![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের অগ্রযাত্রার ধারাবাহিকতা আমার রক্তে ও মননে। মানুষ ও মানুষের নিরন্তর সংগ্রাম ছাড়া আর কোনো ইতিহাস আমি জানি না। আজন্ম মানুষকে জানি সর্বশ্রেষ্ঠ হিসেবে আর বাকী সব মানি অহেতুক ধুম্রজাল।
সে প্রায় দুই-আড়াই ঘন্টার দরকষাকষি। তবে মানুষের আবিষ্কৃত ঘড়ি দিয়ে এই সময়ের দৈর্ঘ্য মাপা ঠিক হবে না। কারণ প্রশ্ন যে করছিল তার একেকটা প্রশ্নের পেছনে আছে দীর্ঘদিনের পড়াশোনা, গবেষণা আর চিনত্দা-ভাবনার বিন্যাস। ঐ মূহুর্তে প্রথমবারের মত এরকম একটা প্রশ্নটা শুনে এ বিষয়ে নিজের অজ্ঞানতাকে ঢেকেঢুকে, কোন বিরাট তাত্তি্বক ভুল না করে ঠিক-ঠাক উত্তর দেয়ার প্রক্রিয়া যখন চলছে তখন মনের বিভিন্ন কোণা-ঘুঁপচিতে যে চিনত্দা-ভাবনার মেশিন ঘুরতে থাকে তার একটা ভিন্ন যন্ত্রণা আছে। মানসিক চাপের কারণে নানা শারীরিক অসুবিধা হয় জানতাম, তবে এই প্রথম আমি অন্যরকম একটা শারীরিক অস্বসত্দির সাথে পরিচিত হই - যেন আমার তৃষ্ণা পেয়েছে অথচ পাকস্থলীর ভেতর থেকে একধরণের জলবাষ্পভরা ঢেঁকুর গলা দিয়ে বেরিয়ে আসতে চায়। বিজ্ঞ মানুষ কেন কারো সামনেই শব্দ করে এমন গ্যাস উৎপাদন করাটা শোভনতার পর্যায়ে পরে না ভেবে আমি শরীরের সব অপচেষ্টাকে ঠেলে আবার পাকস্থলীতে ফেরত পাঠিয়ে দিয়ে কায়দা করে চেহারায় ভাবগাম্ভীর্যতা ধরে রাখি। কিন্তু অস্বসত্দি বাড়তে থাকে সময়ের সাথে যতক্ষণ না তারা আমাকে বলে যে আমি বাইরে গিয়ে বসতে পারি এবং অল্প কিছুক্ষণ পরে তারা আমাকে ডেকে পাঠাবেন।
দরজা আটকে তারা শলা-পরামর্শ করতে থাকেন এবং আমি নাদানের মত ব্যাগ, বই হাতে নিয়ে সিঁড়ির গোঁড়াটায় দাঁড়িয়ে থাকি আত্মবিস্মৃত মানুষের মত উদভ্রানত্দ চোখে। সময় এমন পরিস্থিতিতে কেউ বোধ হয় মাপতে পারে না এবং আমিও সঠিক জানি না কখন দরজা খোলে বব (মানে বব ব্র্যাডনক) আমাকে ভেতরে ডাকে। আমিও আমলনামা দেয়া হবে এমন একটা আবছা ধারণা নিয়ে ভেতরে আবার আসি। এতক্ষণ যারা বসেছিল তারা উঠে দাঁড়িয়েছে, হয়তো চলে যাবার জন্য। তারা মানে রয়্যাল হলোওয়ে, লন্ডন ইউনিভার্সিটির প্রফেসর ক্লাউস ডডস্ আর ডারহাম ইউনিভার্সিটির ভূগোল বিভাগের প্রধান পিটার এ্যাটকিন্স। যদিও ভেবেছিলাম তারা চলে যেতে চাচ্ছে দেখি যে তারা হাত বাড়িয়ে আছে আমার দিকে, বাড়ানো হাত থেকে শারীরিক প্রতিক্রিয়া হিসেবে আমিও তাড়াতাড়ি তাদের হাতে একে একে হাত ঘষাঘষি করি। তারা আমাকে বলে, "কনগ্র্যাচুলেশনস, ড. চৌধুরী"।
