ্রকাশ করেছে, মুস্ফিক এর এমন টুইট মোটেও ঠিক হয়নি। ভারতীয় রা বরাবরই নিচু মনের।

আর ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষদের ঋণাত্মক ধারণার জন্য ভারতই দ্বায়ী এবং সেগুলার মূল কারণঃ
১। সীমান্তে অব্যাহত হত্যা। কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে তাকে গ্রেপ্তার করুক, মেরে ফেলতে হবে কেন??!! সীমান্তে কাটাতারের বেড়া দিয়ে আমাদের একরকম বন্দী করে ফেলা।
২। যেখানে নেপাল ভুটানের লোকজনের ভারতে যেতে ভিসাই লাগে না, সেখানে আমাদের অনেক ঝামেলা করে ভিসা পেতে হয়। বন্ধুসুলভ রাষ্ট্রে আচরণ এমন হতে পারে না।
৩। সর্বক্ষেত্রে আধিপত্য বিচরণের চেষ্টা, প্রায় বিনে পয়সায় টানজিট নেয়ার চেষ্টা।
৪। মুখে মুখে বিনা শুল্কে পণ্য রপ্তানির ব্যবস্থা! কয় দিন পর এন্টি ডাম্পিং মামলা করে আমাদের রপ্তানিকে বাধাগ্রস্থ করে।
৫। শুধু বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ, অথচ সারা বিশ্বে গোমাংশ রপ্তানি বাড়িয়েছে।
৬। ঋণ দেয়ার নামে তাদের দেশের পণ্য ব্যবহারে বাধ্য করা। মোদির সাথে যেসব ঋণ চুক্তি হয়েছে, সেসবের আওতায় প্রকল্পের ৭৫% জিনিসপত্র এবং পরামর্শক ভারত থেকেই আমদানি করতে হবে। এরকম ঘটনা বিশ্বে নজিরবিহীন!

৮| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ভারত বিরোধিতাকে পাকিস্থানের সমর্থনতুল্য মনে করার যুক্তিটি চরম হাস্যকর এবং আশঙ্কাজনক !

হাস্যকর এই জন্য যে ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে চরম স্বার্থপর, কূটিল, সংকীর্ণমনা,প্রভুত্বসূলভ আচরণকে অপছন্দ করার সাথে পাকিস্থানের মতো একটি অকার্যকর রাষ্ট্রকে সমর্থ করার তুলনা একমাত্র আহম্মকরাই করতে পারে !

আর আশংকাজনক ভাবছি একারণে যে, নেপাল, শ্রীলংকা,মালদ্বীপ সহ ভারতের অধিকাংশ প্রতিবেশী রাষ্ট্রই ভারতের উপরোক্ত ঘৃণ্য আচরণসমূহের কারণে ভারতকে অপছন্দ করে থাকে ! এই সকল রাষ্ট্রের ভারত বিরোধিতার মানে কি এই যে ওই সকল রাষ্ট্রই পাকিস্থানকে সমর্থন করে বা পাকিস্থানপ্রেমি ? খুবই আশঙ্কাজনক কথা !!!

৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৫

আলী বলেছেন: একজন ক্রিকেটার নিজ দেশের জয়ে উল্লাস প্রকাশ করতে পারে কিন্তু আরেকটা দেশের পরাজয়ে উল্রাস প্রকাশ করলে সেটি খেলোয়াড় সুলভ হয় না।

১০| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৫

আলী বলেছেন: বিদ্বেষ ঘৃণায় রুপ নিয়েছে। কিন্তু কপালে চিন্তার রেখা এঁকে দিচ্ছে এখন সেই সব হারামজাদাদের আস্ফালণ দেখে, যারা নিছক খেলার জন্য ভারত বিদ্বেষের এই ইস্যূকে কাজে লাগিয়ে পাবলিক সেন্টিমেন্টকে উসকে দিয়ে নিজেদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার বিপজ্জনক খেলায় রত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.