নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Mohammd Mahamud Reza Sajiv (Facebook link- https://www.facebook.com/MohammadMRSajiv)

ম েরজা

সত্যের পথে চলি দুর্বার

ম েরজা › বিস্তারিত পোস্টঃ

ইসলাম ও অসঙ্গতি

২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৬


আমরা যদি ইসলাম ধর্মকে অন্য প্রধান ধর্মগুলর ( হিন্দু, খ্রিস্টান, এহুদি,) সাথে তুলনা করি তাহলে আমরা অন্যতম প্রধান যে সুবিদাটা দেখতে পাই তা হচ্ছে এটার উদ্ভবের সময়টা | এই অন্যতম ধর্মগুলোর মধ্যে সবার শেষে ইসলাম ধর্মের আবির্ভাব, এর কাড়নে এটি আধুনিক সময়ের কিছুটা কাছাকাছি, যার ফলে ইসলাম ধর্ম অন্য সকল ধর্ম থেকে অনেক খানি যুক্তিসম্পুন্ন এবং সাথে সাথে অনেক বেশি অসহিঞ্চু অন্য ধর্মের প্রতি, আর যার প্রতিফলন আমরা তাদের অনেক অনুসারীর মাযেও দেখতে পাই.

ইসলাম আবির্ভাব হওয়ার পর এই পৃথিবীতে চৌদ্দ শতক অতিবাহিত হয়েছে এবং এর সাথে সাথে আমরা জ্ঞান, বিজ্ঞান আর যুক্তিতে অনেক বেশি এগিয়ে গেছি। যদিও ইসলাম আবির্ভাবের সময় থেকেই মানবজাতি ধীরে ধীরে যাদু, অলৌকিক ক্ষমতা এইসকল বেপার গুলিকে প্রশ্ন করছিল এবং তারা যুক্তিনিরবর হয়ে পরছিল । আর এর ফলে সঙ্গত কাড়নেই কোরান কে ওইসময়ের জন্য যুক্তিগত করাটা আশাতিত ছিল । অন্যদিকে আমরা যদি অন্য প্রধান ধর্ম গুলির দিকে তাকাই তাহলে দেখতে ওই ধর্ম গুলির আবির্ভাবের সময় মানবজাতি অনেক বেশি সাদাশিদা ছিল। কাজেই ইসলাম আধুনিক সময়ের কিছুটা কাছাকাছি হউয়ার কারনে এবং ওই সময়ের মানুষ দের চিন্তা চেতনার উন্নয়নের কারণে এই সুবিদাটা ইসলাম ধর্মের ছিল যেটা কিনা অন্য ধর্ম গুলর ছিল না।

এখন যদি আমরা ইসলাম ধর্মের প্রধান গ্রন্থ কোরানের দিকে লক্ষ্য করি, যেটা কিনা বিশাল একটা সম্প্রদায়কে উপস্থাপন করে এবং যার মাধ্যমে এই বিশাল একটা সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এর অন্য প্রধান ধর্মগুলির প্রধান গ্রন্থগুলিকে খণ্ডন করার সুবিধা যেটা কিনা অন্ন ধর্মগ্রন্থ গুলির ছিল না । এবং এই সুবিধাকে কাজে লাগিয়ে কোরআন যে সুদু অন্য ধর্মকে খণ্ডন করেছে তা নয়, অন্য ধর্মগুলিকে অপমান করা, উপহাস করা, অন্যের বিশ্বাসে আঘাত ও আক্রমণ করেছে।

স্বাভাবিক ভাবেই কোরানের ওই সকল উপহাস/আঘাত করা আয়াত গুলি অন্য ধর্মের অনুসারীরা আক্রমণাত্মক হিসেবে নিতেই পারে। কিন্তু তারপর ও দেখা যায় যে বেশিরভাগ অন্য ধর্মের অনুসারীদেরকে ইসলাম ধর্মের অনুসারীদেরকে সম্মান করতে, তাদেরকে তাদের ধর্ম পালন করতে দিতে এমনকি তাদের নিজেদের দেশেও। কিন্তু যখন কোনকিছু ইসলামের বিপক্ষে যায় সেটা কিন্তু ইসলাম ধর্মের অনুসারীরা খুব বেশি আক্রমণাত্মক ভাবে নেয় । উধাহরনসরূপ আমরা চার্লি হেব্দর ঘটনাটাকে দেখতে পারি এবং এইরকম অসংখ্য উদাহারন আমাদের চারপাশ থেকে ।



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৯

কবি এবং হিমু বলেছেন: আপনার মনে হয় ইসলামের ইতিহাসটা ভাল মতো জানা নেই।কোন কিছু লিখার আগে ভাল করে জানতে ও পড়তে হয়।নাকি আপনি জনপ্রিয় হতে চান?কারন ইসলাম নিয়ে খারাপ কিছু লিখলেই নাকি দেশে আজকাল হিট।হিরো আলমের মতো আর কি।নাকি আমেরিকা যাবার চিন্তা।আপনার নাম টা ভাল মতে পড়তে পারলাম না।ভাই বলে ডাকবো নাকি দাদা?আগে ভাল করে একবার ইসলামের ইতিহাসটা পড়ে আসুন তো

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৭

ম েরজা বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। লেখাটা কাওকে আঘাত করার উদ্দেশে না ।সুদুমাত্র সচেতনতা বাড়ানর জন্য ছিল।

২| ২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪০

এম এ কাশেম বলেছেন: গর্দভ নিয়ে আলোচনা হয়
কিন্তু গর্দভের সমালোচনা হয় না।

গর্দভ যদি জানতো তাকে সবাই কেন গর্দভ বলে
তবে সে তো গর্দভ থাকতো না - মুক্তমনা হতো
মুদ্রার এপিঠ ওপিঠ।

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৯

ম েরজা বলেছেন: আপনার জন্য লালন ফকিরের গান ‘এসব দেখি কানার হাট বাজার’

৩| ২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩০

বাবাজান বলেছেন: কিরে ব-ল-দ.. ; কবে থেকে এই ব্যাপসাই নামলি...

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৫

ম েরজা বলেছেন: বুদ্ধিজীবী ভাই আপনাদের দোয়াএ শুরু করলাম আর কি! আপনারা সাথে থাকলে অনেক দূরে যাব আশা করি।

৪| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৮

বিবেক ও সত্য বলেছেন: সত্য বলেছেন

৫| ২৫ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:১১

অরক্‌স বলেছেন: আপনি কি ভাবছেন ইসলাম সবচেয়ে নবীন ধর্ম?

ইসলামের আবির্ভাব কবে সেটা ভালো করে জেনে লোকের সচেতনতা বৃদ্ধি করতে আসবেন। আদম (আ) এর ধর্ম যা, ইবরাহীম (আ), মুসা (আ) ও ঈসা (আ) এর ধর্ম ও তা। আর সকলের ধর্মের পূর্ণতা এসেছে মুহাম্মাদ (সা) এর মাধ্যমে। স্বভাবতই কোরআনে পূর্ববর্তী সকল ধর্মগ্রন্থের ব্যখা খণ্ডিত হয়েছে।

না জেনে পোস্ট করাটা আপনার মত কিছু ইসলাম বিদ্বেষীর নিত্যদিনের কর্মের অনুষঙ্গ হয়ে উঠেছে।

আপনি হয় মুসলিমের ঘরে জন্ম নেয়া পাপ অথবা বিধর্মীদের মাঝ থেকে উঠে আসা কিছু কুকুরের লেজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.