![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্মৃতির দেয়ালে একটা ছবি
বারবার দেখি
মুখ ফিরিয়ে নিয়েও চোখ পড়ে
সকাল কিংবা সাঁঝে
.
.
প্রশ্নজাগে সে কী আমায় ভালোবাসে ?
তাহলে কেন দূরে থাকে ?
কেন আড়ালে মুচকি হাসে ?
নাকি ছলনার ফিকির ফন্দি
মায়ার প্রেমে বন্দী !
যদি ভালোবাসে বলতে কেন পারেনা ?
সে কী আমায় ভালোবাসেনা ।
নাকি খোঁজে সুযোগ
আমি দেইনা !
.
.
সব বুঝেও বোঝনা
কেন এই খেয়ালীপনা !
আমি কী তোমায় ভালোবাসিনা?
যদি ভালোবাসো,ফিরে এসো
নইলে আর ফিরবোনা ।
সত্যিকারের ভালোবাসায় বাঁধবো নিজেকে ভেবে নেবো তুমি করেছো আমার সাথে প্রতারণা ।।
.
.
-ডি .এস সৌরভ
©somewhere in net ltd.