নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌরভ

ডি.এস আলম সৌরভ

ফুলটাইম ঊদাস

ডি.এস আলম সৌরভ › বিস্তারিত পোস্টঃ

নাকফুল (গল্প )

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৫

ক্লাস শেষে লাইব্রেরীতে গেলাম বই নিব ব্রডকাস্ট জার্নালিজম অ্যানড্রিও বয়েড এর টেকনিকস অফ রেডিও এন্ড টেলিভিশন নিউজ । নেওয়াও শেষ । এর পরের দিন কোন বইটা নেওয়া যায় সেটাই দেখছি সেলফে । জার্নালিজমের বিশাল বইগুলোর পাশের সেলফেই সি এস ই এর বুক সেলফ । পাশেই অদ্ভুত সুন্দর একটা মেয়ে হিজাব পরে বই দেখছে । ভালোভাবে দেখতেই বুঝলাম আরে এই মেয়ে তো আমি দেখছি । হিজাব পরা অবস্থায় আগে দেখি নাই । মনে আসছে না কোথাও দেখেছি এটা শিউর । যাক শেষমেশ মনে আসলো হুম এই মেয়ের সাথে ফার্স্ট সেমিস্টারে ক্লাস করছি ।

কথা বলবো ? দ্বিধার মধ্যে পড়ে গেলাম কি করি । কিনা কি ভাবে ! সুন্দরী একটা মেয়ে বই দেখতেছে পাশে দাড়ায়ে । কথা না বলা অভদ্রতা । যাক বলেই ফেলি ।

:হেই কি খবর ক্যামন আছো ? ক্লাস চলতেছে ? কি বই খোঁজো !
মেয়ে দেখি কথা শুনেই হাসে । একটা একটা করে বলি নাকি ? । লজ্জা পেলাম । তাঁকে অভয় দিয়েই বললাম প্লীজ বলেন । কথা গুলো খুব ধীরে ধীরে বলতে হচ্ছে কারণ চারপাশের সবাই খুব মনোযোগ দিয়ে পড়তেছে । সে পড়া অন্য পড়া । জোড়ায় জোড়ায় একটি করে বই পড়া । যাই হোক মেয়েটা ব্যাপক সুন্দর । সুন্দরী বলতে যা বোঝায় আর কি তাঁর চেয়েও বেশি ।

- বই দেখি । আপনি ?
- ও ভালো । না আমি বই নিলাম । ক্লাস কেমন হচ্ছে ?
- ভালোই , আপনার ??
- হুম । তারপর দিনকাল কেমন যাচ্ছে ?
- যাচ্ছে চলে আপনার ?
- আমাদের আর কি ! চলেই যায় । আটকানো যায় না । চলেন বসে কথা বলি । আপনারও তো বই নেওয়া শেষ ।

মেয়েটা ব্যাপক লজ্জা পাচ্ছে । বইএর পাতা উল্টাচ্ছে । হাফ হাত দূরত্বে বসা সামনে । চক্ষু ভালো জায়গায় যাচ্ছেনা । কু-দৃষ্টি যাকে বলে আর কি পুরোটাই পড়তেছে তাঁর উপর । তুমি করে বলা শুরু করাই উত্তম এ মুহূর্তে।
- তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে । যদিও হিজাবের কারণে চুল ঢাকা । তবুও অন্যরকম সুন্দর ।
- থ্যাংকস ।
- হাসেন কেন ? হাসির কথা বলছি !
- না সুন্দর লাগছে বললেন তাই হাসলাম ।
- আপনার হাসিও কিন্তু কম সুন্দর না
- হুম । তোমার রেজাল্ট ক্যামন হয়েছিল ফার্স্ট সেমিতে ?
- হইছে , পাশ করছি ।
- ও ও এর পর আর ক্লাস আছে আজ ?
- না নাই , তোমার ?
- আছে একটু পর ।
- এই তোমার নাকে যে কি এটা পড়ছো না ! অস্থির সুন্দর লাগতেছে ।
মেয়েটার এমন ভাব ।
- এটার নাম জানেন না ? নাকফুল বলে এটাকে !
- ও স্যরি । আচ্ছা তোমার ফেসবুক আইডি দাও আর নাম্বার টা দেয়া যাবে !
- কেন কেন ! নাম্বার নিয়ে কি করবা ?
- সত্যি কথা বলতে কি ! আচ্ছা সমস্যা হলে থাক ।
- না কেন ! নাম্বার চাইছেন দিচ্ছি আগে আপনার টা দেন তাহলে ।
- এই নাও ডায়েরী এইখানে তোমার নাম্বারটা লেখো ...

মেয়েটা নাম্বার লেখতে কলম হাতে নিছে আর তখনই তামিম কল দিয়ে ষোলকলা পূর্ণ করে দিছে । "মামা তুই কই নিচে নাম গলিতে চায়ের দোকানে আছি অ্যায় এদিকে । হ্যাঁ আসতেছি দাঁড়া এক মিনিট" । ফোন রাখতেই মেয়েটা নাম্বার লেখা বাদ দিয়ে জিজ্ঞেস করতেছে ।
- কে ফোন দিছিলো ?
- না কেউ না , আমার ফ্রেন্ড ।
- ফ্রেন্ড না গার্লফ্রেন্ড ! সত্যি করে বল ?
বললাম "নাহ কি যে বলেন না , নাম্বার লেখছেন ?"
- দাঁড়ান লিখে দিচ্ছি । তাড়াহুড়োর কি আছে ?
না আমার না একটা জরুরী কাজ আছে । আরেকদিন নাম্বার নিব । পরে আবার কথা হবে , ভালো থাকবেন । উঠে আসার সময় " এই তোমার নাকফুল কিন্তু অনেক সুন্দর''
"আমি জানি "
-কে বলছে ?
_ এই যে আপনি বললেন !
উঁহু হু আপনি নয় । তুমি বললে " আচ্ছা আসি , বাই ।

লাইব্রেরী থেকে বের হবার সময় মনে মনে ভাবতেছি । আহা কি সুন্দর কন্যার নাকফুল । এমন নাকফুলের প্রেমে একবার নয় তিনবার প্রেমে পড়া যায় । স্বর্গে কি এমন নাকফুল পড়া কন্যা পাওয়া যাবে যে এত সুন্দর করে হেসে কথা বলবে ? আফসোস ও হচ্ছে , একটু ওয়েট করে নাম্বারটা নিলেই তো হতো । কিন্তু মন বলছে রিলাক্স ম্যান এই দিন ই দিন নয় আরো দিন আছে ...

[ লেখাংশ কাল্পনিক । বাস্তব-অবাস্তবের সাথে যে কোন মিল ও অমিল কাকতালীয় । যে কোন বিপরীত প্রতিক্রিয়ার দায়ভার লেখক বহন করবেন না , ধন্যবাদ ]

- ডি . এস সৌরভ
২৮ জানুয়ারি ২০১৫ , ঢাকা ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.