অস্পষ্ট ছায়া-চিত্রের মত দৃশ্যের মধ্যে বিচিত্র সব শারীরিক-মানসিক অস্বসত্দি নিয়ে দাঁড়িয়ে থেকেও আমি বুঝতে পারি যে থিসিসের ভাইভার দেয়ালটা আমি সফলভাবে অতিক্রম করে ফেলেছি ফলে পিএইচডি ডিগ্রিটা আমার মুঠোয় চলে এসেছে। এই অর্জনের আনন্দ, পাসের আনন্দ কতটা তা পরিপূর্ণ উপলব্ধি করতে পারছিলাম না, কিন্তু যখন দু'জন এক্সটার্নালই জানালেন যে, আমার থিসিসে কোনো সংশোধনই করতে হবে না তখন ভীষণ খুশি লাগলো মনে এই ভেবে যে পুরনো কাগজ-পত্র আবার ঘাঁটতে বসতে হবে না। একটা বিষয়ের সাথে দীর্ঘদিন ধরে বসবাসের মানসিক একঘেঁয়েমি থেকেও মুক্তি। সাফল্যের কথাটা জানান দেয়ার জন্য আমি খুব বেশি মানুষকে চিহ্নিত করতে পারি না, যদিও মোবাইলে বহু মানুষের নাম্বারই সংরক্ষিত। আমার এ সংবাদে তো আর সবার চিত্ত আন্দোলিত হওয়ার কথা না। তবে ব্লগের কথা আমার মনে হয়, এখানে একটি পোস্ট দিলে অনেকেই হয়তো খুশি হবেন, অভিনন্দনও জানাবেন।
(এই ঘটনাটি ঘটেছে কাল 6 ডিসেম্বর বিকাল 4 টায়)।
২| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:১০
অতিথি বলেছেন: অভিনন্দন।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:১০
অতিথি বলেছেন: ডঃ চৌধুুরীকে অভিনন্দন জানাচিছ।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:১০
অতিথি বলেছেন: অভিনন্দন!
৫| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:১২
অতিথি বলেছেন: অভিনন্দন...
৬| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:১৩
অতিথি বলেছেন: কনগ্র্যাটস! আপনার পি এইচ ডি কিসের উপর?
৭| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:১৩
অতিথি বলেছেন: অভিনন্দন !
৮| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:১৭
অতিথি বলেছেন: অভিনন্দন রইল সিডনী থেকে ড. শোহেইল মতাহির চৌধুরী।
৯| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:১৭
অতিথি বলেছেন: সাব্বাশ ।
১০| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:১৮
অতিথি বলেছেন: অভিনন্দন!!!!!!!!!!!!!!!!!!!
একটা পার্টি হয়ে যাক....
১১| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:১৯
অতিথি বলেছেন: ওয়াও...
কংগ্রেটস ড. চৌধুরী!
এইবার আপনার শালিটার একটা গতি করেন না দাদা...
১২| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:২৭
অতিথি বলেছেন: আপনাদের অভিনন্দনের ফাঁকে করা প্রশ্নেরও জবাব দেই।
আস্তমেয়ে, আমার পিএইচডিটা হচ্ছে বাংলাদেশের সরকারী নীতি প্রণয়ন প্রক্রিয়ার ডিসকোর্স এ্যানালাইসিস। এটা বিশ্লেষণ করার জন্য আমি বন্যা ও পানি সম্পদ নীতিগুলোকে বেছে নিয়েছিলাম।
ধুসর, শালির পিএইচডি করতে দেরি আছে। মাত্র ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে। তাছাড়া গতি ওর খারাপ না...ফাস্ট!!!
