![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
16এপ্রিল আজ।ঐতিহাসিকভাবেই কোনো পরিকল্পনা ছাড়াই উৎসাহের বশবর্তী হয়ে জীবনের প্রথম ব্লগ রেজিস্ট্রেশন করলাম সামহো ব্লগে।খুব ভাল লাগছে আজ ,আমি বংশের প্রথম ব্লগার।এর আগে ব্লগ পড়েছি এবং শুনেছি অনেক কিছু শিখেছি অনেক উপকার হয়েছে।আজ থেকে নিজেকে জানার বোঝার পাশাপাশি অন্যকে জানতে ও বুঝতে আর আমার মাথার বন্দি আইডিয়ার মুক্ত প্রকাশ করতে নিজেই ব্লগ লেখার শুভসূচনা ঘটালাম।অনেকদিন থেকেই ভাবছিলাম কিন্তু সিরিয়াসনেস কাজ করছিলনা তাই একটু দেরি হয়ে গেল বলা চলে।থাপ্পর খেয়েও হাসি পায় তাই অন্যরাও আমাকে পাগল বলে দূরে সরে যায়।এত লোকের ভীড়ে কী না কী লিখব ভয় পাচ্ছে তবুও থতমত করে লিখে ফেললাম।ব্লগিং জিনিসটাই নতুন তাও আবার মোবাইল থেকে ব্লগিং থেকে। আশা করি সামনের দিনগুলোতে অনেক মজা করে লিখতে পারবো আর হাসাতে পারবো সবাইকে।আর লেখতে পারছিনা আঙুলগুলো কেমন জানি নড়বড় করছে।সবাই দোয়া করবেন আমার জন্য।
©somewhere in net ltd.