নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌরভ

ডি.এস আলম সৌরভ

ফুলটাইম ঊদাস

ডি.এস আলম সৌরভ › বিস্তারিত পোস্টঃ

কবিতা-চিনলাম না তোমারে

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭

কে দাঁড়ায়ে দূয়ারে ?

চেনা চেনা লাগে !

কী জানি বাপু

চিনলাম না তো তোমারে !



জানলে কী করে আমি চলে যাচ্ছি ?

নাকি উৎসাহের তাড়নায় আগমন আমার অকাল বেলায়?

চেনা চেনা লাগে !

চিনলাম না তো তোমারে ?

আমিই চিনিনা আর তুমি চিনলে কী করে ?



শেষ বেলা নষ্ট করোনা সময়

তাড়াতাড়ি বলো

যন্ত্রণায় ছটফট পাঁজর

এ বিদায় বেলায় আর নাহি সয়।

দাও বিদায় হে চির অচেনা

তোমার মুখের কথা জমিয়ে রাখো

ওপারে এসো

কপালে থাকিলে বলিব কথা ।

মেটাবো আশা

গভীর নেশায়

গভীর ভালোবাসায় ।।



এ কী অবাক হায়

এত কথা বলিতেছি কাহারে ?

অচেনা অতিথি দূয়ারে !

সত্যি করে বলো আমায়

তুমি কে ?

আমি চিনলাম না

কী করে চিনলে আমারে ?

দাও বিদায় হে মোর অচেনা !

আজ শেষ

এটাই শেষ

আর কথা হবেনা !



-ডি .এস সৌরভ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.