এইমাত্র আমার সুপারভাইজার ফোন করেছিলো। বাড়িতে দাওয়াত দেয়ার জন্য। ও আরেকটু আনন্দ যোগ করলো। ও রিটায়ার্ড করে ফেলছে। ও বললো, ওর জীবনে এত চমৎকার ভাইবা আর কারেকশন ছাড়া থিসিস পাশ করানোর ঘটনা সে দেখে নাই। শুনে আরেকটু ভালো লাগলো।
আরিফ, পার্টি বটেই। আমার নামে যে যেখানে আছেন গ্লাস/কাপ/প্লেট হাতে যা আছে উঁচু করেন.....
১৩| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৩০
অতিথি বলেছেন: থ্রি চিয়ার্স!!!হিপ হিপ হুররে..........
১৪| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৩৪
অতিথি বলেছেন: পুরো বোতল কালকে খালি করুম।
১৫| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৩৫
অতিথি বলেছেন: দাদা, দাদাগো, আপনে পাষান
১৬| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৩৬
অতিথি বলেছেন: শালী ?
১৭| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৪০
অতিথি বলেছেন: হ, হোক যে যতোই কালী,
তবুও তো সে শোমচৌদার শালী।
আর হুনেন, আপনে আবার এইখানে কান পাতেন ক্যা? এক বদ হিমুরে নিয়াই আমার পরাণ ওষ্ঠাগত - অখন আবার আপনে। এইটা দেখার আগে আমি হার্টফেল করলাম না ক্যান (আম্মাআআ)
১৮| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৪১
অতিথি বলেছেন: দেখার জন্যে ...
১৯| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৪২
অতিথি বলেছেন: অভিনন্দন শোহেইল ভাই। সংসদে থাকলে অবশ্যই আপনার থিথিসটা পড়তাম। আজ আমরা অনেক দুরে।
২০| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৪৩
অতিথি বলেছেন: আন্তরিক অভিনন্দর জানাচ্ছি...।
২১| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৫১
অতিথি বলেছেন: গ্রেট!! ...
কন গ্র্যাচুলেশানস ...ড. চৌধুরী ...
কোন কারেকশান ছাড়াই থিসিস এ্যাপ্রুভড!! ... এটা তো রীতিমতো এলাহী কান্ড ...
লন, একটা মিষ্টি মুখে লন
আমার নিজেরই এত খুশী লাগছে ... ধারেকাছে মিষ্টির দোকান থাকলে দুইটা খাওয়া যেত ...
তো দাদা, এখন যে অধমের রিকোয়েস্ট করার পালা ...
তাড়াতাড়ি নামান
২২| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৫৮
অরূপ বলেছেন: খুশী হলাম! শুভেচ্ছা
২৩| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৫৮
রাগ ইমন বলেছেন: আহা !
বাহা!
আন্দোলিত মানে? রীতিমত আন্দোলনে রত হতে চাইছি!!!!
এক খান নিমন্ত্রন না খাওয়াইলে নির্বোধের মত অবরোধের ডাক দিবোই দিবো!!!!!
অভিনন্দন!
অভিনন্দন !
অভিনন্দন !!!!!
২৪| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:০১
অতিথি বলেছেন: ঘটনার পর ব্লগের কথা মনে হতেই আপনার কথা মনে পড়লো জি্বনের বাদশা। চিন্তা করলাম ড. জি্বনের বাদশা তো আর হতে পারে না, কিন্তু ড. চৌধুরী হতে পারে। আপনি এই সাইটের ব্লগারুদের মধ্যে প্রথম ডক্টরেট। কিন্তু জি্বনদের সাথে থাকায় আমরা বিষয়টা ঠিকমত মানতে পারি নাই।
এলাহী কান্ড। আমার সুপারও বললো। এমন সে জীবনে দেখে নাই। বেস্ট রেজালট নাকি তার লাইফে। আমি তো আর আগে পিএইচডি ডিফেন্ড করি নাই। আমি অন্যরকম কিরকম হয় জানি না। তবে ঐরকম আছে শুনে ভালোই লাগছে।
পরের রিকোয়েস্টটা আসবে ভাবছিলাম। আমি আপনারে উৎসাহ দিছি। কিন্তু আমার বিষয়টা বড় খটমটে। এখানে লোকজন আনন্দ করতে আসে। মনে হয় তাদের বিরক্ত করাটা ঠিক হবে না ।
শুভেচ্ছা।
২৫| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:০৩
অতিথি বলেছেন: হু, ড: চৌধুরি , অনেক শুভেচ্ছা , অনেক ......অনেক .......
