নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা জনগন শুধু সপ্ন দেখি আর চুপচাপ বসে থাকি সবাই মনে করে কিছুই বুঝি না। আস্ত বোকাচোদা

সপ্নবিলাসি

ব্লগ লেখা, মহীয়শী লেখক দের লেখা পড়া কমেন্ট করা। ভাবুক হয়ে তা

সপ্নবিলাসি › বিস্তারিত পোস্টঃ

Status এর বন্যা ঠেকাতেই facebook বন্ধ

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৮

খেয়াল করে দেখলাম facebook এ সরকার দলকে গালাগালিই করা হয় বেশি। আর এক একটা উপস্বর্গ পাইলে তো স্ট্যাটাস এর চোটে নিউজ ফিডে আর কিছুই দেখা যায় না। আর এসবের বেশির ভাগই আমলীগের বিপক্ষে এমনকি তাদের নিজেদের পেজেও গালাগালির অভাব নাই। আর ফেসবুকের পলিটিক্সটা তারা রপ্ত করতে পারছে না। এমনকী ছাত্রলীগ অনেক অনেক ফাটাফাটী করেও কিছুই হচ্ছে না।

সুতরাং যেইডা সামাল দিতে পারবা না বন্ধ করে দাও। এই নীতি টা খুব একটা খারাপ না। কষ্ট হয় আমাদের সারাদিন বেসরকারি ফার্মে কাজ করা আর বসের গালি খেয়ে বাসাই এসে ফেসবুকে সুখ খুজতাম। কইদিন ধরে সেটাও বন্ধ ।

ব্যাপার না , দেশের স্বার্থে দশের স্ব্বার্থে মুক্তিযুদ্ধ ও আওয়ামীলীগের স্বার্থে না হয় এইটুকু sacrifice করলাম। কপাল ভাল অনেক আগের একটা safe id ছিল। ধন্যবাদ somewherein কে।

আমি একটু স্বার্থপর মানুষ তো কারো বেচে থাকা আর ফাসিতে ঝুলা দিয়ে আমার অতীত বর্তমান ভবিষ্যতের কোন পরিবর্তন দেখছি না। তাই কিছু বলার ও নাই। কাল সকালে অফিস দোয়া করবেন।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

nurul amin বলেছেন: আমি একটু স্বার্থপর মানুষ তো কারো
বেচে থাকা আর ফাসিতে ঝুলা
দিয়ে আমার অতীত বর্তমান
ভবিষ্যতের কোন পরিবর্তন দেখছি
না। তাই কিছু বলার ও নাই। আমিও একমত।

২| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

অনীক মাহমুদ বলেছেন: এমনাবস্থায় বিনোদনের খুব দরকার ছিলো, যা "স্বপ্নবিলাসি" আমার পোষ্টে পাইলুম। :) :)

৩| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

অন্ধ বিচারক বলেছেন: কার কখন মৃত্যু আসবে কেউ জানে নারে ও মনরে ।

৪| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩

জনতার রায় বলেছেন: ফেসবুক বন্ধ থাকার জন্যই মিডিয়া পরিবেশিত প্রাণভিক্ষার খবর সবাই বিনা দ্বিধায় বিশ্বাস করেছে

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৫

সপ্নবিলাসি বলেছেন: সহমত

৫| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৫

লাজুক লতা আমি বলেছেন: মাথায় নষ্ট মামা, ফেসবুক নাই মনে হচ্ছে লাইফের অধেক নাই। এখন তাই ব্লগে গুতাই। সাথে পচা পচা লেখা পড় তে হচ্ছে ভাই।

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

সপ্নবিলাসি বলেছেন: কি করবেন যা পাইতাছেন এনজয় করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.