নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুখীর কথা

[email protected]

দুখী মানব

[email protected] Many will call me an adventurer- and that I am...only one of a different sort, one of those, who risks his skin to prove his platitudes..।

দুখী মানব › বিস্তারিত পোস্টঃ

পাহাড়ি জংলী ছাগল বা ওয়াইল্ড আইবেক্স

১৪ ই মে, ২০১৩ রাত ৯:৫৫

ভোরে ট্রেকিং শুরু করার কিছুক্ষন পর থেকেই পিঠের চিনচিনে ব্যাথা টা টের পাচ্ছিলাম। মেরুদন্ড ভেঙে যাবার পর ডাক্তার ভারি কিছু বহন করতে নিষেধ করে দিয়েছিল। তারপরেও আমার ব্যাক প্যাকের ওজন ২০ কেজির কম কিছুতেই করতে পারলাম না। যত হাইট গেইন করছিলাম ততই ব্যাথা টার তীব্রতা বাড়ছিল। শিশিরকেও কিছু বলি নাই। বেচারা টেনশনে পরে যেতে পারে। এত ঠান্ডার জন্য এমনিতেই আমাদের এডিকুয়েট প্রিপারেশন ছিল না। টেন্ট আর স্লিপিং ব্যাগের সাথে সাথে সাথে তাই আমাদের ৪টা মোটা কম্বল ও ক্যারি করতে হচ্ছিলো। শিশির যেন টের না পায় তাই আমি ওর পিছনে হাঁটছিলাম। ১২০০০ ফিট উঠার পর থেকেই নিঃশ্বাস ভারি হয়ে যাচ্ছিলো। আমাদের দু'জনের কেউই আগে এই হাইট এ আসি নাই। তার উপর এমন ঠান্ডায় কেমন লাগে এর আগে কেউই আমরা জানতাম না। ঠান্ডা বাতাসে আমার নাক জমে যাচ্ছিলো। টের পাচ্ছিলাম নাক শক্ত হয়ে যাচ্ছে। হাতের গ্লাভস খুলে যে নাক টা একটু ডলে গরম করব সেই দুঃসাহস দেখিয়ে একবার গ্লাভস টা খুলতেই আঙুল গুলো অসাড় হয়ে গেল। ধীরে ধীরে শরীর নিস্তেজ হয়ে যাচ্ছিল। আর পারছিলাম না হাঁটতে। ঠিক এমন মুহুর্তে দেখি শিশির একটা ঢালের উপর দাঁড়িয়ে পাগলের মত হাত-পা নাড়াচ্ছে। মুখ দিয়ে কোন আওয়াজ না করে আমাকে তাড়াতাড়ি আসতে বলছে। আমি কিছুটা ঘাবড়ে পেয়ে গেলাম। হঠাৎ কি হইল ওর? এমন করতেসে কেন? কি দেখল? কোথাও ব্যাথা পাইল নাকি আবার? নিমিষের মধ্যেই হাজার রকমের চিন্তা মাথায় জট পাঁকিয়ে গেল। হার্ট বিট বেড়ে যাওয়াতেই মনে হয় শরীরে নতুন করে জোর পেয়ে গেলাম। জোরে জোরে পা চালিয়ে শিশিরের কাছে গিয়ে দাঁড়ালাম। হাঁফাতে হাঁফাতে কিছু একটা বলতে নিতেই দেখি শিশির আমাকে ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকতে বলছে। তারপর আস্তে করে কানে ফিসফিস করে বলল, সামনে দেখ...এগুলা কি?



