![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কীভাবে দেখবেন কে কে আপনার ফেসবুক প্রফাইল ভিজিট করেছে এবং সবচেয়ে বেশি কে ভিজিট করেছে ? (এপ ছাড়া)
আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন ? অনেকদিন পড়ে ব্লগ লিখছি ।মাথায় সবসময় কিছু না কিছু ঘুরপাক খায় । কিন্তু ব্যস্ততার ভীড়ে লিখার সময় হয়ে উঠে না । আজকে একটু সময় করে লিখতে বসলাম । তারপর চিন্তায় পড়ে গেলাম কি নিয়ে লিখবো । হঠৎ এইটা মাথায় আসলো ।তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক ।
আমরা অনেক সময় জানতে চেস্টা করি যে “ কে কে আমার প্রফাইল ভিজিট করলো ?” আবার “ কে আমাদের প্রফাইল সবচেয়ে বেশি ভিজিট করলো ?”
অবশ্য এইটা জন্য ফেসবুকের অনেক এপ আছে । কিন্তু আজকে আমি এইটা আপনাদেরকে এপদিয়ে দেখাবো না । সম্পুর্ন মেনুয়ালি দেখাবো ।
১) প্রথমে আপনার ফেসবুক একাউন্ট এ লগিন করুন
২)তারপর আপনার প্রফাইল পেজে প্রবেশ করুন
৩)এখন কিবোর্ড থেকে Ctrl + U প্রেস করুন একসাথে , আপনি আপনার প্রফাইল পেজের সোর্স কোড দেখতে পাবেন
৪) এখন কিবোর্ড থেকে CTRL+F প্রেস করুন ।যে বক্স আসবে অর্থাৎ একটা সার্চ বক্স আসবে সেখানে এই লিখাটা দিন তারপর সার্চ করুন
{"list":
৫) {"list": এখানে অনেকগুলি আইডি নাম্বার থাকবে কমা দিয়ে । প্রথমে যেই আইডিটা থাকবে সেইটা হচ্ছে যে সবচেয়ে বেশি আপনার প্রফাইল ভিজিট করেছে তার আইডি ।
৬) এখন চিন্তা করছেন নাম না দেখা গেলে আইডি নাম্বার দিয়ে কি করবেন ? তো যেকোন একটা আইদি নাম্বার কপি করেন তারপর নতুন একটা টেব খুলে এইভাবে দিয়ে এন্টার প্রেস করুন দেখেন কীভাবে ঐ ব্যক্তির পুরা প্রফাইল চলে আসতেছে
http://www.facebook.com/Facebook Profile Id
এখানে Facebook Profile Id এর জায়গায় আপনার কাক্ষিত আইডি টি দিবেন
উদাহরনঃ http://www.facebook.com/123456789012
বিঃদ্রঃ যদি {"list": দিয়ে সার্চ দেওয়ার পর লম্বা লিস্ট শো করে তাহলে উপরে View থেকে wrap Long Lines এ টিক দিলেই সবগুলি নেচের পিক এর মত দেখা যাবে ।
আজকে এই পর্যন্তই সবাই ভাল থাকবেন এই কামনা করে আজকের মত আমি বিদায় নিচ্ছি । কোন ভুল হলে ক্ষমার দিষ্টিতে দেখবেন ।
আর আপনাদের দোয়াই আমার ও একটা বাংলা ব্লগিং সাইট আছে যেখানে রাজনীতি ছাড়া যেকোন পোস্ট শেয়ার করা যায় । সময় হলে ঘুরে আসবেন Bangla Blog
কোন সমস্যা হলে আমাকে ফেসবুকে এড দিতে পারেনঃনাজমুল হাসান
২| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৬
নীল সুমন বলেছেন: কাম করে না।
৩| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:১২
বশর সিদ্দিকী বলেছেন: কাজে লাগল। তবে মনে হইতেছে এরা লাস্ট ভিজিটর।
৪| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৪
নিয়ামুল ইসলাম বলেছেন: কাম করে না
৫| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৮
হাসান মাহবুব বলেছেন: জিনিসটা উল্টা কাজ করে মনে হৈতাসে। মানে আমি যাদেরকে বেশি লাইক দেই বা চ্যাটিং করি তা আসে।
৬| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩১
ব্লগ ৪১৬ বলেছেন: আমার লিষ্ট দেইখ্খা আমি নিজে কাইত। এতো জন ভিজিট করছে,, কেমনে?
৭| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৩
অশান্ত পৃথিবী বলেছেন: এটাতে রিসেন্ট চ্যাটিং লিষ্ট আসে
৮| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৩৯
রিয়াজওয়ার্ল্ড বলেছেন: কাজ হয় না
৯| ১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
হেডস্যার বলেছেন:
আপনাগো কাজ হোক বা না হোক তাতে পোষ্টদাতার কিছু যায় আসে না।
তিনি এক যায়গা থেকে কপি কইরা এখানে পেষ্ট কইরা ভাগছে।
আপনেরা মুড়ি চিবান।
১০| ১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
চুক্কা বাঙ্গী বলেছেন: হেডস্যার বলেছেন:
আপনাগো কাজ হোক বা না হোক তাতে পোষ্টদাতার কিছু যায় আসে না।
তিনি এক যায়গা থেকে কপি কইরা এখানে পেষ্ট কইরা ভাগছে।
আপনেরা মুড়ি চিবান।
১১| ১৯ শে মে, ২০১৪ রাত ২:৫৯
অঘটনঘটনপটীয়সী বলেছেন: প্রথম আইডি টা সবচেয়ে বেশি ভিজিট করেছে কথাটা মনে হয় সঠিক না। যাই হোক, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৮
এলিয়ান বলেছেন: Click This Link target='_blank' >বাংলাদেশ আর আফগান ম্যাচের হাইলাইটস