সত্যিই বিশাল অর্জন , ভাইয়া ।
২৬| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:০৬
অতিথি বলেছেন: হাসিব, অবেলা, কৌশিক, ভাস্কর, জুয়েল, অনির্বান, ঝড়োহাওয়া....ধন্যবাদ।
সুমন কি দেখতে চান?
সাজেদ, ই-মেইলে শেষ চ্যাপ্টারটা পাঠাতে পারবো।
তীরন্দাজ, ধন্যবাদ।
অরূপ, ব্লগে উঁকি দেয়ার জন্য শুভেচ্ছা।
রাগইমন, নিমন্ত্রণ! অবশ্যই!
শুভেচ্ছা।
২৭| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:০৬
অতিথি বলেছেন: আসলেই এলাহী কান্ড !! ... আমিও লাইফে এই প্রথম শুনলাম!! ... আপনি সম্ভবত খুব যত্ন করে লিখেছেন ...
আরে ভাই, খটমটে জিনিসই তো হবে পি.এইচ.ডি থিসিস ... প্লিজ লিখেন ...
২৮| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:১০
অতিথি বলেছেন: আন্তরিক অভিনন্দন।
অবশ্য ড. শুনলেই কেমন ভারিককি ভারিককি একটা ভাব চলে আসে। আপনার পোস্টে ফাজলামো টাইপ মন্তব্যগুলো কি আর করা যাবে না?
২৯| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:১১
অতিথি বলেছেন: বিশাল অভিনন্দন বিগ বস ড. চৌধুরীকে।
পিএইচডি প্রাপ্তির খবরটাতো ভালো লাগারই বটে, তবে কোন কারেকশন ছাড়া থিসিস গ্রহন করাটা নি:সন্দেহে খুব দারুন ক্রেডিট।
শুভেচ্ছাসহ অভিনন্দন, আবারো।
৩০| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:১২
অতিথি বলেছেন: ব্লগে আজকে মিষ্টি হয়ে যাক। ওই কে আছিস?!
৩১| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:১৩
অতিথি বলেছেন: কৃতজ্ঞতা।
[email protected]
৩২| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:১৬
অতিথি বলেছেন: যদি হালকা দয়া হয় তবে এইদিকেও,
[email protected]
৩৩| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:২৩
আমার নাম মফিজ বলেছেন: অভিনন্দন বড় ভাই, আপনার হয়া আমি নিজেই একখান পাট্টি দিয়া ফালাইতাছি আইজ রাইতে।
৩৪| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:৩০
অতিথি বলেছেন: ডক্টর দের সারিদের নতুন মুখ ।
হুম... অভিনন্দন স্যার ।
৩৫| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:৩০
অতিথি বলেছেন: চোর, আমি কি আর নামের আগে ড. ব্যবহার করবো? কক্ষনো নয়। শুধু প্রফেশনাল ক্ষেত্র ছাড়া ড. নামের সামনে জুড়ে দেয়ার ইচ্ছা আমার নেই।
সাদিক, ধন্যবাদ। মিস্টি কই পাই?
মফিজ, দেন, পার্টি বড় ভালবাসি।
৩৬| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:৩১
অতিথি বলেছেন: অভিবাদন.... ডক্টর চেীধুরী
দেরি করে ফেললাম ।
জটিল ব্যাপার ।
৩৭| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:৩৩
অতিথি বলেছেন: অভিনন্দন, ডঃ চৌধুরী ফ্রম আ সিম্পল চৌধুরী।
৩৮| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:৫৬
অতিথি বলেছেন: ওহ!! এক লাখেরও অভিনন্দন
৩৯| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:১৬
অতিথি বলেছেন: খুব ভাল খবর। চিয়ার্স বস...
