![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব। আমি আঁধারের ব্যাক্তিগত অহংকার ।আমি বৈরাগ্যের ভ্রান্তি। অসম্পূর্ণ ছায়ামাত্র! আমি ব্যাথিত , ব্যর্থ নই। আমি রৌদ্রের মতো অভিকর্ষহীন ,অনুভূতিহীন নই।
বিয়ে জিনিষটাকে প্রচন্ড কমপ্লিকেটেড হিসাবে নতুন প্রজন্মের কাছে উপস্থাপিত করছে প্রতিটা মিডিয়া, লেখক এবং তথাকথিত নারিবাদিরা। মেয়েরা বেশি ভয় পাচ্ছে তাদের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে ফলে বিয়ের চেয়ে তারা অন্যকিছুতে আকৃস্ট হচ্ছে বেশি। নারিবাদিরা মেয়েদেরকে বিয়ের থেকে অন্যকিছুতে অতিরিক্ত রকম উৎসাহি করছে।
তথাকথিত প্রেম বাড়ছে, অবৈধ সম্পর্ক বাড়ছে, কথিত লিভ টুগেদার হচ্ছে এবং শেষ পর্যন্ত প্রচুর পরিমানে ডিভোর্স হচ্ছে, পারিবারিক অশান্তি হচ্ছে, আত্মহত্যা হচ্ছে, সামাজিক অবক্ষয় হচ্ছে।
প্রায়ই দেখি নারিবাদি মেয়ে অথবা ছেলেরা বলে বিয়ে করাটা জরুরি কিছু না। এতটা মানুষের জন্য এতটা গুরুত্বপুর্নও না। কিন্তু জৈবিক চাহিদা বলে একটা বিষয় হিউম্যান সাইন্স এ আছে। একটা মেয়ে অথবা ছেলে যতই বলুক সে সাধু সন্ত টাইপের অবস্থায় আছে কিন্তু আসল ঘটনা মেডিক্যাল সাইন্স বলে দেয়।
বিদ্র: এটা আমার বিয়া করার কোন বাহানা না। একটা কুপ্রস্তাব পাইলাম আজকে। সামাজিক অবক্ষয় দিনে দিনে কোন অবস্থায় যাচ্ছে সেটা আমার এই ঘটনাটা চিন্তা করলেই সামনে আসে। তার সাথে অনেক্ষন আলাপ হল। যা বুঝলাম তিনি নারিবাদি এবং নারি স্বাধিনতায় বিশ্বাসি। এটা কোনধরনের নারি স্বাধিনতা?
©somewhere in net ltd.