নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌরভ

ডি.এস আলম সৌরভ

ফুলটাইম ঊদাস

ডি.এস আলম সৌরভ › বিস্তারিত পোস্টঃ

শুভ্র বালিকার জন্য অপেক্ষা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

শ্রুভ্র বালিকার কচি ঠোঁট দুটো অনেক মায়াময় । লিপষ্টিকের সাথে ল্পেটে যেতে ইচ্ছে জাগে । ক্লান্তিহীন চোখে প্রশ্নের নোনা জল । লাল শাড়িতে সুন্দরই লাগে । অভিমানের বাঁধভাঙা খড়স্রোতা জোয়ারে ভালোবাসার ডিঙা অসহায় । একটা টিপ হলে ভালো হত । রঙটা অবশ্যই লাল ।



আচ্ছা কিছু কি বাদ পড়ে গেল?



ও হ্যাঁ ! যেগুলো বাদ পড়েছে সেগুলো ইচ্ছাকৃত ।



অভিমানের সাগর সাঁতরে পার হতে চাইনা । কদমের ফুল খোঁপায় গুজে বকুলের গন্ধ শুঁকতে তো আমার ও মন চায়। চোখভাঙা ঘুমে পলকহীন চোখে র কোণার অশ্রু তো নিমিষেই মুছে ফেলা যায় , শ্রাবণের ঢল বুক দাপিয়ে রোদের আলোয় বাষ্প হয়ে মেঘে জমা হয় । অভিমানের জলকণা প্রতিনিয়ত শুকিয়ে জমা করে অনুরাগের নীল মেঘ । প্রাণহীন শহরে চেয়ে থাকে কালোমণি । আকুলতার বিশালতা তো গজ ফিতা দিয়ে পরিমাপের বিষয় নয় । শূনত্যর কুল কিনারা রোদের কিনারার মতই । একা চাঁদে জেগে থাকি তোমার প্রতীক্ষায় । তুমি ই তো স্বপ্ন দেখালে তুমি ভালোবাসতে শেখালে । তাই তো ভালোবাসিনা ,আছি তোমার অপেক্ষায় ।একদিন অভিমান সব ঝেড়ে ফেলে পাশে এসে হাত বাড়িয়ে বলবে চলো অবেলায় ভালোবাসতে শিখি । অপেক্ষায় রইলাম সেই দিনটির জন্য । ধ্বংসটাই শেষ আর শেষের শেষটুকু রূপকথা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.