![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হা হা হা করে হাসি বারবার
জগতে দুঃখী মানুষ নেই আর
সুখে থাকার কারবার
সেই স্বপ্ন সাধনার নিমগ্ন
ডাক্তার কুমোর চামার
শোকার্তের হাহাকার
অসহায় চিৎকার
রাজনৈতিক আলোচনার বিতর্কে ফুৎকার
অতিষ্ট মন সবার ।
বলে সবাই ,
বড় বাবুরা থামুন প্লীজ
মুখে ঢালবো বিষ,
এবার
নইলে করবো ত্যাজ্য তিরষ্কার
তবুও বেহায়াদের মুখে হাসি
লজ্জা হয়না কোন শালার ।।
-ডি .এস আলম সৌরভ
©somewhere in net ltd.