নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুখীর কথা

[email protected]

দুখী মানব

[email protected] Many will call me an adventurer- and that I am...only one of a different sort, one of those, who risks his skin to prove his platitudes..।

দুখী মানব › বিস্তারিত পোস্টঃ

জাফর ইকবাল স্যারের প্রশ্নের উত্তর সাথে আমার ও একটি প্রশ্ন

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

এক.

খুব বেশীদিন আগের কথা না। গত বছর জানুয়ারীর ১৪ তারিখে আমার জীবন উলট পালট হয়ে যায়। বান্দরবানের থানচিতে সেই ভয়াবহ বাস এক্সিডেন্টে আমি আমার দুইজন সোউল মেইট হারাই। সেই এক্সিডেন্টে আমিও আহত হই। আমার দুই পা, মেরুদন্ড ভেঙে যায়। চোখ আর শরীরের ভিতরে ইন্টারনাল ব্লিডিং এ কাহিল হয়ে মুহুর্তের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আমার আর কোন হুস ছিল না। চার-পাঁচ দিন পর যখন আবার মোটামোটি সুস্থ হয়ে হাসপাতালে শুয়ে শুয়ে মোবাইল দিয়ে ফেসবুক আর ব্লগের এই ভার্চুয়াল জগতে ফিরে আসি তখন পুরাই বেকুব হয়ে যাই।



আমার মত একজন সাধারনের জন্য ফেসবুক আর ব্লগে এসব কি হচ্ছে। সামহোয়ারইন ব্লগে আমাদের এই এক্সিডেন্টের উপর একটা স্টিকি পোস্ট। সেখানে আমার শারীরিক অবস্থা একটু পর পর আপডেট করা হচ্ছে। আমার কখন রক্ত লাগবে, কত ব্যাগ রক্ত লাগবে, কে কে রক্ত দিবে তার সব কিছু...হাসপাতালে জানা আপু সহ কত জন ব্লগার যে দেখা করতে এসেছিল তাদের সবার নাম লিখলে আলাদা একটা পোস্ট হয়ে যাবে। ব্লগার দের সেই দোয়া আর ভালবাসার প্রতিদান দেওয়া দূরের কথা, সৌজন্যতার সুবাদে তাদের কখনো ধন্যবাদ ও জানাই নি। কারন সামুর পুরো পরিবার কেই আমি আপন মনে করি।



আর ফেসবুকের কথা তো আর বললামই না। আমি আজকে এই অবস্থায় বসে বসে যে লিখতে পারছি সেই জন্য ফেসবুকের অবদান ও অনেক। বান্দরবানের যেই ডাক্তার আমাকে প্রথম রক্ত দিয়েছিলেন উনি ফেসবুকেই আমার কথা জানতে পারেন। আর আমাকে সাহায্য করতেই হাসপাতালে ছুটে আসেন। এতদিন পর আজকে যখন এই ব্যাপার টা নিয়ে লিখলামই তখন আরেকজন এর নাম আমাকে নিতেই হবে। জাফর ভাই...উনি চট্টগ্রাম মেডিকেল কলেজে আমাকে আর আমার পরিবার কে দিন রাত যে ভাবে সাহায্য করে গেছেন সেটা অকল্পনীয়। মাঝরাতে আমার জন্য রক্ত সংগ্রহ থেকে শুরু করে আমার বোনের জন্য খাওয়ার ব্যবস্থা করা পর্যন্ত সব দিকে উনার নজর ছিল। সেই জাফর বেইগ সেই সময় আমার শুধুমাত্র ফেসবুক বন্ধু ছিল।



স্যার, বিপদের সময় সবাই লাইক দিয়ে তাদের দায়িত্ব শেষ করে না।



দুই.

