নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাক্তার পিঁপড়া দ্যা নিবেদিত প্রাণ

we the medical student are special species of human who are

ডাক্তার পিঁপড়া দ্যা নিবেদিত প্রাণ › বিস্তারিত পোস্টঃ

পশ্চিমা বিশ্বের প্রগতিশীল সমাজে ধর্ষণের তথ্যচিত্র:

২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৯

গত বছর আমেরিকার টেক্সাসে মাত্র ১১ বছরের বালিকাকে ১৮ জন কিশোর গণধর্ষণ করার অভিযোগ পত্রিকায় এসেছে। ২০০৮ সালের হিসেব অনুযায়ী ৯০,০০০ ধর্ষণের ঘটনা পুলিশকে রিপোর্ট করা হয়। এর মাত্র ২৫%-কে গ্রেফতার করা হয়। স্বনামধন্য RAINN (Rape, Abuse and Incest National Network) তথ্য অনুযায়ী আমেরিকায় প্রতি দু’মিনিটে একজন নারী ধর্ষিত হন। প্রতিবছর ২০৭,৭৫৪ জন ধর্ষিত হয় যার ৯৯% নারী।ধর্ষণ সংক্রান্ত ঘটনা ....
উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়/স্কুল/কলেজের ধর্ষণের চিত্র:
২০-২৫% নারীরা ধর্ষিত হন বিশ্ববিদ্যালয় বা কলেজ পড়াকালীন সময়ে। এসব ঘটনার ৬৫% পুলিশকে রিপোর্ট করা হয় না। American Bureau of Justice Statistics- এর তথ্য অনুযায়ী, আমেরিকার ধর্ষণের ঘটনার ১৫% হচ্ছে গণধর্ষণ। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ধর্ষণের ঘটনার ১৬ ভাগ হচ্ছে গণধর্ষণ! গণধর্ষণকারী পুরুষরা সাধারণ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবার থেকে উঠে আসা (বিস্তারিত জানতে দেখুন ক্যাম্পাস রেইপ)। এসব ধর্ষনের মূলে দায়ী করা হয় আলকোহল সেবনকে। American Association of University Women এর সমীক্ষায় দেখা যায়, স্কুলে যারা যৌন নির্যাতনে শিকার হয়েছে তাদের শতকরা ৩৮ ভাগ হয়েছে ক্লাসের শিক্ষকের লালসার বস্তু! অন্যান্য সমীক্ষায় দেখা যায় তাদের শতকরা ১০-১৪ ভাগ ছাত্র (বেশীর ভাগ মেয়ে) স্কুলের শিক্ষকের সাথে যৌন-সংগমে লিপ্ত হয়েছে। ২০০০ সালের স্টাডিতে দেখা যায় প্রায় ৩০০,০০০ (তিন লক্ষ) স্টুডেন্ট স্কুলের শিক্ষক বা কর্মচারীর দ্বারা যৌন হয়রানির শিকার হয়। ডিপার্টমেন্ট অফ এডুকেশনের সমীক্ষা অনুযায়ী আমেরিকার পাবলিক স্কুলে অধ্যয়নরত ছাত্রের ১০% কোন-না-কোন ভাবে স্কুলের টিচারদের মাধ্যমে যৌন হয়রানির শিকার হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে দেখুন-
http://en.wikipedia.org/wiki/Sexual_assault

প্রগতিশীলতার চারণভূমি বলে খ্যাত ইউরোপের অবস্থাও বেশ শোচনীয়। গার্ডিয়ান পত্রিকায় ইংল্যান্ডের সমাজে গণধর্ষণ নীরব মহামারী নিয়ে প্রতিবেদন করা হয়। ২০০৪ সালে পুলিশ ২০০০ ধর্ষণের কেইস গণধর্ষণ সন্দেহে পুনরায় তদন্ত করে। পাঁচ কিশোর মিলে ১০ বছরের এক বালিকাকে গণধর্ষণ করে। এদের একজন জবান বন্দীতে বলেছে যে গণধর্ষণের আগে ১০ মিনিট পর্ণ ভিডিও দেখে। ইংল্যান্ডের সমাজে গণধর্ষণ একটি স্বাভাবিক ঘটনা। মেয়েরা এ বিষয়ে কথা বলতে চায় না কেননা তারা মনে করে এটি একটি সাধারণ ব্যাপার! গার্ডিয়ানের ভাষায়- "Gang rape is really common," says a youth worker in Hackney. "Girls won't talk about it because they think it's normal and there's nothing they can do about it." Met commander Andy Baker, who used to be in charge of street crime, says, "It's been going on for years. Before I was a policeman, I'd see boys coming out of a shed and a girl following later. Now, I'd know what that was, and so would you." উন্নত বিশ্বে তরুণদের মধ্যে ৭৫% বিশ বছর বয়সের আগেই যৌন সম্পর্কে জড়িয়ে পড়ে। দুজনের সম্মত্তিতে যৌন সম্পর্ক স্থাপন করাকে তেমন সমস্যা হিসেবে দেখা হয় না। এত উদার মনোভাবের পাশ্চাত্যের সমাজেও ধর্ষণ বা গণধর্ষণের ঘটনা অহরহ ঘটছে। তার মানে দেখা যাচ্ছে প্রগতিশীলতা, অর্থনৈতিক-সমৃদ্ধি ধর্ষণ প্রবণতাকে রোধ করতে পারছে না, দিন দিন এই ব্যাধি বেড়েই চলছে।
http://en.wikipedia.org/wiki/Sexual_assault

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.