![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ লেখা, মহীয়শী লেখক দের লেখা পড়া কমেন্ট করা। ভাবুক হয়ে তা
বাবার মুখে শুনেছিলাম রাস্তায় গাড়ি ধোড়া চলত খুব অল্প, রিকসা করে ভুতের গলি থেকে গুলিস্তান যেতে সময় লাগতো মাত্র ১৫ মিনিট, আর মনে করতাম বাবা মনে হয় মজা করে। আরো বলত কাঠাল বাগান এর চিপা গলি দিয়ে বাস চলত। রাত ৮ টার পর বাইরে মানুষ কম বের হত।
ঢাকাকে বলা হত নাকি রিকসার নগরী ।
গতকাল রাত এ রাস্তাই বের হয়ে দেকলাম ঢাকা সত্যি ই রিকসার নগরী । হঠাত হঠাত দুই একটা প্রাইভেট কার খুব দ্রুত গতিতে চলছে আর অনেকহ্মন পর পর একটা বাস চলছে তাতে তিল ধারনের জায়গা নেই। আসন্ন পহেলা বৈশাখ উপলখে ২৭ নাম্বারের মিনা বাজার এর সামনে যে মেলা হয়েছে তাতে দুই চার জন পরিচ্ছন্ন মহিলা চুড়ি কিনছে।
আর সকালের অবস্তা আর বেশি অন্যরকম মনে হল আমি যেন ভুল করে বাসা থেকে বের হয়েছি এত সকালে কাজ এর জন্য কেও বার হয়না । রাস্তাই দু চারটা কুকুর ছানা কে দেকলাম ঘুমুচ্ছে । এই নিয়ে ভালই লাগল গর দুদিন এর ঢাকা কে । যার সাথে বাবার মুখে শোনা ৮০ দশকের ঢাকার হুবহু মিল পেলাম,
ধন্যবাদ সমস্ত রাজনৈতিক দল কে এমন ঢাকা উপহার দেয়ার জন্য ।
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩২
সপ্নবিলাসি বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৯
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: ৮০ দশকের ঢাকা উপহার দেয়ার জন্য ধন্যবাদ সমস্ত রাজনৈতিক দলকে।