ধর্মীয় গোড়ামী অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু সেটা আমিও মানি। ধর্ম নিয়ে বাড়াবাড়ি- মারামারি আর হানাহানি দেখলে শুধু আপনি না আরও অনেকেই আছে যারা কষ্ট পাই। প্রসঙ্গক্রমে বলিঃ



রামু আর রাঙামাটির ঘটনা টা নিয়ে আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম। সেটা পরে আমার ফ্রেন্ড লিষ্টের অনেকেই লাইক দেয়ার পাশাপাশি উত্তেজিত হয়ে যাচ্ছিল। কিছু একটা করবে। রাস্তায় নেমে প্রতিবাদ করবে। তারই ফল স্বরুপ আমরা কয়েকজন শহীদ মিনারে মৌন অবস্থান নেই। আমাদের বিশ্বাস ছিল "মৌনতাই শক্তি". সংখ্যায় আমরা খুব বেশী ছিলাম না। আমাদের এই গুটি কয়েকজন গলায় প্ল্যাকার্ড আর পিছনে ব্যানার নিয়ে যে প্রতিবাদ করেছিল সেটা কোন মিডিয়ায় না আসলেও পুলিশ রিপোর্ট ঠিকই হয়েছিল। আর মিডিয়াতে আসবেই বা কেন? আমাদের মধ্যে আপনার মত কোন পাবলিক ফিগার ছিল না। তাই আপনি জানতেও পারেন নাই। ফেসবুকের অনেক গ্রুপ রামুতে ত্রান সহ বিভিন্ন ধরনের সহযোগীতা নিয়ে হাজির হয়ে গিয়েছিল। অনাকাঙ্খিত আর অবিশ্বাসের সেই পরিবেশের মধ্য থেকেই তারা নিজেদের দায়িত্ব পালন করে গেছে নিঃস্বার্থে...তাদের কথাও মিডিয়াতে আসে নি। আর আসবেও না কোনদিন...কারন যারা দায়িত্ব পালন করে তারা পাবলিসিটি স্ট্যান্ট করে বলে আমার কখনই মনে হয় নি।



ধর্মীয় আর জাতিগত সহিংসতা নিয়ে আপনি সব সময়ই আতঙ্কে থাকেন। তাই হয়ত আপনার মনে হয় এই দেশের তরুন মাত্রই মৌলবাদী হয়ে গেছে বা যাচ্ছে। আপনার উচিৎ এখনই ব্লগ আর ফেসবুকে বিনামূল্যে একটা একাউন্ট খুলে ফেলা। তাহলে আপনি দেখতে পারবেন, পাকিস্থানে আমাদের ক্রিকেট টীমের সফর বাতিল করার জন্য এই ফেসবুক থেকেই কতজন রাস্তায় নেমে গেছে। কতজন মানুষ নিজেদের উদ্যোগে উত্তরাঞ্চলে শীতবস্ত্র বিতরন করে যাচ্ছে। কতজন মানুষ নিজেদের টাকা খরচ করে দূর্গম দ্বীপে একটা স্কুল খুলেছে। এইসব খবর আপনি ইজি চেয়ারে বসে পেপারে পড়তে পারবেন না।



তিন.

কয়েকদিন আগে আমার জন্মদিন ছিল। আমাকে অবাক করে দেয়ার জন্য কয়েকজন প্রিয় মুখ কমলাপুর রেইলওয়ে স্টেসনে আমাকে জন্মদিনের সারপ্রাইজ দেয়। কেকের সাইজ দেখে আমার ভিরমি খাওয়ার অবস্থাঃ এক পাউন্ডের ছোট্ট একটা কেক। আর যেটা দেখে আমি সত্যি সত্যি ভিরমি খেয়েছি তা হল ছোট্ট একটা কেকের উপর এতদিন দুনিয়ায় কাটানো পুরো ২৫ বছর এটে গেছে। না তারা কেউ ছোট্ট একটা কেকের উপর ২৫ টা মোমবাতি জ্বালানোর চেষ্টা করে নাই। কেকের উপর মাত্র দুটা মোমবাতি ছিল। ২ আর ৫ ...এই দুটা সংখ্যা দিয়েই তারা পঁচিশ লিখেছিল। যদি এতদিন বেঁচে থাকি তাহলে আমি ছোট্ট কেকের উপর দুই সংখ্যা দিয়ে ৬০ লিখা চাই। চারপাশের অন্ধকার হয়ত দূর হবে না। তবে আমি ঠিকই কেকের উপর লিখা টা পড়তে পারব।



স্যার বিনয়ের সাথে আপনাকে একটা প্রশ্ন করছিঃ আমাদের দেশে প্রতিদিনই নানা রকমের অরাজকতা হচ্ছে। আপনি এসব নানা বিষয় নিয়ে লেখালেখিও করেন। প্রতিদিন পেপার খুললেই আপনি নিশ্চয়ই পড়েন, আজকে মেয়ে কে ধর্ষন করা হচ্ছে, সীমান্তে কতজন বাংলাদেশীকে আজকে বিএসএস গুলি করে মারলো, পদ্মা সেতু নিয়ে কি হচ্ছে না হচ্ছে, কিভাবে অসম্প্রদায়িক ছাত্র শক্তির হাতে বিশ্বজিতের সাদা শার্ট লাল হয়ে গেল...



