নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে আমি হতে দাও। যদি তুমি আমাকে আমি হতে দাও, তাহলেই আমাকে তুমি খুঁজে পাবে।\nযদি তুমি আমাকে আমি হতে দাও, তাহলেই আমি মুক্ত। না-কি তুমি মুক্ত মানুষকে ভয় পাও?

নাহিদা পারভীন

আমি মানুষ

নাহিদা পারভীন › বিস্তারিত পোস্টঃ

~~~ ঘরে সহজে গ্রিল চিকেন রান্নার উপায়~~~~

০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:০৮

আজকে আমি সহজে কিভাবে ঘরে গ্রিল চিকেন রান্না করা যায় তার একটা সহজ রেসিপি দিবো। আশা করি সবার ভালো লাগবে এবং সবাই বাসায় এটা রান্নার চেষ্টা করবেন।



উপকরনঃ

১) মুরগী ১টি ( চার ভাগ করে নিতে হবে)

২) আদা বাটা (১ টেবিল চামচ)

৩) রসুন বাটা (১ টেবিল চামচ)

৪) মরিচ বাটা (১ চা চামচ)

৫) মরিচ গুড়া (১ চা চামচ)

৬) সরিষা বাটা (১ চা চামচ)

৭) হলুদ গুড়া (১ চা চামচ)

৮) গরম মশলার গুড়া (আধা চা চামচ)

৯) টক দই ( আধা কাপ)

১০) পেয়াজ বাটা (এক চা চামচ)

১১) মধু (১ চা চামচ)

১২) চিলি সস ( ১ টেবিল চামচ)

১৩) সয়া সস ( ২ চা চামচ )

১৪) বাদাম বাটা (১ চা চামচ)

১৫) তেল ( আন্দাজ মত)

১৬) লবন ( স্বাদ মত)





প্রস্তুত প্রনালীঃ

প্রথমে মুরগীর টুকরা গুলিকে ভালো করে ধুয়ে কাটা চামচ দিয়ে কেঁচে নিতে হবে। এরপর উপরের সব উপকরন দিয়ে মেখে রাখতে হবে ১৫ মিনিট থেকে ২০ মিনিট। তারপর ওভেনে ১৭৫ ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়ে ২০ থেকে ৩০ মিনিট বেক করতে হবে অথবা মাইক্রো ওভেনে গ্রীল অপশনে গিয়ে বেক করতে হবে। আর যদি ওভেন না থাকে তাহলে নরমাল চুলায় তাওয়া বসিয়ে তাতে কয়লা বিছিয়ে তার উপর একটা ট্রেতে তেল দিন। এরপর মুরগীগুলি বিছিয়ে ঝলসিয়ে নিতে হবে। কিছুক্ষন পর পর মুরগীর গায়ে তেল ব্রাস করে উল্টিয়ে দিতে হবে।

আর এভাবে ঘরে বসে যে কেউ সহজেই বানিয়ে নিতে পারবেন মজাদার গ্রীল চিকেন। ছবিতে আমি টমেটো দিয়ে গোলাপ ফুল বানিয়ে সাজিয়ে পরিবেশন করেছি।

আশা করছি আমার এই পোষ্টটি আপনাদের উপকারে আসবেন।রান্না করে খেয়ে কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু।



আরো কিছু জানতে চাইলে বা আরো কিছু মজাদার খাবারে রেসেপির জন্য আমার ফেইসবুক প্রোফাইলে চোখ রাখতে পারেন

https://www.facebook.com/parvin.04.nahida

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৪০

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
চেষ্টা করার জন্য বলতে হবে।

০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:০৫

নাহিদা পারভীন বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ, অবশ্যই চেষ্টা করার জন্য বলবেন। :)

২| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:০২

এ্যাংগরী বার্ড বলেছেন: এমন মজাদার গ্রিলের ছবি দিয়ে অত্যাচার করবেন না প্লিজ। এটা মানবতা বিরোধী।

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৩

নাহিদা পারভীন বলেছেন: :-* :-*

হায় হায় অত্যাচার করলাম কই? আমি তো বরং সবার জন্য আমার রেসিপি উন্মুক্ত করে দিলাম। খুব সোজা করে।

যা সম্পূর্ণ মানবতার পক্ষে ।।

:)

৩| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:১৪

বেলা শেষে বলেছেন: ...hey , i am comming for eating:

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৫

নাহিদা পারভীন বলেছেন: এই নিন আপণার জন্য

৪| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩৬

বেকার সব ০০৭ বলেছেন: আপনার মত আপু থাকতে আমরা ঘরে এত কষ্ট করে গ্রিল চিকেন রান্না করব কেন । গ্রিল চিকেন রান্না করার পূর্বে দাওয়াত দিয়েন চলে আসব

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৩৭

নাহিদা পারভীন বলেছেন: ঠিক আছে ... পরের বার গ্রিল চিকেন রান্না করার আগে দয়াত দিবো, আপনি চিকেন নিয়ে চলে আসবেন :D

৫| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৯

ইমরাজ কবির মুন বলেছেন:
ডেলিশিয়াস !

১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৩

নাহিদা পারভীন বলেছেন: আসলেই ডেলিশিয়াস ! আমার খুবই প্রিয় গ্রিল্ চিকেন।
:D :D

৬| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৪

রাতুল_শাহ বলেছেন: এ্যাংগরী বার্ড বলেছেন: এমন মজাদার গ্রিলের ছবি দিয়ে অত্যাচার করবেন না প্লিজ। এটা মানবতা বিরোধী।

১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৩

নাহিদা পারভীন বলেছেন: :-* :-*

হায় হায় অত্যাচার করলাম কই? আমি তো বরং সবার জন্য আমার রেসিপি উন্মুক্ত করে দিলাম। খুব সোজা করে।

যা সম্পূর্ণ মানবতার পক্ষে ।।

B-)

৭| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৫

সুমন ঘোষ বলেছেন: হুম । ভালো লাগলো। তবে ঘরে বানিয়ে খেয়ে দেখতে হবে। ভালো লাগলে আবার ভালোলাগা জানিয়ে যাবো।

১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৪

নাহিদা পারভীন বলেছেন: অবশ্যই ঘরে চেষ্টা করে দেখবেন। খুবই সোজা। ভালো লাগুক বা না লাগুক জানাতে কিন্তু ভুলবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.