![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারন একজন বিশেষ কোন গ্রাউন্ড নাই। সময় কাটে ব্লগ ও ফেসবুকে টুকটাক লেখা পড়া করে।...ধন্যবাদ।
একটি শব্দ—“সাহেব”—যা শতাব্দী ধরে সম্মানের প্রতিচ্ছবি, আজ তা কি অবজ্ঞার কারণ? এক অতিথি পুলিশ সুপারকে "স্যার" না বলে "সাহেব" বলায় তাঁর ক্রোধের শিকার হলেন। অথচ গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতা তো সেবার জন্য, দেশের নাগরিকদের অপমান করার জন্য নয়। News Link
একটি নদী যেমন দুই তীর ছুঁয়ে চলে, ভাষাও তেমনি বহুমাত্রিক। "স্যার" বললেই যদি সম্মান হয়, তবে "সাহেব" বললে কেন অসম্মান? আত্মমর্যাদা কি শব্দনির্ভর, নাকি আচরণ-নির্ভর?
রাজাধিরাজও একদিন সাধারণ মানুষের ভাষায় কথা বলেছিলেন, আর আজ এক কর্মকর্তা শব্দের ব্যবধানে অভিমানে ফেটে পড়েন! সম্মান অর্জন করতে হয়, চাপিয়ে দেওয়া যায় না। ক্ষমতার আসন যত উঁচু হোক, মনটা যেন ততোখানিই উদার হয়। কারণ, পদ যায়, ক্ষমতা ফুরিয়ে আসে—কিন্তু মানুষের প্রতি আচরণ রয়ে যায় স্মৃতির পাতায়॥
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: রাইট।