এসব পড়ে কখনো কি আপনার মনে হয় নি রাস্তায় নেমে প্রতিবাদ করি? আপনি রাস্তায় নামলে আপনার ছাত্র আর ভক্তদের দিয়ে কি সেই রাস্তা বন্ধ হয়ে যেত না? যারা আপনার জন্য ৬০ টা মোমবাতি নিয়ে আসে তাদের ৬০ জন কে কি আপনি সাথে পাবেন না? কসমোপলিটান, অসম্প্রদায়িক আর মানবিক শক্তি কি আপনার জন্যই একজোট হতে পারত না? আর কেনই বা আপনি আপনার এই জনপ্রিয়তার ব্র্যান্ডিকে কর্পোরেট এর মত ইউজ করছেন? সুখী-সমৃদ্ধ আর বিজ্ঞানমনষ্ক বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন আপনি দেখেন আর দেখান, সেই স্বপ্নের প্রতি আপনার দায়িত্ববোধ কি তাহলে প্রথম আলোতে একটা কলাম লিখেই শেষ হয়ে যায়?? তাহলে আপনার আর আমার মত যারা ফেসবুক-ব্লগে লাইকবাজি আর চোপাবাজি করে বেড়াই তাদের মধ্যে পার্থক্য টা কি রইল??



স্যার, আমি বিশ্বাস করি- লুমেন যদি জাতের হয়, তাহলে একটা মোমবাতি দিয়েই অন্ধকার দূর করা সম্ভব। আপনার জায়গায় আমি হলে সেই ৬০ টা আলাদা মোমবাতি গলিয়ে একটা বিশাল মোমবাতি বানানোর চেষ্টা করতাম।



মন্তব্য ৪৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

মেটাফর বলেছেন: কেমন আছেন ভাই এখন?
জাফর ইকবালের ব্যাপারে আমার ভালো-খারাপ কিছু বলার নাই। তাঁর উপন্যাস, সায়েন্স ফিকশনের আমি অসম্ভব ভক্ত। ম্যাথ অলিম্পিয়াডের জন্য আমি উনার আর ড. কায়কোবাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো।

তবে রাজনৈতিক কলাম আর রাজনৈতিক লেখার ব্যাপারে জাফর ইকবালকে আমার কখনোই আদর্শ মনে হয়নি। আমার কাছে তাঁর ব্যাপারে সম্মানটুকুন তাই দুইভাগে ভাগ করে রাখা।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

দুখী মানব বলেছেন: এই তো ভাল আছি :)

উনার প্রতিভাকে উনি কত বাজে ভাবে ব্যবহার করছেন সেটাই আসলে খারাপ লাগে।

২| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

রীতিমত লিয়া বলেছেন: আমি বিশ্বাস করি- লুমেন যদি জাতের হয়, তাহলে একটা মোমবাতি দিয়েই অন্ধকার দূর করা সম্ভব। আপনার জায়গায় আমি হলে সেই ৬০ টা আলাদা মোমবাতি গলিয়ে একটা বিশাল মোমবাতি বানানোর চেষ্টা করতাম।

আপনার লেখায় মুগ্ধ থেকে মুগ্ধতর হচ্ছি। স্যারের সত্যিই উচিত একবার দেখতে আসা যে ভার্চুয়াল জগত থেকেও কি বিরাট বিস্ফোরণ ঘটে।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

দুখী মানব বলেছেন: উনি চাইলে এমন এক বিস্ফোরণ নিজেই ঘটাতে পারেন।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

ভীতু সিংহ বলেছেন: মেটাফর বলেছেন: রাজনৈতিক কলাম আর রাজনৈতিক লেখার ব্যাপারে জাফর ইকবালকে আমার কখনোই আদর্শ মনে হয়নি। আমার কাছে তাঁর ব্যাপারে সম্মানটুকুন তাই দুইভাগে ভাগ করে রাখা।

একমত।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

দুখী মানব বলেছেন: আমিও একমত

৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

আফিফা মারজানা বলেছেন: এত সুন্দর লেখা !এক নং প্যারায় যে পোস্টটার কথা বললেন লিংক দেবেন প্লিজ !

