![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতটা ভালোবাসি কখনো বলিনি !
জিজ্ঞেস করিনি তুমি কেমন আছো !
করেছি নূন্যতম শ্রদ্ধা
সেরেছি দায়ভার
জানতো চাইনি কেন আজ তোমার মন খারাপ ।
বৃষ্টিতে ভেজার কথা তোমাকে বলিনি
করিনাই অপেক্ষা
করেছি তোমাকে বিরক্ত
গুনিয়েছি প্রতীক্ষার প্রহর
মানসিক তীব্রতার জ্বালাভরা বেদনা বিলিয়েছি তোমার মাঝে
শুনেছি কথা মেনেছি আদেশ
রেখেছি প্রতিজ্ঞা
প্রতিশ্রুতি দিয়েছি করবনা প্রতারণা ।
কিন্তু কখনোই বলিনি কতটা ভালোবাসি
কখনোই দেখাইয়নি সে স্বপ্ন যে স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে ।।
-ডি.এস সৌরভ
©somewhere in net ltd.