৪০| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:২৭
শাহানা বলেছেন: অভিনন্দন ড: শোহেইল মতাহির চৌধুরী।
৪১| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:০৫
অতিথি বলেছেন: অভিনন্দন! এরকমও তাহলে সম্ভব - নো কারেকশনস্ । দারুন!
৪২| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:২৪
অতিথি বলেছেন: আপনার থিসিসটা ব্লগে বাংলায় অনুবাদ করে দেন। পড়ি।
৪৩| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:৩০
শুভ বলেছেন: অভিনন্দন ড. চৌধুরী!
৪৪| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:৪৫
হযবরল বলেছেন: অভিন্দন ডাঃ চৌধুরী।
একটু দেরী হয়ে গেল।
যখন কেউ ডক্টরেট পায় তখন প্রথম কিছুদিন তাকে ডাঃ ------ বলে সম্বোধন করাটা ভদ্্রতা। যাকে সম্বোধন করা হয় তার জন্য এ এক অনাবিল আনন্দ। অনেক রাতের ঘুম হারাম হয়েছে নিশ্চয়ই। একটা মিনি ধারাবাহিক চালু করুন এই পরিক্রমা নিয়ে। এই অভাজনেরা হোক উপকৃত।
৪৫| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:৪৭
হযবরল বলেছেন: কোন কবিতা দিয়ে থিসিস শুরু করেছেন ?
৪৬| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৪:০২
অতিথি বলেছেন: অনেক দেরি করে ফেললাম বোদ হয়, তারপারেও শুভেচ্ছা আপনাকে।
৪৭| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৫:৩১
অতিথি বলেছেন: অভিনন্দন! অভিনন্দন!!
শত সহস্র অভিনন্দন!!!
সত্যিই কারেকশন ছাড়া পেয়েছেন? প্রায় অসম্ভব ব্যাপারটা। দারুন যত্ন ছিল মনে হয়।
তারপর কি করবেন ড: চৌধুরী? পোস্ট ডক?
৪৮| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৫:৩৭
অতিথি বলেছেন: অভিনন্দন.... শোমচৌদা।
ডঃ শোহেইল মতাহির চৌধুরী... অভিনন্দন...
৪৯| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৫:৩৮
অতিথি বলেছেন: অ্যা কি বলেরে! এত ফাকি দিয়াও পিএইচডি? বলে কি?
ফাকিবাজ শৌমচৌকে, অভিনন্দন
৫০| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৫:৩৯
অতিথি বলেছেন: *ডংতর শোমচৌ হবে
৫১| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৫:৪৯
অতিথি বলেছেন: অনেক শুভেচ্ছা, শোহেইল ভাই। আপনার থিসিস সর্বসাধারণের পড়ার জন্য উন্মুক্ত করে দেয়ার ইচ্ছা আছে কি? দিলে কবে নাগাদ?
আপনাকে আবারো অভিনন্দন।
৫২| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৫:৫৪
মাশীদ বলেছেন: অভিনন্দন, SMC Boss!!!
কঠিঠন খবর। সাদিককে মিষ্টি পাঠানোর সময় বেশি করে পাঠিয়েন। আমি পাশের বাড়িতেই আছি। লন্ডনে বসে এই রকম ভাল দিনে 'মিষ্টি কই পাই' যদি আরেকবার বলছেন.....!!!
৫৩| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:০৫
অমিত বলেছেন: অভিনন্দন !!!!