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

দুখী মানব বলেছেন: Click This Link

৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

কুবের মাঝি১০৭০০৭ বলেছেন: ভাই,আপনি কি মুগ্ধ ভাই এরব বন্ধু??

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

দুখী মানব বলেছেন: জ্বী...জীবনের শেষ কয়েকটা দিন আমরা এক সাথেই ছিলাম।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

নট ডিফাইন বলেছেন: জাফর ইকবাল যদি রাস্তায় নামে, আমার মনে হয় সপ্তাহখানেকও সে টিকবেনা। কারন এদেশের রাজনৈতিক নেতারা ( আসলে ধান্দাবাজের দল) তাকে টিকতে দেবেনা।

আর ফেসবুকের লাইকের ব্যাপারে আমি একমত। প্রতিটি পেজের এডমিন যেভাবে লাইক পাওয়ার জন্য কাকুতি মিনতি করে তা প্রায় রাস্তায় ভিক্ষে করার মতো।

আপনার অনুভূতিকে সম্মান জানাই। আপনার মতো ভাবতে পারলে সত্যিই দেশটা অনেক এগিয়ে যাবে।

সুস্থতা কামনা করছি।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

দুখী মানব বলেছেন: তাহলে উনি এই প্রশ্ন টা কেন করলেন?

৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

গ্রাম্যবালিকা বলেছেন: চমৎকার লেখা।

আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে।
তোমার ছেলে উঠলে মাগো
রাত পোহাবে তবে।

আমরা জেগেছি, জাগবোই সবসময়।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

দুখী মানব বলেছেন: আমরা জেগেছি, জাগবোই সবসময়।

ধন্যবাদ

৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

*কুনোব্যাঙ* বলেছেন: সুন্দর বিশ্লেষণ এবং সহমত।


+++++++++++++

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

দুখী মানব বলেছেন: :)

৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

ফারজানা শিরিন বলেছেন: আপনার জায়গায় আমি হলে সেই ৬০ টা আলাদা মোমবাতি গলিয়ে একটা বিশাল মোমবাতি বানানোর চেষ্টা করতাম।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

দুখী মানব বলেছেন: :)

১০| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

রিফাত হাসান০২২৮ বলেছেন: মেটাফর বলেছেন:
জাফর ইকবালের ব্যাপারে আমার ভালো-খারাপ কিছু বলার নাই। তাঁর উপন্যাস, সায়েন্স ফিকশনের আমি অসম্ভব ভক্ত। ম্যাথ অলিম্পিয়াডের জন্য আমি উনার আর ড. কায়কোবাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো।

তবে রাজনৈতিক কলাম আর রাজনৈতিক লেখার ব্যাপারে জাফর ইকবালকে আমার কখনোই আদর্শ মনে হয়নি। আমার কাছে তাঁর ব্যাপারে সম্মানটুকুন তাই দুইভাগে ভাগ করে রাখা।

১০০% সহমত :)

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

দুখী মানব বলেছেন: আমিও একমত

১১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লিখেছেন।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

দুখী মানব বলেছেন: ধন্যবাদ হামা ভাই :)

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

জান্নাতুল ফেরদৌস. বলেছেন: চমৎকার বলেছেন। আমার মাঝে মাঝে অবাক লাগে এই ভেবে যে, যে লোক এত কিছু বোঝে যার নামের আশে পাশে এত্ত জ্ঞানের পোষ্টার লাগানো উনি একটু সাহসী হলে কি ই বা হত!!!! যে কোন কাহিনীর শেষে উনার জ্ঞানগর্ভ মন্তব্য ঠিক ই থাকবে কিন্তু কাহিনী চলাকালে মুরগীর ডিম হয়ে থাকতেই হবে উনার।তাহলে আমার প্রশ্ন উনি পাবলিক ফিগার হলেন কেন??? অন্নান্য জ্ঞানের ডিগ্রিধারীরেদ মত ইন্ট্রভার্ট পরিচয়ে থাকলেই পারতেন!!!!

