![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'' বাবা বাবা বেলুন কেন আকাশে ওড়ে ? "
" অনেক কঠিন কোয়েশ্চেন ! হুম তবে এর উত্তর আমি জানি, কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবে তাহলে বলব "
"ওকে বাবা তুমি বলো আমি শুনবো, আজ কিন্তু আমাকে গ্যাস বেলুন কিনে দিতে হবে ! "
" আচ্ছা তাহলে শোন , বেলুন আকার-আকৃতিতেও অনেক রকমের হয় । ছোট হয় , বড় হয় আবার মাঝারি হয় । আবার কখনও অনেক অদ্ভুত আকৃতির ও হয় । অনেক রঙ এর হয় যেমন সাদা-কালো, হলুদ, নীল, লাল । রঙ বা আকৃতির জন্য বেলুন আকাশে ওড়ে না "
" উফফ আব্বু তাহলে কেন ওড়ে ? "
"বেলুন আকাশে ওড়ে তাঁর ভেতরের গ্যাসের কারণে । গ্যাস বেলুনকে আকাশে উড়িয়ে নিয়ে যায় । এই গ্যাস আলাদা রকমের গ্যাস , অনেক যত্ন নিয়ে এই গ্যাস তৈরি করা হয় । রঙবেরঙের বেলুন আকাশে উড়ে যায় আমরা তা দেখে উল্লাসে ফেটে পড়ি "
" হুম আব্বু তুমি তো অনেক কিছু জানো "
" এই গল্প থেকে কি শিখলে বাবু ?"
"নাহ আগে আমাকে বেলুন কিনে দাও বাবা তারপর বলব"
ছেলে রাতুলের হাতে বেলুন ধরিয়ে দিয়ে বাবা সাদেক এই গল্পের শিক্ষণীয় দিকগুলো বলতে থাকেন । জানো বাবু , বেলুনগুলো হচ্ছে মানুষের মত । মানুষ ও এই বেলুনগুলোর মত আকাশে উড়তে চায় কিন্ত তাঁরাই সাফল্যের আকাশে বেলুনগুলোর মত স্বতঃস্ফূর্তভাবে উড়ে বেড়ায় যাদের মাঝে ওই গ্যাস নামের আত্মবিশ্বাস থাকে অথবা যারা তা তৈরি করতে পারে । তিন বছরের ছোট্ট রাতুল বাবার কথাগুলো বোঝে না । সে হাতের লাল রঙের বেলুন নিয়ে খেলতে থাকে । হটাৎ গ্যাস বেলুনটা রাতুলের হাত থেকে ছুটে আকাশের দিকে ঊড়ে যেতে থাকে । এবার রাতুল বাবার দিকে সীমাহীন আনন্দের সাথে বলতে থাকে । দেখ বাবা ,দেখ । বেলুনটা একাকী আকাশের দিকে উড়ে যাচ্ছে , রাতুলের বাবা রাতুলকে কোলে নিয়ে বলতে থাকেন । না বাবু বেলুন নয় , গ্যাস নামের আত্মবিশ্বাস বেলুনটাকে আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছে । রাতুল কিছু বোঝে না , সে বেলুন উড়ে যাচ্ছে নীল আকাশের উঁচুতে এই আনন্দেই আত্মহারা ।
[ লেখাংশ কাল্পনিক । বাস্তব-অবাস্তবের সাথে যে কোন মিল ও অমিল কাকতালীয় । যে কোন বিপরীত প্রতিক্রিয়ার দায়ভার লেখক বহন করবেন না , ধন্যবাদ ]
ভাবছিলাম এটা দিয়ে একটা শর্ট ফিল্ম হবে মাগার আমি তো লেখালেখি আর ক্যামেরার সামনে গলাবাজি ছাড়া কিছু পারি না সো সেই আশা ধোঁয়ার মত উড়ে গেছে অনেক আগেই বাট গল্প টা মনে ছিল তাই লিখে রাখলাম ...
- ডি . এস সৌরভ
১২ ই ডিসেম্বর ২০১৪ , ঢাকা ।
©somewhere in net ltd.