![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানেনা মন ঘুমায় সারাক্ষণ
ইচ্ছে হয়,চলে যাই সুন্দরবন।
হবো টারজান ।।
ঘুরবো গাছে গাছে
ঘুরবোনা অন্য কারো পিছে
একলাফে যাব উঠে মগডালে ।।
মন চাইলে খাব বাদাম কলা
হয়ে যাব রাজা ।।
যদি সে বনে না থাকে সিংহ মামা ।।
দেখাব বাহাদুরী
বুঝাবো আমি বান্দর কত ক্ষমতার অধিকারী ।।
চুলকাবো গা
বেরুবে গন্ধ
তুলবো সঙ্গীর উকুন সারা বেলা ।।
থাকবেনা জ্বলন্ত আগুন
পুড়িয়ে খেতে হবেনা বেগুন।
টপকাবো শুধু ডালপালা
টপকাতে হবেনা আমাকে ট্রাফিক জ্যামের মেলা
নাই সময়ের তাড়া
আহা সে কি মজা।
হয় আফসোস !
কেন হলাম না বান্দর
আমি কী কম ধুরন্ধর ?
নাকি কম সুন্দর?
চিৎকার চেঁচামিতে ফাটাবো সবার কান
সব বান্দরেরা হাততালি দিয়ে বলবে
বাহ্ খুব সুন্দর হচ্ছে তোমার গান ।।
ধরে কান
দিবে টান ।।
দিবে কানমলা
প্রতি বিকেল বেলা।।
লাইফ হবে বিন্দাস থাকবেনা কোন ঝামেলা ।।
এ ডাল থেকে ও ডালে থাকবো ঝুলে
ঝুলতে হবেনা বাসে চড়ে ।
হতাম যদি চিড়িয়াখানার বন্দি বানর
প্রেমিক প্রেমিকেরা ভালোবেসে
মাথায় হাত বুলিয়ে না জানি করত কতই না আদর !
শীতে গায়ে দিতাম চাদর ।
ইশশ্ কেন হইলাম মানুষ ?
যদি হতাম বান্দর
লাইফটা হত আরো সুন্দর।।।
-ডি . এস সৌরভ কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত। বিনা অনুমতিতে প্রচার বা প্রকাশ করে ব্যক্তিচিন্তা ধারাকে পুঁজি করে উম্নাদনা তৈরি করে কুড়াল কোপানোর ট্রাই করবেন না।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১
ডি.এস আলম সৌরভ বলেছেন: নিজের ই হাসি পাচ্ছে ।