গত সপ্তাহে আমাকে একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। যদিও আমারটা মাস্টার্স। দেড় ঘন্টা হয়েছিল ভাইবা। একসময় ডিফেন্ড করতে করতে মনে হচ্ছিল পেপারটা ছুড়ে ফেলে একটা গরু নিয়ে মাঠে চড়াই। পরে যখন মিটিং এর পর প্রফেসররা কংগ্রাচুলেট করে বলল যে অসাধারণ এবং আমি পিএইচডি করতে চাই নাকি, তখন মনে হল, নাহ!! হয়ত ভালই। আর গতকাল যখন ল্যাব থেকে শেষবারের মত চলে আসলাম, খুবই মন খারাপ হচ্ছিল..
৫৪| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:০৯
অতিথি বলেছেন: অভিনন্দন ।
৫৫| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:১৬
অতিথি বলেছেন: হাসান মোরশেদ, সারি পেলেন কই। আপনার কাছে অন্য কোনো তালিকা আছে নাকি। এখানে তো জি্বনের বাদশা আর আমি। ধন্যবাদ।
গোপাল ভাঁড়, আপনাকেও ধন্যবাদ।
শাহানাকেও ধন্যবাদ।
মিয়া মু হু, হাহ আমি কি আর জানতাম এরকমও সম্ভব। হলো দেখে বুঝলাম এও হয়।
অণৃন্য, খুব সহজ ভাবে লেখা। বাংলা করার সময় ও ধৈর্য নাই। ব্লগে দিলে লোকে ফ্লাডিং-এর (বিষয়ও বন্যা ও পানিসম্পদ) অভিযোগে বাড়ি আক্রমণ করতে পারে। আপনি যদি বাংলা অনুবাদে আগ্রহী হন (সম্মানীর বিনিময়ে) তবে আপনার কাছে পাঠিয়ে দিতে পারি।
শুভ, আপনাকেও ধন্যবাদ। অনেকদিন আপনার কোনো নতুন লেখা পড়ি না। তার মানে একুশে বইমেলার প্রকাশনা নিয়ে ব্যস্ত আছেন।
হযবরল, কি হলে উপকার হবে বলুন। সে অংশটুকু বলি না হয়। সবকিছু বলতে গেলে তো অনেক কথা বলতে হবে। আর যে কবিতা দিয়ে শুরু করেছি তা 'ঘুমাবো একটানা তিনদিন ঘুমাবো ' পোস্টটিতে আছে।
সরোদ, দেরি হয় নাই। ধন্যবাদ আপনাকে।
এসএমমাহবুব মুর্শেদ। শুধু কারেকশন ছাড়া তা নয় মামু। আরো আছে। বললে ঢোল পেটানো হয়ে যাবে। প্রধান এক্সাটার্নাল যিনি তিনি 15 বছর ধরে বাংলাদেশ নিয়ে গবেষণা করেন। শেষে তার প্রশংসা ছিল বাংলাদেশের নীতি প্রণয়নকে এত গভীরভাবে বিশ্লেষণ সম্ভব তা এই থিসিস না দেখলে আমি কখনও বিশ্বাস করতাম না। তার অধীনে অনেক বাংলাদেশি কমনওয়েলথ বৃত্তি নিয়ে পিএইচডি করেছেন। যাক, সৌভাগ্যই মনে হয়। যত্ন ছিলো। সবচে বড় কথা মনে হয়, আমি পরিপূর্ণ আমার মত করে লিখেছি। যা বোধহয় অন্যভাবে লেখা যায় না। সেজন্যই সংশোধনের সুযোগ কম ছিলো।
মৃন্ময়, ধন্যবাদ।
তেলাপোকা, আপনিই ঠিকমত বুঝলেন। প্রশ্নটা আমারো এত ফাঁকি দিয়েও এত ভালো হলো।
তৃণভোজী, সবাই পড়তে চাইলে তো ভালোই। এক কষ্টের লেখা যদি কেউ না পড়লোই, তবে আর লাভ কি? যাদের আগ্রহ আছে তাদেরকে ইমেইলে গুরুত্বপূর্ণ অংশটুকু পাঠাতে পারি।
মাশীদ, আমি ভাবছিলাম, রেসিপিটা মাশীদকে দেবো, আর মাশীদ তৈরি করে সাদিক ও অরূপকে খাওয়াবে। লন্ডনে তো মিস্টি আছে। সিংগাপুরেও আছে। কিন্তু আমি পাঠাই কি করে?
