![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশের রাজনীতির ইতিহাস হচ্ছে আমাদের রাজনীতিবিদরা সময়ে সময়ে রাজনৈতিক প্রতিপক্ষের সাথে বসেছে, এক সাথে দেশের জন্য আন্দোলন-সংগ্রাম করেছে, যা দেশের জন্য সুফলই বয়ে এনেছে। বিশ্বের সকল দেশেই এই সংস্কৃতি আছে। দেশের গুরুত্বপূর্ণ বিষয় ও সময়ে সকল রাজনৈতিক দল একসাথে বসে, পরামর্শ করে, সিদ্ধান্ত নেয়, পরস্পরকে সহযোগীতা করে। আমাদের দেশেও সেটা ছিল। নিচের লিংকে আমি সে ধরনের কিছু ইতিহাস তুলে ধরার চেষ্ঠা করেছি। বর্তমানে আওয়ামী লীগ বিএনপি-জামায়াতকে প্রবল প্রতিপক্ষ মনে করে। কিন্তু দেশের গুরুত্বপূর্ণ সময়ে তারা পরস্পর বসেছে।
লিংকটি দেখুন-
সব রাজনীতিবিদ যদি মিলেমিশে, দেশ গড়তো এক সাথে.....
এখন কেউ যদি সে ইতিহাস ভূলে যেতে চান তা তার ব্যাপার। কিন্তু ইতিহাস তো মুছে ফেলার জিনিস নয়। তাই ভবিষ্যৎ প্রজন্ম সকল ইতিহাসের পর্যালোচনা করার অধিকার রাখে। করেও।
এখন কেউ যদি জামায়াতের সাথে আওয়ামী লীগের বসা পছন্দ না করে, তাহলে আওয়ামী লীগকেই জিজ্ঞেস করতে পারে তারা কেন বসেছিল? জামায়াত তো জোর করে আওয়ামী লীগকে জামায়াতের সাথে বসতে বলেনি। আওয়ামী লীগ তার প্রয়োজনেই জামায়াতের সাথে বসেছে। জামায়াতও সেই ধারাবাহিকতায় সৌহার্দপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি মেনে চলেছে। এখন সেই ইতিহাসের কিছু তথ্য তুলে ধরা কি অপরাধ? আবার ভবিষ্যৎ সুন্দর দেশ তৈরির উদ্দেশ্য সেই সহনশীল ও সৌহার্দপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি কামনা করা কি ভূল?
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৬
ডাঃ পুস্পিতা বলেছেন: কেন? সত্য প্রকাশ করলে কি কষ্ট হয়?
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৫
স্বাধীকার বলেছেন: রাজনীতিতে সহনশীলতা দরকার তবে তা আওয়ামী লীগের দেওয়া ফতুয়া ও কার্যকলাপ অনুযায়ী হলেই তা জায়েজ হিসাবে বিবেচিত হবে!!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:২২
ডাঃ পুস্পিতা বলেছেন: আওয়ামী লীগের সেই মানসিকতার পরিবর্তন হলে জাতির অনেক উন্নতি হতো...
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: থামলে ভালু লাগে