![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে এমন মানুষ কমই পাওয়া যাবে যে গানে শুনে না বা শুনতে ভালোবাসে না। তার উপর যদি রোমান্টিক গান আর খাওয়া গান হয় ও গান তো এখন দেখবার ও বিষয়। তো আমার একটা ফরজ কাম রোমান্টিক আর খাওয়া গান নিয়ে একটা পোস্ট দেয়া। অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু সময়ের অভাবে হয়ে উঠেনা। এই পোস্টটা লিখতে গিয়ে যে কি পরিমান নস্টালজিক হয়ে পরেছিলাম, তা লিখে বুঝানো সম্ভব নয়। এই গানগুলো আমার জীবনের অনেক স্মৃতিতে জড়িয়ে আছে। চলুন আমরা গানে চলে যাই। ১/ ভাঙ্গা মন নিয়ে তুমি আর কেদনা। ২/ সেই তুমি কেন এ তো। ৩/ আমি কষ্ট পেতে ভালোবাসি । ৪/ যদি হিমালয় হয়ে । ৫/ সরলতার প্রতিমা । ৬/ তুমি বরুনা হলে হব । ৭/হয়নি যাবার ও বেলা । ৮/বেলা শেসে ফিরে এ সে । ৯/ঘুরি তুমি কার আকাশে উর । ১০/বৃষ্টি দেখে অনেক কেদেছি । ১১/দেখা হবে বন্ধু । ১২/বন্ধু তকে মিস করছি এখন ১৩/বন্ধু । ১৪/আমার সপ্ন গুলো । ১৫/হাজার মনের কাছে । ১৬/এমনি করে সবাই যাবে । ১৭/টেলিফোনে যখন ফিশ ফিশ করে । ১৮/ তোমাকে দেখলে একবার । ১৯/কবিতা তুমি । ২০/মেলায় যাইরে ... । এ বছরের বসন্তের শেষ দিনে আমার ফেসবুক ষ্স্ট্যাটাস হবে -- "কতো ফাগুন এলো গেলো আজো আমি এলোমেলো".......। এই লিস্টে আরো অনেক গানই আসতে পারতো তবে,তা আগামী তে আসবে ২ খন্ডে। ইউটিউব থেকে গান শুনা বাংলাদেশের নেটস্পিডের জন্য খুব সহজ নয় কিন্তু ব্লগাররা আজ অনেক টেকি তাই আশাকরি লিংকগুলো উপকারে আসবে। আর কেউ যদি গান গুলকে mp3 তে পেতে চান তাহলে এই পোষ্ট টা দেখতে পারেন।আমার সেরা ৩৬ ফায়ারফক্স অ্যাড-অন (ডাউনলোড+রিভিউ+আপডেট) ভাল থাকুন, সুন্দর গান শুনে সুন্দর সময় উপভোগ করুন!
০৯ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩৪
দুষ্টআমি বলেছেন: আমার পোস্টের শিরোনাম আর শুরুর লেখাটা পুরাই মেরে দিলেন!!! না ভাই ভালকরে দেখুন তো আপার লেখাটা, কিছুটা অমিল রয়েছে বোধকরি।হয়তোবা অনুভূতি গুলো এক হয়ে গেছে।মন্তব্য কর জন্য ধন্যবাদ।
২| ০৯ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০৩
রিমঝিম বর্ষা বলেছেন:
হাহাহাহা...........আকাশ
৩| ২৪ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪২
মূসা আলকাজেম বলেছেন: একটাই জীবন। আমার উচিত সময়কে কাজে লাগানো
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:০৮
আকাশটালাল বলেছেন: আমার পোস্টের শিরোনাম আর শুরুর লেখাটা পুরাই মেরে দিলেন!!!
একবার জিগ্গেস হলেও করতে পারতেন।