![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি খাওয়ালেই খাই
তোমার হুকুমেই পাখির ডাক শুনতে পাই ।।
তোমার রহমতের বৃষ্টিতে কৃষক ফসল ফলায়
খরস্রোতা নদীতে মাঝি নৌকা চালায় ।।
তোমার করুণায় কাটে প্রহর
তাই সকল প্রশংসা তোমার জন্য
তুমি ছাড়া বাকি সবাই অযোগ্য
তুমি এক অদ্বিতীয়
তুমি মহান মালিক
তোমার দেওয়া আলোয় আলোকিত ভূবন
আর আমরা গোলাম
তুমি মহান আল্লাহ্তালা ।।
তুমি দিয়েছে জীবন বিধান আল-কোরআন
যা দেয় যাবতীয় সমস্যার সমাধান
আঁকড়ে ধরে আছে শত কোটি শান্তিপ্রিয় মুসলমান ।।
তোমার গুণের কী শেষ আছে ?
সে সব কথা কী করে করি আমি ক্ষুদ্র মুখে বর্ণন ।।
©somewhere in net ltd.