![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারবার কেন আগুন লাগে ?
কেন ধ্বসে পড়ে ভবন ?
ঐ সাভারে !
কেন লাশের গন্ধ পাওয়া যায় সংবাদের কাভারে ?
..
কী মায়াই না লাগে আমার ;
আহারে ! আহারে ।।
চারিদিকে কান্না আর লাশ
মোরা যেন ভাবলেশহীন পিশাচ্!
..
টি-শার্টে পারফিউম ছিটায়ে ভাবি নিজেকে আমি আধুনিক মানব ,
আসলে আমরাই প্রকৃত দানব ।
সভ্যতা দিয়ে কিনেছি মানবতা
প্রাণের দামেও মূল্যহীন স্বাধীনতা ।।
..
পঁচা লাশে অক্সিজেন আর পানি
ওদের জীবন কতটা দামী ??
মূল্য টাকা ১২০
দরাদরিতে গিয়ে দাঁড়ায় হাজার ত্রিশ ।।
জল কাঁদার ঘরে মাকড়াষার জাল
টিকলোনা আর দুটো সকাল ।
আর্তনাদের অভিশাপে চাপা শত প্রাণ
শ্রমিকের সহজ আকুতি বাঁচাতে না পারলে আমাকেও মেরে ফেলান ।।
..
মন্ত্রী বলেন,ভবন তো এমনিতে পড়বেনা !
নিশ্চয়ই কেউ করেছে নাড়াচাড়া?
প্রধানমন্ত্রী বলেন,অন্যায়কারী যেই হোক পার সে পাবেনা
আমারাও আশাবাদী
হতাশ হবনা।
..
সময় গেলেই কমবে প্রিয়জনের প্রতীক্ষা
নিতে হবে প্রস্তুতি
এখনো অনেক বাকি
দিতে হতে পারে এর চেয়ে কঠিন পরীক্ষা।।
..
কিন্তু প্রশ্ন বদলাবেনা আবার চোখ ভিজবে
ব্রেকিং নিউজের লাল রঙা স্টিকারে
আর অস্ফুট স্বরে উঠবে বলে
"বারবার কেন আগুন লাগে ?
কেন ধ্বসে পড়ে ভবন ?
ঐ সাভারে !
কেন লাশের গন্ধ পাওয়া যায় সংবাদের কাভারে ?
ওরা কী মানুষ না ?
©somewhere in net ltd.