আমি হতবম্ব আর বিমূঢ় হয়ে শিশিরের ইশারা করা জায়গা টায় কিছুক্ষন তাকিয়ে থাকলাম। ধূসর কালো মরুভূমি ছাড়া প্রথমে কিছুই দেখি নাই। পরে ভাল মত তাকিয়ে থাকার পর খয়েরি বুনো ঝোপ গুলোর সাথে প্রানী গুলোর শরীরের রেখা আলাদা করতে পারলাম। আমি বিস্ময়ে হা করে তাকিয়ে ছিলাম অনেকক্ষন। ক্যামেরা বের করে ছবি তুলার কথাও ভুলে গেলাম। এই সেই হিমালায়ান ওয়াইল্ড আইবেক্স? এত কাছে?? মাত্র ২০ ফিট দূরে ?? এতদিন এদের শুধুই ছবিতে দেখে আসছি। ন্যাট জিও আর ডিসকভারিতে আলপাইন আর হিমালায়া দেখালে ওয়াইল্ড আইবেক্স ইজ আ মাস্ট।



অনেকক্ষন পর চটকা ভেঙে গেলে ব্যাক প্যাক টা নামিয়ে ক্যামেরা বের করলাম। ওদিকে শিশির সাটার এর পর সাটার মেরে যাচ্ছে। আমি ছবি তুলতে শুরু করলাম। ভাগ্য মনে হয় খারাপ ছিল। আমার পয়েন্ট এন্ড শুট ক্যামেরা টা কেন জানি মনে করল এত কম আলোতে ছবি উঠবে না, তাই ফ্ল্যাস মেরে দিল। দুই তিন টা ছবি তুলতেই ফ্ল্যাসের আলোয় আইবেক্স গুলো ঘাবড়ে গেল। মোটা মোটা বাঁকানো শিং তাক করে তরতাজা নর গুলো তাদের হারেমের নারীদের রক্ষা করার জন্য এগিয়ে এল। কিছুক্ষন আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে তাচ্ছিল্যের সাথে গট গট পায়ে হেঁটে পাহাড়ের একটা খাঁজে মিলিয়ে গেল।



মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৩ রাত ১০:৩১

সায়েম মুন বলেছেন: কয়েক দিন টিভিতে দেখেছি। আজ আপনার কাছে ওয়াইল্ড আইবেক্স এর কথা শুনলাম। আশা রাখি ভাল আছেন। শুভকামনা থাকলো।

২| ১৫ ই মে, ২০১৩ রাত ১:৪৩

হাসান মাহবুব বলেছেন: +++++ টেইক কেয়ার।

৩| ১৫ ই মে, ২০১৩ রাত ১:৪৬

কুন্তল_এ বলেছেন: +++

৪| ১৫ ই মে, ২০১৩ রাত ২:০৫

মোতাব্বির কাগু বলেছেন: পাকিস্থানের জাতীয় প্রাণি কি জানেন তো??
http://en.wikipedia.org/wiki/Markhor

৫| ১৫ ই মে, ২০১৩ রাত ২:০৬

মোতাব্বির কাগু বলেছেন: লেখা ভাল হয়েছে


পাকিস্থানের জাতীয় প্রাণি কি জানেন তো??
http://en.wikipedia.org/wiki/Markhor
এটা সেই একই প্রাণী নাতো

৬| ১৫ ই মে, ২০১৩ সকাল ১০:০০

কান্ডারি অথর্ব বলেছেন:
মনে হচ্ছিল ন্যাশনাল জিওগ্রাফী চ্যানেলে কোন লাইভ কিছু দেখছি।

পোস্টে +++++++++++

৭| ১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৩৪

আমিনুর রহমান বলেছেন:

+++

৮| ১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৫১

একজন আরমান বলেছেন:
মনে হল বেয়ার গ্রিল কিছুর বর্ণনা দিল। দারুণ জিনিস শেয়ার করেছেন। ধন্যবাদ।

৯| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:২৪

s r jony বলেছেন: B:-) B:-) B:-)

১০| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৪:৪১

ভুং ভাং বলেছেন: দারুণ +++++++্

১১| ২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

শায়মা বলেছেন: ভাইয়া এখন কোথায় আছো? কেমন আছো???

১২| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দুখী তুমি কোথায় আছো ক্যামন আছো ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.