অমিত, খুব মজা লাগলো আপনার মন্তব্যে। পিএইচডি করার সুযোগ থাকলে এখনই করে ফেলুন। খুব সহজ হবে। ভাইভাতে ওরা যাচাই করে দেখে কাজটা কতটা বুঝে করা। ধন্যবাদ।
রিফাত, আপনাকেও ধন্যবাদ।
(কাউকে কি বাদ দিলাম?)
৫৬| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:২৩
হিমু বলেছেন: অভিনন্দন! আর দেরি নয়, আজ এই শুভলগ্নে আপনার শালির সাথে আমার পরিচয় করিয়ে দিন। শালিকে সুন্দরী তন্বী সুরসিকা এবং সবের্াপরি 52 কেজির কম ওজনবিশিষ্ট হতে অনুরোধ জানাই।
৫৭| ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:২৫
অতিথি বলেছেন: উচ্চতা 2 ফুট 3 ইঞ্চি হলেও অসুবিধা নাই। আমার না, হিমুর।
৫৮| ০৮ ই ডিসেম্বর, ২০০৬ রাত ১:৪৪
অতিথি বলেছেন: কিন্তু আমি এটা বুঝছি না, শালী আমাকে দুলাভাই না ডেকে হিমুকে কেন ডাকবে?
৫৯| ০৮ ই ডিসেম্বর, ২০০৬ রাত ১:৪৬
অতিথি বলেছেন: আবারো অভিনন্দন । আজকের আড্ডাটা বেশ জমেছিল । আর খাবারগুলিও মজার ছিল । ধন্যবাদ ।
৬০| ০৮ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৫৮
ঝরা পাতা বলেছেন: কনগ্র্যাচুলেশনস ড. চৌধুরী। এবার কি দেশে ফিরবেন?
৬১| ০৮ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:০৫
অতিথি বলেছেন: রেজওয়ান, শুধু কাশ্মিরী পোলাওটাই রান্না করতে পেরেছিলাম। মাংসের মসলা রেজালা করতে অনেক সময় লেগে গেল। রাত্রে গোটা তিনেক বন্ধু মিলে খাওয়া হলো। আপনি লন্ডন থাকলে একটা ফোন দিয়ে চলে আসুন। বাকীটুকু হয়ে যাক। আড্ডাটা জমজমাটই ছিলো। ধন্যবাদ।
ঝরা পাতা, হ্যা দেশে ফিরছি। শীঘ্রি।
৬২| ০৮ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:০৭
অতিথি বলেছেন: বাংলাদেশের বণ্যা,পানি সম্পদ নিয়ে খুব আগ্রহ আমার।ইংরেজী ভালো জানি না।কিছু পোস্ট দিলে পড়তাম!
৬৩| ০৮ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:০০
অতিথি বলেছেন: কবে পারবো কথা দিতে পারছি না অণৃণ্য। তবে গবেষণার কিছু বিষয় ব্লগে ছড়িয়ে দিতে চেষ্টা করবো। বাংলাদেশের বন্যা ও পানিসম্পদের বিষয়ে আমার নিজস্ব কিছু পর্যবেক্ষণ আছে, সেগুলো লিখবো সময় হলেই।
ধন্যবাদ।
৬৪| ০৮ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:৩৭
অতিথি বলেছেন: লেখা পড়ে আগে এমনিতেই ভয়ে কমেন্ট করতাম না, এখন তো ভয় আরো বাড়ায়া দিলেন।
আমার একটা অদ্ভূত স্বপ্ন আছে।পৃথিবীর সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়গুলোর ফ্যাকাল্টিতে সবসময় একজন ইহুদী এবং একজন ভারতীয় প্রফেসর থাকে(আমি যতটুকু দেখেছি)। আমার বিশ্বাস আগামী ৫০ বছর পর সব ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে একজন করে বাঙ্গালী শিক্ষক থাকবেন।
৬৫| ০৮ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:৪১
অতিথি বলেছেন: মেন্টুর কথা আমার পছন্দ হইছে!
