নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বেঁচে থাকার আদব\"

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম

আমি একজন সাধারণ মুসলমান। ভালবাসি ইসলামী জীবনযাপন। আমার জীবনের লক্ষ্য মাওলা আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন করেই এই রংতামাশার ভুবন, মুসাফিরখানা ছেড়ে আমাদের আসল বাড়ি কবর, হাশর, পুলছেরাত হয়ে জান্নাতের পথে পাড়ি দেয়া। দীর্ঘ পথ। কিন্তু পথের রসদ কম। অবশ্য কম হলেও দামী। এর নাম নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। আমি চাই আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আমার পরিবার, বন্ধুমহল, পাড়া-প্রতিবেশি, সমাজ, রাষ্ট্র, অতঃপর দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে, কিয়ামত পর্যন্ত ছড়িয়ে দিতে। কারণ ইসলাম পেয়ে আমি খুশি। আমার মনে আনন্দ। আমার স্ত্রীর মনে, আমার বাচ্চার মনেও আনন্দ। আমার সুখ, আমার আনন্দ আমি সকল মানুষের সাথে শেয়ার করতে চাই। মানুষ কেন কষ্টে থাকবে? মানুষকে কষ্ট দেয়ার জন্যতো রব্বুল য়ালামীন মানুষ সৃষ্টি করেন নাই। তুমি আল্লাহর হুকুম মান, নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে চল তাহলে শান্তি পাবে, সম্মান পাবে, সব পাবে। আর যদি না মান তাহলে আমি তোমাদের জন্য এক মহাশাস্তির আশংকা করতেছি। সিম্পল এ কথাটাই আমি মানুষের কাছে পৌঁছাতে চাই। যাহোক আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে কি আমি কোন বুদ্ধিজীবীর কাছ থেকে, আমার স্কুল কলেজ মেডিকেল কলেজের কোন শিক্ষক অথবা বন্ধু, শার্ট পেণ্ট পরা আধা ইংরেজ আধা বাংলা কোন লোকের কাছ থেকে আমি আমার জীবনের ভালো কিছুই শিখিনি। যাকিছু আমার জীবনে কল্যাণকর ও সুন্দর আমি পেয়েছি, অন্তরের প্রশংসা মানুষের কাছ থেকে যতটুকু পেয়েছি সবকিছু আমি মসজিদ থেকে, দ্বীনী প্রতিষ্ঠান থেকে, হুজুরদের থেকে, নায়েবে রসূল আলেম ওলামা ও চার আনার মোল্লাদের কাছ থেকে শিখেছি। জাহান্নামের পথ থেকে তারা আমাকে জান্নাতের পথ চিনিয়েছে। আলেমতো হতে পারবনা। কিন্তু সারাজীবন আল্লাহ, আল্লাহর রসূল ও নায়েবে রসূলদের গোলাম হয়ে থাকতে চাই। আর এর বরকতে যদি রব্বুল য়ালামীন কুরআন শরীফের নূরওয়ালা একটু জ্ঞান আমাকে দান করেন তবে আর কিছুই চাইনা।

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আমার মেয়ে 'মুনতাহা' প্রথম আজকে পড়তে গেল•••••

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

আমার মেয়ের নাম সিদরাতুল মুনতাহা। বয়স ৫ ছুঁই ছুঁই। আজ আমার মেয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রথম দিন। আল্লাহর অসীম মেহেরবানিতে দ্বীনী শিক্ষার মাধ্যমেই পড়ালেখাটা শুরু হলো। আমাদের মহল্লায় একজন বিদূষি আপা আছেন। তার মাদ্রাসায় দিলাম। য়ালেম উলামাদের সাথে পরামর্শ করে নিয়েছিলাম আগেই। তার কাছ থেকে অনেক বাচ্চারা আল্লাহর রহমতে হাফেজ হয়ে বের হয়েছে। তারা এখন আমাদের মসজিদে তারাবিও পড়ায়। কিছুদিন আগে এক অন্ধ মেয়ে তার কাছ থেকে হাফেজা হয়ে বের হলো। গত দু' তিন বছর থেকে আমার বাচ্চার মা-ই পড়াচ্ছিল। আমি প্রয়োজনীয় প্রাথমিক বইগুলো লিখে দিয়েছিলাম। কম্পিউটারে কম্পোজ করে লেমিনেটিং করে দিয়েছিলাম।



এতদিন ধরে ওগুলোই পড়ত। অ আ ১ ২ এসব। আর কিছু নূর। ক-তে কুরআন, কুরআন পড় মহব্বতের সাথে। খ-তে খেদমত, খেদমতে আল্লাহ রাজি। বেশ কয়েক বছর আগে দেখেছিলাম এক মা তার বাচ্চাকে পড়াচ্ছে, ই-তে ইঁদুর, ইঁদুরছানা ভয়ে মরে। ও জিনিস পড়ার চাপে বাচ্চাটাই যেন ভয়ে মরছিল। আমি লিখে দিলাম, ই-তে ইসলাম, ইসলাম কবুল কর। যা ইনশা'আল্লাহ আপনাদের সাথে অচিরেই শেয়ার করব।



ইউনিসেফের অর্থায়নে পরিচালিত বাচ্চাদের ইনজুরি ও মানসিক স্বাস্থ্য বিষয়ে একটি প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর হিসেবে কাজ করতে গিয়ে শিখেছিলাম বাচ্চাদের ছোটবেলার শিক্ষা তার বড়বেলাকে কিভাবে প্রভাবিত করে। ওরা অবশ্য বাচ্চাদের মানসিক স্বাস্থ্য সমৃদ্ধ করার জন্য নাচ, গান, ছড়া শিখাত। পরে আমি চাকরিটা ছেড়ে দেই। আমাদের এত সমৃদ্ধ ইসলামি শিক্ষা থাকতে অর্থহীন পড়ালেখা কেন? যে ছেলে বা মেয়ে অ-তে অজগর শিখে, আর হাট্টিমা টিম টিম শিখে তাকে যদি বড়বেলায় বলা হয় সন্ত্রাস করোনা, দুর্নীতি করোনা, নেশা করোনা, সে শুনবে কেন? তার মূল সফটওয়ারেতো এ বিষয়গুলো ছিল না।



যাহোক আমার বাচ্চাটার আজকে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রথম দিন। আপনারা সবাই ওর জন্য দু'আ করবেন। লেখাপড়াটা যেন ওর জন্য হেদায়েতের নূর হয়। আল্লাহ রব্বুল য়ালামীন যেন দুনিয়া ও আখিরাতে ওর জন্য শান্তির ফয়সালা করেন। সবাই বলুন, ফী আমানিল্লাহ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ রব্বুল আলামীন যেন দুনিয়া ও আখিরাতে ওর জন্য শান্তির ফয়সালা করেন।

আমিন।

২| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

সুমাইয়া আলো বলেছেন: ভাল লাগল শুনে। ;)

৩| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৫৩

টাবলীগহেপী বলেছেন: ফী আমানিল্লাহ।
Salam & Respect to you.

৪| ০৭ ই জুন, ২০১৪ রাত ৯:২৯

একজন ঘূণপোকা বলেছেন:
আল্লাহ্‌ তাকে আদর্শ মানুষ করে গড়ে তুলুক :)

৫| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩৩

মোমের মানুষ-২ বলেছেন: আল্লাহ রব্বুল আলামীন যেন দুনিয়া ও আখিরাতে ওর জন্য শান্তির ফয়সালা করেন।

আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.