![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়াময়ী,
তুমি এত্ত ভাবে থাকো কেন!! জেনে রাখো, stress-strain
curve এ কিন্তু তুমি আর আমি দুজনেই proportinal limit এই আছি।
আচ্ছা,তুমি thin section এ এত্ত hard কেন??অবশ্য ভালই হয়েছে।
সার্থক তোমার modulous of elasticity high হয়ে।এই ব্যাপারটা
আমার ভালই লাগে।
তবে এই কথাটা believe করতে পারো যে, কোনো ধরনের
separating media ই আমাদের আলাদা করতে পারবে না;তা যতই
one way direction এ দেয়া হোক।
আর এইটাও জেনে রাখো,তোমার আমার bonding porcelain teeth
এর মতই mechanically lock হবে,আর soldering এর মত কোনো 3rd metal
এর প্রয়োজনই পড়বেনা।
আর আমাদের মাঝে shrinkage,porosity এর তো প্রশ্নই আসেনা।
অতএব আমরা nobel metal এর মত মোটামুটি শান্তিতেই
থাকবো,যেখানে tarnishing and corrosion বলতে গেলে
বিতাড়িত ই।।
২| ১২ ই মে, ২০১৫ রাত ১০:২০
ডাক্তার পিঁপড়া দ্যা নিবেদিত প্রাণ বলেছেন: ধন্যবাদ
৩| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৩:০১
উর্বি বলেছেন: হোয়াট এ নিবেদন। স্বাগতম
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে স্বাগতম।