![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাখবোনা এই হাত অন্য কারো হাতে,
চলবোনা ওই পথ অন্য কারো সাথে,
বসবোনা অন্য কারো পাশে,
যদি তুমি না আসো ফিরে।
সত্যি বলছি !
আমি আর ভালবাসবোনা অন্য কাউকে।
মেটাবোনা তৃষ্ণা অন্য কারো ঠোঁটে
যদি তুমি না এসো ফিরে।
তোমাকে ছাড়া বিষন্ন আমি
একলা আমি
বড় বেশি ছন্নছাড়া।
কথা দিচ্ছি আজ থেকে বদলে যাবো এই
আমি,
হয়ে যাবো তোমার আমি।
তারপরও কী রাগ্ করে থাকবে তুমি ?
বলবেনা ভালোবাসি !
মাখবোনা জ্যোত্স্না রাত,
কিংবা স্নিগ্ধ রোদ,
দেখবোনা চাঁদ,
আগের মতো আর করবোনা দেরি,
সময়মত ফিরবো আমি
আর রাগাবোনা তোমায় !
বললাম তোহ স্যরি !
তুমি তোহ জানো তোমাকে ছাড়া অচল
আমি,
তোমাকে ছাড়া বাঁচবোনা আমি,
রাগ্ নাহয় তোমার উপর একটু
করি বটে,
তাই বলে কী রেখে যাবে আমায় শূন্য
তটে?
তুমি না বুঝলে
বুঝবে কে হৃদয়ের ব্যাথা?
প্রতিরাতেই ভাবি তোমার কথা,
জ্বর আসলেই জড়িয়ে ঘুমাই কম্বল
কাঁথা,
তোমার জন্য শিউলী ফুলের
মালা গাঁথি,
ভেবোনা ভুলে গেছি
এখনও কিন্তু তোমার'ই আছি !
আর বুঝিনা কিছু বুঝিনা
তোমাকে বিশ্বাস করি আমি
শুধু তোমাকেই
ভালোবাসি ভালোবাসি !
রাগ্ করে আর থেকোনা তুমি
ফিরে এসেছি
ফিরে এসো তুমি !
স্বত্ব : ডি . এস সৌরভ কর্তৃক সর্বস্বত্ত
সংরক্ষিত। অনুমতি ব্যাতিত প্রকাশিত
কোনো লেখা বা অংশবিশেষ
প্রচার বা প্রকাশ করা যাবে না।
©somewhere in net ltd.