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫

দুখী মানব বলেছেন: আমি শুধু জানতে চাই উনি আমাদের জন্য যেই প্রশ্ন টা করলেন সেটা কি উনার নিজের জন্যেও প্রযোজ্য না?

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

আফিফা মারজানা বলেছেন: সুজনের জানাযা পড়িয়েছিলেন আমার আব্বু।

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

দুখী মানব বলেছেন: তাই নাকি আপু? দোয়া করবেন সবার জন্য :)

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

আট আনা বলেছেন: ঠিক কথাই বলেছেন। উনি হয়ত ততটা আপডেটেড না ফেসবুক আর ব্লগের কর্মকান্ড নিয়ে। ফেসবুকের লাইকের ঝড় এখন যে সরকারের পতন ঘটাতে পারে সেটা তো আমরা দেখেছিই।

ইদানিংয়ের খবর জানিনা, তবে বছর দশেক আগে আমি যখন উনার ছাত্র ছিলাম তখন কিন্তু বেশ কিছু মুভমেন্টে অংশ নিয়েছিলেন। ২০০১-০২ এর দিকে একবার তেল-গ্যাস কিংবা টিপাই নিয়ে একটা লংমার্চ হয়েছিল ঢাকা থেকে সিলেট। সেখানে উনি, ইয়াসমিন ম্যাডাম অংশ নিয়েছিলেন আমার পরিষ্কার মনে আছে।

আসলে পত্রিকায় উনার স্ট্রেইড ফরওয়ার্ড লেখা পড়ে সবার মনেই একটা অসম্ভব হাই-হোপ তৈরি হয়েছে। শাহজালাল ভার্সিটিতে ভর্তির আগে আমারও এরকমই ছিল, পরে বাস্তব জাফর ইকবালকে দেখে কিছুটা আশাহত হয়েছিলাম। আমরা ওনাকে রাজাকার ইস্যুতে চাই, শিক্ষানীতিতে চাই, তেল-গ্যাসে চাই, সরকারের দূর্নীতিতে চাই, ম্যাথ অলিম্পিয়াডে চাই, মাসে মাসে আবার বইও চাই। বছর তিন-চারেক আগে আমি নিজেও উনার ফ্যানদের সাথে তর্ক করেছি, কেন উনি অমুক বিষয়ে কিছু লিখেন নাই। কিন্তু এখন মনে হয় উনিও একজন মানুষ। উনার রেগুলার ফুলটাইম জব এর পরে এতকিছু করা কি সম্ভব!? মানুষ হিসেবে তাঁরও সীমাবদ্ধতা রয়েছে।

আপনার সুস্বাস্থ্য কামনা করছি, ভাল থাকবেন।

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

দুখী মানব বলেছেন: একজন লেখক একজন শিক্ষক হিসেবে আমি উনাকে শ্রদ্ধা করি। আমি শুধু জানতে চাই উনি আমাদের জন্য যেই প্রশ্ন টা করলেন সেটা কি উনার নিজের জন্যেও প্রযোজ্য না?

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

আট আনা বলেছেন: স্ট্রেইট*

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

ঝটিকা বলেছেন: ভালো লিখেছেন।

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

দুখী মানব বলেছেন: ধন্যবাদ :)

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১

কালা মনের ধলা মানুষ বলেছেন: কঠীন লেখস সালেহীন। আমি রাস্তায় যখন তোমাকে দেখি আড্ডা মারতে কিম্বা একটু কুঁজো হয়ে হেঁটে যেতে, কি পরিমান খুশী হই এবং স্বস্তি পাই বলে বোঝাতে পারবোনা। আমার বাবা তোমাদের বাসায় কোন দিন যান নি, কিন্তু তোমাকে দেখতে চলে গিয়েছিলেন খুজে খুজে। শুধু সাদীর বন্ধু বলে না, তোমার ভেতর স্বপ্নচারী সাহসী এডভেঞ্চারার স্বত্তা টাকে আমি পছন্দ করি, হিংসা করি।

তোমার এই লেখায় সহমত প্রকাশ করছি। আমি ব্যাক্তিগত ভাবে জাফর স্যারের বিশাল ভক্ত ছিলাম এক সময়। কিন্তু এখন তাকে পছন্দ করি না। তার এক চোখা দৃষ্টী ভঙ্গী, অকাল পক্ক আধুনিকতার সংজ্ঞা ইত্যাদি আমার ধারনার সাথে যায় না। যাই হোক, এই কথা গুলো একান্তই আমার ব্যাক্তিগত।

সুন্দর এই লেখা শেয়ার করলাম।

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

দুখী মানব বলেছেন: ধুর মিয়া আপনাগো জ্বালায় শান্তিতে বিড়ি ও ফুকতে পারি না :P

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল। আপনি কি এখন সুস্থ আছেন?

