![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যটা যদি জেনে যাও কখনও
তখনও কী আমাকে ভালো বাসবে?
.
.
যখন জানবে আমি বলতে আসলেই কেউ ছিলনা ।
.
সবটুকু তোমার কল্পনা ।
কিছু ছবি কিছু কথা
আর কৃত্রিম ভালোবাসা ।
সবই তোমার ভালোলাগা ।
তখনও কী খুঁজবে আমাকে ?
.
মায়ার বাঁধনে ডাকবে কী ?
চলে গেছি অনেক আগে !
যখন জানবে এপারে নেই আমি?
অবাক ক্লান্ত চোখে পানে চেয়ে
অপেক্ষার প্রহরের ধারাপাত করবে কী মুখস্ত ?
..
আদর করে পাগল বলবে
মনে মনে হাসবে
নাকি কাঁদবে
সেসব স্মৃতি জড়িয়ে?
..
আর্তনাদের বিলাপে অভিশাপ দেবে কী প্রতারক বলে ?
সন্ধাতারায় মিশে থেকে দেখব আমি লুকিয়ে
সব প্রশ্নের উত্তর সাজিয়ে
থাকবো অপেক্ষায় ওপারে ।
©somewhere in net ltd.