নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডা: শাহরিয়ারের পোষ্ট

ডা: শাহরিয়ারের পোষ্ট

ডা. শাহরিয়ার

এই ব্লগের পোষ্টগুলি চিকিৎসা বিষয়ক তথ্য মাত্র। চিকিৎসকের পরামর্শ হিসাবে গ্রহন করা বান্ছনীয় নয়। শারিরীক সমস্যায় দয়া করে সামনা সামনি একজন চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন

ডা. শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

নাক দিয়ে রক্ত পড়া

১৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০৮





খুব পরিচিত সমস্যা না হলেও এটি অনেকের হয় এবং হলে, রোগী তো বটেই রোগীর আত্মীয় স্বজন সবাই ভয় পেয়ে যান। সাধারনত ২ থেকে ১৫ বছর আবার ৫০ এর বেশী বয়সীদের এটা বেশী হয়। ২ বছরের কম বয়সী শিশুদের সাধারনত হয় না।



প্রতিরোধ করার জন্য নাকে ভেসলিন জাতীয় জেল ব্যবহার করুন , হাতের নখ ছোট রাখাবেন, সব সময় এসির (ঠান্ডা ও শুস্ক ) বাতাসে থাকাবেন না ।

কোন শারিরীক সমস্যা ছাড়াই নাক দিয়ে রক্ত পড়তে পারে, অন্যান্য কারনের ভেতরে আছে নাকের ইনফেকশন, নাকের হাড় বাঁকা থাকা, ঠান্ডা ও শুস্ক আবহাওয়া, আঘাত বা নাকের হাড় ভেঙ্গে যাওয়া, রক্তের সমস্যা, কিডনীর সমস্যা, লিভারের সমস্যা এবং মদ্যপান। ব্লাড প্রেশারের বাড়ার সাথে এর সম্পর্ক নেই।







নাক দিয়ে রক্ত পড়লে প্রথমেই সামনের দিকে ঝুকে বসুন তারপর নাক দুই আঙ্গুলে ১৫ -২০ মিনিট চেপে ধরে রাখতে হবে, এ সময় মুখ দিয়ে শ্বাস নিন। না কমলে নাকের উপর বরফ ( আইস প্যাক) চেপে রাখতে হবে। এতেও না কমলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তবে মনে রাখবেন নাক দিয়ে রক্ত পড়ায় ভয়ের কিছু নেই।



সাবইকে ধন্যবাদ।

আমার ফেসবুক পেজ

মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১২

মাস্টার৭১ বলেছেন: ধণ্যবাদ শেয়ার করার জণ্য।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৮

হাসানুর বলেছেন: ছোট বেলায় আমার রক্ত পড়ত...মধ্যখানে প্রায় ১৫ বছর পড়েনি কিন্তু গত ৩-৪ দিন পূর্বে আবার শুরু হয়....২বার পড়েছে....আমার বাবারও ছোট বেলায় পড়ত কিন্তু এখন আর পড়েনা....ধন্যবাদ ।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩২

আমি ও যাযাবর বলেছেন: ওহে ডাক্তার , কেমন আছেন

আমাকে একটি পরামর্শ দেন , আমার এক ভাই স্লিপ ডিসটার্বনেন্স এ ভুগতেছে গত ৮ মাস ধরে , এ ৮ মাস সে রিভোট্রিল ০.৫ এমজি খেয়ে যাচ্চে তার ফলে ৫-৬ ঘন্টা ঘুম হয় । ছেড়ে দিলে প্রেসার বেড়ে যায় এবং ঘুম হয় না । ঘুমের পরিমান ৩-৪ ঘন্টায় নেমে আসে ।

এ জন্য কি করা যায় , সম্বভত ডিপ্রেসন / টেনশন থেকে এমন হচ্ছে । কোন ডাক্তারের পরামর্শ নেয়া যায় ? এই ব্যাপারে আপনার পরামর্শ কি

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৪

রাফিম্যান বলেছেন: ধন্যবাদ ডাক্তার সাহেব। আমি তো মনে করতাম বাংলাদেশের ডাক্তাররা রোগী দেখা ছাড়া অন্যকোন কাজ (যেমন ব্লগিং) এ সময় নষ্ট করে না। ....যাইহোক আপনা কাছে আরো এধরনের পোষ্ট আশা করছি।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪৭

ভজঘট বলেছেন: ঘুষা ঘুষি কর্বেন্না-নাকও ফাডবেনা, রক্তও পর্বেনা।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০৭

পোল স্টার বলেছেন: প্রায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পরে মুখ ধোয়ার সময় নাকের ভিতরে জমাট বাধা রক্ত পাই
আমার ঠাণ্ডার কিছুটা সমস্যা আছে , যেমন ধুলাবালিতে গেলেই ( যখন দেশে থাকি ) আমার নাক বন্ধ হয়ে যায় আর গলায় ইনফেকশন হয়
আর আমি সবসময় ই এসির মধ্যে থাকি
শিপে জব করি তো তাই এটার মধ্যেই থাকতে হয় , উপায় নাই :(
আমার সমস্যাটার জন্য কি করতে পারি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.