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

দুখী মানব বলেছেন: ধন্যবাদ। শরীরের ব্যাপার টা আপেক্ষিক তবে মন সবস্ময় সুস্থ আর উৎফুল্ল থাকে :)

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

আমি কবি নই বলেছেন: আমি আমেরিকায় আসার পর জাফর ইকবাল কে নিয়ে একটু খোজখবর নিই, কারন একটা সময় পর্যন্ত তিনি আমার কাছে একজন সেইন্ট ছিলেন। গর্ববোধ করতাম তিনি যে ডিপার্টমেন্টে পড়েছেন সেখানে পড়েছি বলে। তার পদাংক অনুসরণ করে এখন দেশের বাইরে এসেছি বলেও। কিন্তু বুকটা ভেঙ্গে গিয়েছিল তাকে পুরোপুরি চেনারপর, তার সব ভন্ডামী ধরে ফেলার পর। চাইলে তার ভন্ডামী এখানেও লিখে দিতে পারি, কিন্তু লাভ কি???

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

দুখী মানব বলেছেন: সব কিছু নষ্টদের অধিকারে যাবে ;)

২০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

পলক শাহরিয়ার বলেছেন: আসলে তার রাজনৈতিক দৃষ্টিভঙিগ ভীষনভাবে প্রশ্নবিদ্ধ আর এক চোখা। যে কারনে তিনি আমার মত অনেক পাঠক ভক্তদের ভালবাসার স্থান থেকে ক্রমেই দুরে সরে যাচ্ছেন।

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

দুখী মানব বলেছেন: আসলেই ...

২১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

রিমন রনবীর বলেছেন: খুব সুন্দর লিখা :)

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

দুখী মানব বলেছেন: ধন্যবাদ :)

২২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: এই চমৎকার লেখাটি কি নির্বাচিত পোস্টের তালিকায় আছে??

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

দুখী মানব বলেছেন: নারে ভাই....নাই :)

২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার লেখা।

খুব ভাল লেগেছে।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

দুখী মানব বলেছেন: ধন্যবাদ !

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

রনজু বলেছেন: আপনি তাহলে উনার সর্ম্পকে পুরোটা না জেনেই মন্তব্য করেছেন। উনি এক সময় অনেক কিছুই করেছেন। দেশে একমুখি শীক্ষা নামে যে একটা ভয়ংকর জিনিষ চালুর পরিকল্পনা ছিল উনি প্রায় একাই এইটার বিরুদ্ধে লড়েছিলেন। আর পুরনো পত্রিকা খুজলে আরো খবর অ পাবেন।
আমি তাকে সাপোর্ট দিচ্ছি না। তার অনেক কিছই আমার পছন্দ না। কিন্তু ঢালাও ভাবে তাকে দোষ দেওয়াটাও সমিচীন মনে করছি না।
উনি এক সময় রাস্তায় নেমেই অনেক কিছু করেছেন। এখন কেন থেমে গেছেন সে প্রশ্ন থাকতে ই পারে, কিন্তু সেই জন্য উনার উপর অত বড় অবিচারের কথা তো বলা যায় না।
আর উনি তো তাদের উদ্দেশ্যে বলেছেন যারা এফবি তে লাইক দিয়েই তাদের দায়িত্ব শেষ মনে করে তাদের কথা বলছেন। আর তাদের সংখ্যা তো অনেক বেশীই দেখা যায়। এখানে আপনার গায়ে লাগানর মত তো উনি কিছু বলেন নাই ভাই। উনি আকামের লোকদের বলছেন

২৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৭

অচিন.... বলেছেন: sundor bolechen

২৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

সাইবার অভিযত্রী বলেছেন: লুমেন যদি জাতের হয়, তাহলে একটা মোমবাতি দিয়েই ( কমপক্ষে অনেকটা ) অন্ধকার দূর করা সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.