নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌরভ

ডি.এস আলম সৌরভ

ফুলটাইম ঊদাস

ডি.এস আলম সৌরভ › বিস্তারিত পোস্টঃ

চলো ভিজি বৃষ্টিতে

২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

:অ্যাই ছেলে তুমি কী কর এখানে ?

ছাদে উঠেই মিতুর প্রশ্ন শুনে তদ্বা,বলে কী ?মিতু আমাদের ফ্ল্যাটের নীচতলার বাসিন্দা,ওরা আমাদের আগে থেকে এ বাসায় থাকে।দেখতেও মিতু মেয়েটা অসম্ভব সুন্দর ,বিল্ডিং এর নিচে প্রায় প্রেমময় যুবকদের সারিবদ্ধ লাইন দেখা যায় যারা মিতুকে একপলক দেখার অপেক্ষায় সারাদিন রাত দাড়িয়ে থাকে তারা।সহজভাবে রুদ্ধশ্বাসেই উত্তর "নাহ এমনি এলাম আর কী,আকাশ দেখতে,এক বাসায় একটাই আকাশ তাই এই আকাশ ছাড়া আর কোথাও দেখার সুযোগ নেই" ।এবার স্বাভাবিক ভাবে মিতু"বাবারে এত প্রেম,আকাশের প্রতি? আকাশ না দেখলে হয়না",বিরক্তিকর এসব কথা শুনে বলেই ফেললাম "নাহ হয়না ,আর যে চেহারা আমার তাতে বোবা প্রকৃতি ছাড়া আমাদের কে লাইক করবে , বলুন ?, 'আমি তো আর আপনার মত সুন্দরী নই যে ,আমার জন্য ভালোবাসা ,,..."কথার মাঝখানে থামিয়ে মিতু "আচ্ছা বাদ দিন,বাই দা ওয়ে আজকের আকাশটাও কিন্তু অনেক সুন্দর,কত সুন্দর আর নীল লাগছে,আপনি আমাদের ছাদের টবে লাগানো গোলাপগুলো দেখেছেন?ওগুলোর যা মিষ্টি ঘ্রাণ আপনি থেকে এবার মিতু নেমে এল ডাইরেক্ট তুমিতে।চলেন ওদিকটাতে যাই দোলনাতে বসে গল্প করা যাবে"।খোলা চুলে কোন মেয়েকে এত সুন্দর লাগে?অবাক চোখে কী মায়া,বাকপটুতার ফুলঝুরিতে নিজের মাঝেই কেমন জানি লাগলো।আচ্ছা মিতু আপনার এসব ভালোলাগে আকাশ,বাতাস,গোলাপ?।এই সাদাত তোমাকে না বললাম আমাকে তুমি করে বলো।হতকচিত হলাম ,না তোমার এসব ভালোলাগে ?দোলনায় ততখনে দোলা দেওয়া শুরু করেছে মিতু।বেশ ভালোই লাগছে মিতু নামের সুন্দর মেয়ের পাশে বসে দোলখাওয়াটাও অনেকটা ভাগ্যের ব্যাপার।মিতু তুমি প্রেম করোনা ?তোমার জন্য যে এত ছেলেরা দাড়িয়ে থাকে আর তুমি একা একা আকাশে উড়ে বেড়ানোর চেষ্টা করো।খানিকটা ইতস্তত অসহায়তার সুরে "না ,তুমি জানোনা হয়ত ঐসব ছেলেরা তো আমার রূপে পাগল কিন্তু সাদাত এটা জানো কী!প্রেম ভালোবাসায় মন ছাড়া হয়না ,ওরা আমার মন চায়না , ভালোবাসাও চায়না ,চায় অন্যকিছু! ; হুম মিতু মেয়েটা তো আসলেই সুন্দর নয় সে অপরূপ সুন্দর কারন যার মনটাই এত সুন্দর তাকে খালি সুন্দর বলা যাবে না।আপনি ঠিকই বলেছেন মিতু আপনার মন ও অনেক সুন্দর আপনিও অনেক সুন্দর।এবার লজ্জা পেয়ে গেল বোধয় মিতু ,মুখটা নিচু করে বলে তাই না,তুমি ও সুন্দর? ঐ দেখ সাদাত দুটো পাখি আকাশে উড়ছে ওরা কত সুন্দর।চলোনা আমরাও উড়ে যাই ? নিজের অজান্তেই বলে ফেললাম চলো উড়ে যাই।দুজন দুজনের দিকে তাকিয়ে এবার দুজনেই হেসে হাত রাখি ওর হাতে ।জীবনে এর চেয়ে ভালো অনুভুতি আছে বলে মনে হয়না।মিতুকে কেন জানি ক্লান্ত লাগছে,চলো চলে যাই বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে ।মিতু বলে তুমি না ভিজলে আমি একাই ভিজবো ,আজকের বৃষ্টিতে প্লীজ ভিজি আসো সাদাত।তার পরেই নামলো বৃষ্টি ,সন্ধ্যার প্রাককালের এই বৃষ্টির আলোড়নে হারিয়ে যাবার অপেক্ষা।আজ থেকে প্রতিটা বৃষ্টিতেই আমি তোমার সাথে ভিজব মিতু।মিষ্টি হাসি দিয়ে বলে মিতু , হুম চলো ভিজি। সময় গড়িয়ে আজ থেকে ৪ বছর আগে ভেজার বৃষ্টির কণাগুলো মিতুর মুখে এখনও ভালোবাসার সাক্ষী হয়ে আছে।আজ ১৮ই শ্রাবণ আজও তারা একসাথে ভিজেছে।ভালোবেসে তারা প্রতিটি বিকেলে তারা আকাশে ওড়ে একসাথে।গোলাপের সুগন্ধ আজও তাদের প্রেমে মাতায়।জীবনটা অনেক সুন্দর আসুন ভালোবাসি।

.

.

-ডি .এস সৌরভ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.