৬৬| ০৮ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:৫৭
সুখবর বলেছেন: অভিনন্দন ড: চৌধুরী।
অনেক অনেক শুভেচ্ছা।
মেন্টাল এখনই অনেক ভাল ভাল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষক এবং গবেষক আছেন। সবার নাম ধাম জানি না, তবে যাদেরটা জানি পোষ্ট করে দেব।
৬৭| ০৮ ই ডিসেম্বর, ২০০৬ রাত ৯:৫৮
নজমুল আলবাব বলেছেন: অভিনন্দন।
৬৮| ০৯ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:০২
নীতু বলেছেন: ড: চৌধুরী,
বিশাল সাফল্যের জন্য বিশাল অভিনন্দন। আমার এক সেমিস্টার শেষ হওয়ার আনন্দ কখনও পিএইডি শেষ করার আনন্দের সাথে পাল্লা দিতে পারবে না। উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।
৬৯| ০৯ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৭:৪৩
আপন তারিক বলেছেন: অভিনন্দন এবং শ্রদ্ধা....
৭০| ১০ ই ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:১৪
অতিথি বলেছেন: অভিনন্দনের বন্যায় আমি বাদ যাই কেন!
মতাহির ভাই অনেক অনেক অনেক বড় হন, আকাশ ছাড়িয়ে ডাক আপনার কৃতিত্ব। শুভকামনা, আপনার জন্য।
৭১| ১০ ই ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:৩৮
অতিথি বলেছেন: ব্লগের কতৃপক্ষের কাছে আবেদন করছি...
শোহেইল মতাহির চৌধুরী'র পরিবর্তেনিক....
ড.শোহেইল মতাহির চৌধুরী করে দেওয়া হোক।
শো.ম.চৌ না চাইলেও।
৭২| ১৪ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৭:৪২
উৎস বলেছেন: দেরীতে হলেও অভিনন্দন ড. চৌধুরী। আরও সাফল্য আসুক আপনার জীবনে।
৭৩| ১৪ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৭:৪৭
মদন বলেছেন: ডাঃ সাব আমার পেটে ব্যাথা
কংগ্রেটস
৭৪| ১৪ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:১৫
মাহবুব সুমন বলেছেন: মনের গভীর থেকে অভিনন্দন,
আপনার সাফল্য আমাকে এবং আর সবাইকে ভালো এবং আরো ভালো করার প্রেরনা যোগাবে ।
আজকের দিনের মতো খুশির দিনে আপনার জীবনে বার বার আসুক এ কামনাই করি ।
৭৫| ২২ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১:৫৫
অতিথি বলেছেন: শোমচৌ প্রতিষ্ঠান না ব্যক্তি বুদ্ধুরামের বোধে আসে না। অভিনন্দনান্তে অনুরোধ ব্লগে 100 ঘন্টার রোজনামচা দেবেন, অলস বুদ্ধু বুঝতে চেষ্টা করবে শোমচৌ কি করে সম্ভব।
৭৬| ২৪ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:৩৩
অতিথি বলেছেন: অভিনন্দন!
রহস্যগল্প আরেকটি নামাইতে হইবে, বুঝিতেছি!
৭৭| ৩১ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১০:১০
অতিথি বলেছেন: পোষ্টটা অনেক দিন পর দেখলাম... দেরীতে হলেও অভিনন্দন আপনাকে... সেই সাথে ঈদ মোবারক ও হ্যাপি নিউ ইয়ার।
৭৮| ০৬ ই মার্চ, ২০০৭ রাত ১২:৫৯
অতিথি বলেছেন: মন্তব্য ফ্লাডিং
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:০৭
হাসিব বলেছেন: অভিনন্দন ড. শোহেইল মতাহির চৌধুরী ।